Bengali Serial TRP: ধারাবাহিক বন্ধ হওয়ার জল্পনা শুরু হতেই ফের শীর্ষে 'মিঠাই', বড় অদল বদল TRP-তে

Last Updated:

তিন সপ্তাহ টানা মোদক পরিবারের রেটিং পয়েন্ট ৭.৮ এবং ৭.২-এর থেকে উঠছিল না। তার বদলে শীর্ষ স্থান দখল করছিল  কখনও 'ধুলোকণা', কখনও আবার 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার'।

#কলকাতা: ফের উলটপুরাণ টিআরপি তালিকায়। গত কয়েক সপ্তাহ ধরে টিআরপি তলানিতে এসে ঠেকেছিল জনপ্রিয় ধারাবাহিক 'মিঠাই'-এর। কিন্তু এককালীন ধারাবাহিকের রাজা আবার নিজের আসন পুনরুদ্ধার করল। এ সপ্তাহে ফের বাংলা সেরা মোদক পরিবার।
তিন সপ্তাহ টানা মোদক পরিবারের রেটিং পয়েন্ট ৭.৮ এবং ৭.২-এর থেকে উঠছিল না। তার বদলে শীর্ষ স্থান দখল করছিল  কখনও 'ধুলোকণা', কখনও আবার 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার'। এ বারে 'মিঠাই'-এর নম্বর ৮.৫।
advertisement
advertisement
কিন্তু সম্প্রতি একটি প্রোমো দেখে দর্শকের ধারণা হয়েছিল, 'মিঠাই' বুঝি শেষ হতে চলল। যেখানে দেখা গিয়েছিল, নায়িকা গুলি খেয়ে পড়ে যাচ্ছে। লোকে ভেবেছিল, মিঠাইকে মেরে দিয়ে ধারাবাহিক শেষ করে দেবে। এই জল্পনায় তোলপাড় সোশ্যাল মিডিয়া, টেলিপাড়া। তার ফলেই দর্শক আবার ধারাবাহিক দেখা শুরু করলেন? প্রশ্নের উত্তর সহজে মিলবে না কিন্তু ফসল ফলেছে।
advertisement
অন্য দিকে গত সপ্তাহে শীর্ষে থাকা ধারাবাহিক 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার' এ বার দ্বিতীয় স্থানে নেমে এসেছে। দুই ধারাবাহিকই জি বাংলায় দেখানো হয়।
চমকে দিল ধুলোকণা। পর পর তিন সপ্তাহে শীর্ষে থেকে হ্যাট্রিক করার পরে এ সপ্তাহে এ বার লালন-ফুলঝুরি একেবারে পঞ্চম স্থানে।
advertisement
অন্য দিকে প্রথম সপ্তাহেৃতেইই টিআরপি তালিকায় সেরা দশে জায়গা করে নিল লীনা গঙ্গোপাধ্যায়ের নতুন ধারাবাহিক এক্কা দোক্কা (৫.৮)।
রইল বাকি টিআরপি (TRP) তালিকা
প্রথম স্থানমিঠাই (৮.৫)
দ্বিতীয় স্থানলক্ষ্মী কাকিমা সুপারস্টার (৮.০)
তৃতীয় স্থানগৌরী এল (৭.৯) এবং গাঁটছড়া (৭.৯)
চতুর্থ স্থানআলতা ফড়িং (৭.৭)
পঞ্চম স্থানধুলোকণা (৭.৫)
ষষ্ঠ স্থানমন ফাগুন (৬.৩) এবং অনুরাগের ছোঁয়া (৬.৩)
সপ্তম স্থানউমা (৬.২)
অষ্টম স্থানএই পথ যদি না শেষ হয় (৬.০)
নবম স্থানএক্কা দোক্কা (৫.৮)
দশম স্থানখেলনা বাড়ি (৫.৬)
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengali Serial TRP: ধারাবাহিক বন্ধ হওয়ার জল্পনা শুরু হতেই ফের শীর্ষে 'মিঠাই', বড় অদল বদল TRP-তে
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস !

  • পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement