Mithun Chakraborty on Tarun Majumdar Movies: বালিকা বধূ দেখেছেন ১৮ বার, তরুণ মজুমদার পরিচালিত মিষ্টি প্রেমের ছবি এখন বিরল, বললেন মিঠুন

Last Updated:

Tarun Majumdar Movies: রোম্যান্টিক ছবি, প্রেমের ছবি, ভালবাসার ছবি অনেকেই করেন ৷ কিন্তু তার মধ্যে এরকম মিষ্টত্ব থাকে না ৷ অভিমত মিঠুনের ৷

মিঠুন চক্রবর্তীর কথায়, তরুণ মজুমদারের মতো মিষ্টি প্রেমের ছবি আর কেউ উপহার দিতে পারবেন না
মিঠুন চক্রবর্তীর কথায়, তরুণ মজুমদারের মতো মিষ্টি প্রেমের ছবি আর কেউ উপহার দিতে পারবেন না
কলকাতা : ‘‘আমি নিজে বালিকা বধূ ১৮ বার দেখেছি ৷’’ বললেন মিঠুন চক্রবর্তী ৷ প্রয়াত তরুণ মজুমদারের প্রতি শ্রদ্ধা জানিয়ে বললেন মহাগুরু ৷ মিঠুন চক্রবর্তীর কথায়, তরুণ মজুমদারের মতো মিষ্টি প্রেমের ছবি আর কেউ উপহার দিতে পারবেন না ৷ রোম্যান্টিক ছবি, প্রেমের ছবি, ভালবাসার ছবি অনেকেই করেন ৷ কিন্তু তার মধ্যে এরকম মিষ্টত্ব থাকে না ৷ অভিমত মিঠুনের ৷ ছোটবেলার ভালবাসাকে এত সুন্দর মিষ্টতা দিয়ে তিনি তুলে ধরেছেন ‘বালিকা বধূ’ ছবিতে, যে তার রেশ রয়ে গিয়েছে এত দিন পরও ৷
নবতিপর পরিচালকের প্রয়াণে অপূরণীয় ক্ষতি হল, বললেন মিঠুন ৷ তবে তিনি যা দিয়ে গিয়েছেন, তাও অমূল্য ৷ তরুণ মজুমদাররে বাংলা ছবির অবিসংবাদী রাজা হিসেবে ভূষিত করেন মিঠুন । তিনি বিকল্পহীন ৷ তাঁর ছবিতে যাঁরা কাজ করেছেন তাঁদের ভাগ্যবান বলে মনে করেন মিঠুন । তিনি নিজে তরুণ মজুমদারের পরিচালনায় অভিনয় করতে পারেননি বলে আক্ষেপও প্রকাশ করেন মিঠুন ৷
advertisement
সোমবার সকালে ১১ টা ১৭ মিনিটে এসএসকেএম হাসপাতালের সব চিকিৎসকের প্রয়াস ব্যর্থ করে প্রয়াত হলেন তরুণ মজুমদার ৷ গত ১৪ জুন থেকে তিনি চিকিৎসাধীন ছিলেন এসএসকেএম হাসপাতালে ৷ মরণোত্তর দেহদানে অঙ্গীকারবদ্ধ ছিলেন পরিচালক ৷ সোমবারই তাঁর মরদেহ এসএসকেএম হাসপাতালের অ্যানাটমি বিভাগে দান করা হবে ৷ ঘটনাচক্রে এ দিন ব্যক্তিগত কাজে কলকাতায় এসেছেন মিঠুন চক্রবর্তী ৷ সেখানেই তিনি খবর পান তরুণ মজুমদারের প্রয়াণের ৷ তাঁর ছবির প্রতি নিজের মুগ্ধতা প্রকাশ পায় মিঠুনের কথায় ৷
advertisement
advertisement
আরও পড়ুন : প্রয়াত বর্ষীয়ান চিত্রপরিচালক তরুণ মজুমদার
সোমবার দুপুর ২: ৩০-টের পর হাসপাতাল থেকে বার করা হবে তরুণ মজুমদারের দেহ । এর পর সেখান থেকে তাঁর নিথর দেহ নিয়ে যাওয়া হবে তাঁর প্রধান কর্মস্থল এনটিওয়ান স্টুডিয়োতে । সেখানে চলবে শ্রদ্ধাজ্ঞাপন পর্ব । তার পর এসএসকেএম হাসপাতালে দেহ দান করা হবে । তাঁর ব্যক্তিগত ইচ্ছা ছিল, মৃত্যুর পর কোনও ফুল মালা দিয়ে আড়ম্বর না করার । তাঁর পরিবারের তরফেও তাই কোনও আয়োজন না করার অনুরোধ করা হয়েছে প্রয়াত পরিচালকের পরিবারেক তরফে ।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Mithun Chakraborty on Tarun Majumdar Movies: বালিকা বধূ দেখেছেন ১৮ বার, তরুণ মজুমদার পরিচালিত মিষ্টি প্রেমের ছবি এখন বিরল, বললেন মিঠুন
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement