Mithun Chakraborty: কেমন আছেন মিঠুন চক্রবর্তী? জানালেন দেবশ্রী, নায়ককে দেখতে তড়িঘড়ি হাসপাতালে হাজির অভিনেত্রী
- Published by:Sayani Rana
- news18 bangla
- Written by:AVIJIT CHANDA
Last Updated:
Mithun Chakraborty: গুরুতর অসুস্থ অভিনেতা মিঠুন চক্রবর্তী। অভিনেতা দেখতে হাসপাতালে যান তাঁর সহকর্মী তথা অভিনেত্রী দেবশ্রী রায়। তিনি জানালেন কেমন আছেন অভিনেতা।
কলকাতা: আজ অর্থাৎ শনিবার জানা যায় গুরুতর অসুস্থ অভিনেতা মিঠুন চক্রবর্তী। ভোরবেলা তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করতে হয়েছে। কিছুক্ষণ আগের পাওয়া খবর অনুযায়ী অভিনেতাকে চিকিৎসার জন্য আইসিইউতে নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর অনুয়ায়ী জানা গিয়েছে, অভিনেতা দেখতে হাসপাতালে যান তাঁর সহকর্মী তথা অভিনেত্রী দেবশ্রী রায়।
সকালে তাঁর শারীরিক অবস্থা অতি সঙ্কটজনক ছিল। হাসপাতাল সূত্রে খবর, শারীরিক অবস্থা অতি সঙ্কটজনক হওয়ায় আইসিইউতে ভর্তি করা হয়েছিল তাঁকে। ১২৮ নম্বর বেডে ভর্তি রয়েছেন তিনি। এমআরআই রিপোর্ট একিউট স্ট্রোক ধরা পড়েছে। স্নায়ুরোগ বিশেষজ্ঞ সঞ্জয় ভৌমিকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন তিনি। চিকিৎসক সঞ্জয় ভৌমিকের সঙ্গে চিকিৎসক দেবব্রত চক্রবর্তী চিকিৎসা করছেন। আপাতত হাসপাতালে রয়েছেন ৭৪ বছর বয়সী অভিনেতা।
advertisement
আরও পড়ুন: সিলেবাস বদলাচ্ছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর! পড়ুয়াদের জন্য বড় খবর, কেন এই বদল জানুন বিস্তারিত
advertisement
তবে তাঁর অবস্থা এখন কিছুটা স্থিতিশীল, তেমনটাই জানিয়েছনে দেবশ্রী রায়। অভিনেত্রী বলেন, মিঠুন কে দেখে বাইরে বেরিয়ে দেবশ্রী রায় বলেন, “যখন মিঠুন দার অসুস্থতার খবর পাই তখন অত্যন্ত শকিং লেগেছিল। উনি
advertisement
বর্তমানে ভাল আছেন। আমার সঙ্গে ওনার কথা হয়েছে। কোনও ভয়ের কারণ নেই। আজই ওনাকে কেবিনেটে স্থানান্তরিত করা হতে পারে।
প্রসঙ্গত, মিঠুন চক্রবর্তী বিগত কয়েক দিন ধরেই কলকাতায় শাস্ত্রী ছবির শুটিং করছিলেন। সোহম চক্রবর্তী প্রযোজিত এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় মিঠুন। হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গিয়েছে হঠাই গতকাল রাত থেকে তাঁর শারীরিক অস্বস্তি হতে শুরু করে। অবস্থা খারাপের দিকে যাওয়ায় ভোরবেলা তাঁকে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। অভিনেতা সোহম চক্রবর্তী হাসপাতালেই আছেন। শুধু দেবশ্রী রায় নয়, মিঠুন চক্রবর্তীকে দেখতে হাসপাতালে যান অভিনেতা বিশ্বনাথ বসুও।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 10, 2024 3:12 PM IST