Father to be Aneek Dhar: দ্বিতীয়বার বাবা হতে চলেছেন অনীক ধর, স্ত্রীর সঙ্গে ছবি দিয়ে বললেন 'হাম দো হামারে দো'

Last Updated:

Father to be Aneek Dhar: দ্বিতীয়বার বাবা হতে চলেছেন সঙ্গীত শিল্পী অনীক ধর৷ রাখঢাক, লুকোছাপা করে নয় বরং ঘটা করে নিজের সোশ্যাল মিডিয়ায় সুখবর জানালেন গায়ক৷

কলকাতা: টলিপাড়ায় ফের খুশির খবর৷ দ্বিতীয়বার বাবা হতে চলেছেন সঙ্গীত শিল্পী অনীক ধর৷ রাখঢাক, লুকোছাপা করে নয় বরং ঘটা করে নিজের সোশ্যাল মিডিয়ায় সুখবর জানালেন গায়ক৷ স্ত্রী দেবলীনার সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করে ভক্তদের সুখবর দিয়েছেন অনীক৷ গায়কের এই পোস্টে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা৷
ধর পরিবারে আসতে চলেছে নতুন অতিথি৷ আপাতত, সেই আনন্দেই আত্মহারা সকলে৷ সোশ্যাল মিডিয়ায় খুশির খবরে শুভেচ্ছার বন্যা বয়ে গেছে৷ ঝড়ের গতিতে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে ছবি৷ খুশির খবর পেয়ে সকল ভক্তরাই ভালবাসায় ভরিয়ে দিয়েছেন অনীককে৷ সকল ভক্তদের মধ্যে অভিনেত্রী ঐন্দ্রিলাও কমেন্টে জানিয়েছেন,অবশেষে জানানো হল৷ কমেন্ট দেখে মনে হচ্ছে, তিনি আগে থেকেই জানতেন৷ এছাড়াও অভিনেত্রী শ্রীমাও শুভেচ্ছা জানিয়েছে অনীক ও ঐন্দ্রিলাকে৷
advertisement
advertisement

View this post on Instagram

A post shared by Aneek Dhar (@iamaneekdhar)

advertisement
অনীকের শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে ফ্লোরাল প্রিন্টেড পাঞ্জাবি ও সাদা রঙের চোস্তা পরে রয়েছেন অনীক৷ দেবলীনা অফ হোয়াইট রঙের শাড়ি ও মাল্টিকালার ব্লাউজ পরেছিলেন৷ ফুল দিয়ে সাজানো সোফায় হাতে হাত দিয়ে বসে রয়েছেন অনীক ও দেবলীনা৷ পরের ছবিতে মেয়ে আদ্যাকে লাল টকটকে শাড়ি পরে মায়ের পাশে দেখা গিয়েছে৷ শেষের ছবিতে স্ত্রীকে লাল গোলাপ দিচ্ছেন অনীক ধর৷ প্রতিটা ছবিতেই ভালবাসা ফুটে উঠেছে৷ এই মিষ্টি ছবি শেয়ার করেই অনীক জানিয়েছেন, আমি বলতে চাই হাম দো..হামারে দো৷ আপনাদের সকলের আশীর্বাদ চাই৷ ঈশ্বর মহান৷ সঙ্গে দুটি বাচ্চার ইমোজি জুড়ে দিয়েছেন৷ উল্লেখ্য, ২০১৪ সালে দীর্ঘদিনের বান্ধবী দেবলীনাকে বিয়ে করেন অনীক৷ ২০১৮ সালে মেয়ে আদ্যা আসে তাদের কোলে৷ মেয়ে হওয়ার বছর পাঁচেকের মধ্যেই ফের বাবা হচ্ছেন অনীক ধর৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Father to be Aneek Dhar: দ্বিতীয়বার বাবা হতে চলেছেন অনীক ধর, স্ত্রীর সঙ্গে ছবি দিয়ে বললেন 'হাম দো হামারে দো'
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement