কলকাতা : ‘‘আমি নিজে বালিকা বধূ ১৮ বার দেখেছি ৷’’ বললেন মিঠুন চক্রবর্তী ৷ প্রয়াত তরুণ মজুমদারের প্রতি শ্রদ্ধা জানিয়ে বললেন মহাগুরু ৷ মিঠুন চক্রবর্তীর কথায়, তরুণ মজুমদারের মতো মিষ্টি প্রেমের ছবি আর কেউ উপহার দিতে পারবেন না ৷ রোম্যান্টিক ছবি, প্রেমের ছবি, ভালবাসার ছবি অনেকেই করেন ৷ কিন্তু তার মধ্যে এরকম মিষ্টত্ব থাকে না ৷ অভিমত মিঠুনের ৷ ছোটবেলার ভালবাসাকে এত সুন্দর মিষ্টতা দিয়ে তিনি তুলে ধরেছেন ‘বালিকা বধূ’ ছবিতে, যে তার রেশ রয়ে গিয়েছে এত দিন পরও ৷
নবতিপর পরিচালকের প্রয়াণে অপূরণীয় ক্ষতি হল, বললেন মিঠুন ৷ তবে তিনি যা দিয়ে গিয়েছেন, তাও অমূল্য ৷ তরুণ মজুমদাররে বাংলা ছবির অবিসংবাদী রাজা হিসেবে ভূষিত করেন মিঠুন । তিনি বিকল্পহীন ৷ তাঁর ছবিতে যাঁরা কাজ করেছেন তাঁদের ভাগ্যবান বলে মনে করেন মিঠুন । তিনি নিজে তরুণ মজুমদারের পরিচালনায় অভিনয় করতে পারেননি বলে আক্ষেপও প্রকাশ করেন মিঠুন ৷
সোমবার সকালে ১১ টা ১৭ মিনিটে এসএসকেএম হাসপাতালের সব চিকিৎসকের প্রয়াস ব্যর্থ করে প্রয়াত হলেন তরুণ মজুমদার ৷ গত ১৪ জুন থেকে তিনি চিকিৎসাধীন ছিলেন এসএসকেএম হাসপাতালে ৷ মরণোত্তর দেহদানে অঙ্গীকারবদ্ধ ছিলেন পরিচালক ৷ সোমবারই তাঁর মরদেহ এসএসকেএম হাসপাতালের অ্যানাটমি বিভাগে দান করা হবে ৷ ঘটনাচক্রে এ দিন ব্যক্তিগত কাজে কলকাতায় এসেছেন মিঠুন চক্রবর্তী ৷ সেখানেই তিনি খবর পান তরুণ মজুমদারের প্রয়াণের ৷ তাঁর ছবির প্রতি নিজের মুগ্ধতা প্রকাশ পায় মিঠুনের কথায় ৷
আরও পড়ুন : ‘কিংবদন্তিসম নক্ষত্রপুঞ্জের শেষ নাম আজ চলে গেলেন’, তরুণ মজুমদারকে শ্রদ্ধার্ঘ্যবার্তা সৃজিতের
আরও পড়ুন : প্রয়াত বর্ষীয়ান চিত্রপরিচালক তরুণ মজুমদার
সোমবার দুপুর ২: ৩০-টের পর হাসপাতাল থেকে বার করা হবে তরুণ মজুমদারের দেহ । এর পর সেখান থেকে তাঁর নিথর দেহ নিয়ে যাওয়া হবে তাঁর প্রধান কর্মস্থল এনটিওয়ান স্টুডিয়োতে । সেখানে চলবে শ্রদ্ধাজ্ঞাপন পর্ব । তার পর এসএসকেএম হাসপাতালে দেহ দান করা হবে । তাঁর ব্যক্তিগত ইচ্ছা ছিল, মৃত্যুর পর কোনও ফুল মালা দিয়ে আড়ম্বর না করার । তাঁর পরিবারের তরফেও তাই কোনও আয়োজন না করার অনুরোধ করা হয়েছে প্রয়াত পরিচালকের পরিবারেক তরফে ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mithun Chakraborty, Tarun Majumdar