Ameesha Patel:টাকা দেননি প্রযোজক, 'গদর ২' মুক্তির আগে বিস্ফোরক অভিযোগ আমিশার, ফাঁস হতেই তোলপাড়
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Ameesha Patel: 'গদর ২' মুক্তির ছবির প্রচার চলছে জোরকদমে৷ এর মধ্যে ফুঁসে উঠলেন আমিশা৷ যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে৷ ছবির পরিচালক তথা সহ প্রযোজক অনিল শর্মার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নায়িকা৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এখানেই শেষ নয়, এত চর্চার মাঝে ছবি নিয়েও বড় স্পয়লার শেয়ার করে দিয়েছেন আমিশা৷ একটি দৃশ্যে কবরের পাশা দাঁড়িয়ে সানি দেওল ওরফে তারা সিংকে কান্না করতে দেখা গেছে৷ যা দেখে অনেকেরই প্রশ্ন জেগেছে তাহলে কি সাকিনা মার গিয়েছে? এই টুইস্টের মধ্যেই আমিশা লেখেন- কে মারা গেছে সেটা বলা যাবে না, তবে এটা সাকিনা নয়৷ আমিশার এই পোস্টে রেগে আগুন হয়েছেন ভক্তরা৷ পুরো সাসপেন্স নষ্ট করে দিয়েছেন নায়িকা, তেমনটাই বলছেন নেটিজেনরা৷