Jo Lindner Death: মাত্র ৩০ -এ অকালে মৃত্যু! চলে গেলেন জনপ্রিয় ফিটনেস ইউটিউবার

Last Updated:

Jo Lindner Death: অকালে চলে গেলেন জনপ্রিয় ইউটিউবার তথা বডি বিল্ডার জো লিন্ডনার৷ মাত্র ৩০ বছর বয়সেই মৃত্যু হল জোয়েস্থেটিক্সের৷

আবার দুঃসংবাদ৷ বয়স যে নিছকই একটা সংখ্যামাত্র তা বুঝিয়ে দিয়ে অকালে চলে গেলেন জনপ্রিয় ইউটিউবার তথা বডি বিল্ডার জো লিন্ডনার৷ মাত্র ৩০ বছর বয়সেই মৃত্যু হল জোয়েস্থেটিক্সের৷ জো-এর ঘনিষ্ঠ বন্ধু নোয়েল সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর মৃত্যুর খবরটি প্রকাশ করেছেন৷ পাশাপাশি জো-এর প্রতি শোকপ্রকাশ করেছেন এবং সকলের উদ্দেশ্যে প্রার্থনার অনুরোধ জানিয়েছেন৷ এত কম বয়সে কীভাবে মৃত্যু হল জো-এর৷ তা নিয়ে সকলেই উদ্বেগ প্রকাশ করেছেন৷
সূত্র থেকে জানা গেছে, অ্যানিউরিজম-এর কারণে শনিবার মৃত্যু হয়েছে জো-এর৷ কী এই অ্যানিউরিজম? রক্তনালীর বাইরের অংশের ফুলে ওঠাকেই বলা হয় অ্যানিউরিজম৷ যেটা রক্তনালীর প্রাচীরের দুর্বলতার কারণে সৃষ্ট হয়৷ বংশগত কারণে কিংবা কোনও রোগের থেকে এই সমস্যা দেখা দিতে পারে৷ এই সমস্যার জেরেই মৃত্যু হয়েছে জোয়েস্থেটিক্সের৷ জো লিন্ডনারের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন তার অনুগামীরা৷
advertisement
advertisement

View this post on Instagram

A post shared by Jo Lindner (@joesthetics)

advertisement
ইউটিউবেও খুবই জনপ্রিয় ছিলেন জো৷ নিজের শরীরচর্চার রেজিম এবং শরীর সংক্রান্ত নানা বিষয় নিয়ে পোস্ট করতেন জো৷ থাইল্যান্ডে থাকাকালীন বডি বিল্ডার হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছিলেন৷ বেশ কিছুদিন ধরেই ঘাড়ের যন্ত্রণায় ভুগছিলেন জো, তেমনটাই জানিয়েছিলেন জো-এর বান্ধবী নিচা৷ জো-এর ইউটিউব চ্যানেলের গ্রাহক সংখ্যা প্রায় ১০ লক্ষের কাছাকাছি এবং অনুগামীর সংখ্যা ৮ মিলিয়নের বেশি৷ এত কম বয়সে এইভাবে অকালে জো-এর চলে যাওয়া মেনে নিতে পারছেন না অনুগামীরা৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Jo Lindner Death: মাত্র ৩০ -এ অকালে মৃত্যু! চলে গেলেন জনপ্রিয় ফিটনেস ইউটিউবার
Next Article
advertisement
সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি, নিয়তির আশ্চর্য সমাপতন, নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা সুলক্ষণা পণ্ডিত
সঞ্জীব কুমারকে ভালবেসেও বিয়ে হয়নি,নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা
  • সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি

  • নিয়তির আশ্চর্য সমাপতন

  • নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা

VIEW MORE
advertisement
advertisement