Jo Lindner Death: মাত্র ৩০ -এ অকালে মৃত্যু! চলে গেলেন জনপ্রিয় ফিটনেস ইউটিউবার

Last Updated:

Jo Lindner Death: অকালে চলে গেলেন জনপ্রিয় ইউটিউবার তথা বডি বিল্ডার জো লিন্ডনার৷ মাত্র ৩০ বছর বয়সেই মৃত্যু হল জোয়েস্থেটিক্সের৷

আবার দুঃসংবাদ৷ বয়স যে নিছকই একটা সংখ্যামাত্র তা বুঝিয়ে দিয়ে অকালে চলে গেলেন জনপ্রিয় ইউটিউবার তথা বডি বিল্ডার জো লিন্ডনার৷ মাত্র ৩০ বছর বয়সেই মৃত্যু হল জোয়েস্থেটিক্সের৷ জো-এর ঘনিষ্ঠ বন্ধু নোয়েল সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর মৃত্যুর খবরটি প্রকাশ করেছেন৷ পাশাপাশি জো-এর প্রতি শোকপ্রকাশ করেছেন এবং সকলের উদ্দেশ্যে প্রার্থনার অনুরোধ জানিয়েছেন৷ এত কম বয়সে কীভাবে মৃত্যু হল জো-এর৷ তা নিয়ে সকলেই উদ্বেগ প্রকাশ করেছেন৷
সূত্র থেকে জানা গেছে, অ্যানিউরিজম-এর কারণে শনিবার মৃত্যু হয়েছে জো-এর৷ কী এই অ্যানিউরিজম? রক্তনালীর বাইরের অংশের ফুলে ওঠাকেই বলা হয় অ্যানিউরিজম৷ যেটা রক্তনালীর প্রাচীরের দুর্বলতার কারণে সৃষ্ট হয়৷ বংশগত কারণে কিংবা কোনও রোগের থেকে এই সমস্যা দেখা দিতে পারে৷ এই সমস্যার জেরেই মৃত্যু হয়েছে জোয়েস্থেটিক্সের৷ জো লিন্ডনারের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন তার অনুগামীরা৷
advertisement
advertisement

View this post on Instagram

A post shared by Jo Lindner (@joesthetics)

advertisement
ইউটিউবেও খুবই জনপ্রিয় ছিলেন জো৷ নিজের শরীরচর্চার রেজিম এবং শরীর সংক্রান্ত নানা বিষয় নিয়ে পোস্ট করতেন জো৷ থাইল্যান্ডে থাকাকালীন বডি বিল্ডার হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছিলেন৷ বেশ কিছুদিন ধরেই ঘাড়ের যন্ত্রণায় ভুগছিলেন জো, তেমনটাই জানিয়েছিলেন জো-এর বান্ধবী নিচা৷ জো-এর ইউটিউব চ্যানেলের গ্রাহক সংখ্যা প্রায় ১০ লক্ষের কাছাকাছি এবং অনুগামীর সংখ্যা ৮ মিলিয়নের বেশি৷ এত কম বয়সে এইভাবে অকালে জো-এর চলে যাওয়া মেনে নিতে পারছেন না অনুগামীরা৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Jo Lindner Death: মাত্র ৩০ -এ অকালে মৃত্যু! চলে গেলেন জনপ্রিয় ফিটনেস ইউটিউবার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement