Big Breaking| Tarun Majumdar passes away: প্রয়াত বর্ষীয়ান চিত্রপরিচালক তরুণ মজুমদার
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
সোমবার সকাল ১১.১৭ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷
#কলকাতা: প্রয়াত বর্ষীয়ান চিত্রপরিচালক তরুণ মজুমদার৷ সোমবার সকাল ১১.১৭ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে৷ দীর্ঘদিন ধরেই বয়সজনিত কারণে ভুগছিলেন তিনি৷ ভর্তি ছিলেন হাসপাতালে৷
৯২ বছর বয়সে একদিকে বয়স জনিত রোগে ভুগছিলেন তিনি ৷ দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় আক্রান্ত, হাই ডায়াবেটিসও ছিল তাঁর ৷ নতুন করে শ্বাসকষ্ট জনিত সমস্যা এবং ফুসফুসের সংক্রমণ ধরা পড়ে তরুণ মজুমদারের ৷
সপ্তাহ খানেক ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন৷ গতকাল, রবিবার, সঙ্কটজনক পরিস্থিতি হয় নবতিপর পরিচালকের৷ তখনই তাঁকে ভেন্টিলেশনে দিতে হয়। রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা অনেকটা বেড়ে যায়। রক্তচাপ স্বাভাবিকের চেয়ে অনেক কমে যায়। এরপর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়৷ সোমবার ভোর থেকে অবস্থার আরও অবনতি হয়৷ পালস রেট একদম কমে যায়, হার্টের পাম্পিং একদম কাজ করছিল না৷ তাঁর মৃত্যুর সঙ্গে বাংলা ছবির এক স্বর্ণযুগের সমাপ্তি ঘটল৷
advertisement
advertisement
বাংলা সাহিত্যনির্ভর ছবিতে রবীন্দ্রসঙ্গীতের মাধুর্য ছিল তরুণ মজুমদারের ছবির অন্যতম বৈশিষ্ট্য ৷ পদ্মশ্রী সম্মানে ভূষিত তরুণ মজুমদার পরিচালিত ‘কাচের স্বর্গ’, ‘নিমন্ত্রণ’, ‘গণদেবতা’ এবং ‘অরণ্য আমার’ ছবিগুলি জাতীয় পুরস্কার পায় ৷
পরিচালনার কাজে সম্প্রতি তাঁকে পাওয়া না গেলেও চিন্তন ও অন্যান্য ভূমিকায় এখনও সক্রিয় ৷ কিছু দিন আগেই প্রেক্ষাগৃহে গিয়ে তিনি দেখেন অনীক দত্ত পরিচালিত ‘অপরাজিত’ ৷ ছবি দেখে মুগ্ধতার কথা তিনি জানান পরিচালক অনীককেও ৷ বর্ষীয়ান এই পরিচালকের অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করেছে শিল্পী তথা দর্শকমহল ৷
advertisement
Avijit Chanda
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
July 04, 2022 11:45 AM IST