Bengali Serial TRP: ধারাবাহিক বন্ধ হওয়ার জল্পনা শুরু হতেই ফের শীর্ষে 'মিঠাই', বড় অদল বদল TRP-তে
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
তিন সপ্তাহ টানা মোদক পরিবারের রেটিং পয়েন্ট ৭.৮ এবং ৭.২-এর থেকে উঠছিল না। তার বদলে শীর্ষ স্থান দখল করছিল কখনও 'ধুলোকণা', কখনও আবার 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার'।
#কলকাতা: ফের উলটপুরাণ টিআরপি তালিকায়। গত কয়েক সপ্তাহ ধরে টিআরপি তলানিতে এসে ঠেকেছিল জনপ্রিয় ধারাবাহিক 'মিঠাই'-এর। কিন্তু এককালীন ধারাবাহিকের রাজা আবার নিজের আসন পুনরুদ্ধার করল। এ সপ্তাহে ফের বাংলা সেরা মোদক পরিবার।
তিন সপ্তাহ টানা মোদক পরিবারের রেটিং পয়েন্ট ৭.৮ এবং ৭.২-এর থেকে উঠছিল না। তার বদলে শীর্ষ স্থান দখল করছিল কখনও 'ধুলোকণা', কখনও আবার 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার'। এ বারে 'মিঠাই'-এর নম্বর ৮.৫।
আরও পড়ুন: বড় চমক TRP-তে! শীর্ষে লক্ষ্মী কাকিমা, মিঠাইকে টক্কর দিয়ে দ্বিতীয় আসন কেড়ে নিল এই সিরিয়াল
advertisement
advertisement
কিন্তু সম্প্রতি একটি প্রোমো দেখে দর্শকের ধারণা হয়েছিল, 'মিঠাই' বুঝি শেষ হতে চলল। যেখানে দেখা গিয়েছিল, নায়িকা গুলি খেয়ে পড়ে যাচ্ছে। লোকে ভেবেছিল, মিঠাইকে মেরে দিয়ে ধারাবাহিক শেষ করে দেবে। এই জল্পনায় তোলপাড় সোশ্যাল মিডিয়া, টেলিপাড়া। তার ফলেই দর্শক আবার ধারাবাহিক দেখা শুরু করলেন? প্রশ্নের উত্তর সহজে মিলবে না কিন্তু ফসল ফলেছে।
advertisement
অন্য দিকে গত সপ্তাহে শীর্ষে থাকা ধারাবাহিক 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার' এ বার দ্বিতীয় স্থানে নেমে এসেছে। দুই ধারাবাহিকই জি বাংলায় দেখানো হয়।
চমকে দিল ধুলোকণা। পর পর তিন সপ্তাহে শীর্ষে থেকে হ্যাট্রিক করার পরে এ সপ্তাহে এ বার লালন-ফুলঝুরি একেবারে পঞ্চম স্থানে।
advertisement
অন্য দিকে প্রথম সপ্তাহেৃতেইই টিআরপি তালিকায় সেরা দশে জায়গা করে নিল লীনা গঙ্গোপাধ্যায়ের নতুন ধারাবাহিক এক্কা দোক্কা (৫.৮)।
রইল বাকি টিআরপি (TRP) তালিকা
প্রথম স্থান | মিঠাই (৮.৫) |
দ্বিতীয় স্থান | লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৮.০) |
তৃতীয় স্থান | গৌরী এল (৭.৯) এবং গাঁটছড়া (৭.৯) |
চতুর্থ স্থান | আলতা ফড়িং (৭.৭) |
পঞ্চম স্থান | ধুলোকণা (৭.৫) |
ষষ্ঠ স্থান | মন ফাগুন (৬.৩) এবং অনুরাগের ছোঁয়া (৬.৩) |
সপ্তম স্থান | উমা (৬.২) |
অষ্টম স্থান | এই পথ যদি না শেষ হয় (৬.০) |
নবম স্থান | এক্কা দোক্কা (৫.৮) |
দশম স্থান | খেলনা বাড়ি (৫.৬) |
Location :
First Published :
July 28, 2022 12:20 PM IST