Mithai: গুলি লাগল মিঠাইয়ের! এর পর কী অপেক্ষা করছে মোদক পরিবারের জন্য

Last Updated:

Mithai : গল্পে এবার নতুন চমক ! বদলে যাবে মিঠাই।

#কলকাতা: বাংলা সিরিয়ালের জগতে এখন সব থেকে জনপ্রিয় ধারাবাহিকের মধ্যে 'মিঠাই '(Mithai) একটি। সিদ্ধার্থ ও মিঠাইয়ের (Mithai) দুষ্টু মিষ্টি প্রেম দেখতে ভিড় জমান দর্শকেরা। সন্ধে আটটা মানেই 'মিঠাই' টাইম। অফিস ফেরত বা ওয়ার্ক ফ্রম হোমের মাঝেই এক ঝলক মিঠাই না দেখলেই যে নয়। তার কারণও তো রয়েছে। প্রথম থেকেই 'মিঠাই' ধারাবাহিকের গল্প অন্য ছকে কথা বলে।
এখানে শাশুড়ি বউমার ঝগড়া নেই। বউমাকে হারিয়ে দেওয়ার ফন্দি নয়, বরং গোটা বাড়ির সকলে মিলে চেষ্টা করে কি করে তাঁদের আদরের বউ মা মিঠাইকে(Mithai) জিতিয়ে দেওয়া যায়। মিষ্টি স্বভাবের মিঠাই পারে না এমন কোনও কাজ নেই। পড়াশুনো না জানলেও মিঠাই যে সব বিষয়ে দক্ষ। তাতে সন্দেহ নেই। ওদিকে মিষ্টি বানাতে তো সেই সেরার সেরা।
advertisement
advertisement
এ হেন মিঠাইকে(Mithai)  প্রথমে স্ত্রী হিসেবে মেনে না নিলেও। ধীরে ধীরে মন গলছে সিডে ওরফে সিদ্ধার্থর। সেও ভালবেসে ফেলছে ছটফটে, বক বক করা মিঠাইকে। তবে এই মোদক (Mithai)পরিবারে একজন এক এক রকম। এই যেমন এই বাড়ির ছোট মেয়ে নিপা। সে যে কি করে তার ঠিক নেই। কখনও রাতুলকে বিয়ে করবে বলে নাচানাচি করে। আবার বিয়ের পিঁড়িতে পালিয়ে যায় বলিউডের সিনেমার মতো। কি না, সে মেয়ে বিদেশ যাবে, শপিং করবে। হ্যাঁ এমন নানা কাণ্ড করে সে।
advertisement
এখন নিপা মেতেছে রুডির প্রেমে। এদিকে রুডি ও ধারা স্বামী-স্ত্রী সেজে যায় অপরাধীকে ধরতে। আর সেখানেই একেবারে পুলিশি কায়দায় এন্ট্রি নেয় নিপা। তার কারণ সে প্রমাণ (Mithai) করতে চায় ধারা নয় রুডির যোগ্য প্রেমিকা সে-ই। এবং তার জন্য অপরাধী ধরতে পুলিশের কাজও করতে পারে সে। আর এই কাজকরতে গিয়ে গোলাগোলি চলে(Mithai)।
advertisement
নিপাকে বাঁচাতে গিয়েই গুলি লাগে মিঠাইয়ের(Mithai) । প্রথমবার মিঠাইয়ের জন্য কাঁদতে দেখা যায় সিদ্ধার্থকে। এর পরেই নেট দুনিয়ায় শুরু হয় জল্পনা। তবে কি 'মিঠাই' মারা যাবে। নাকি অন্য কাউকে দেখা যাবে এই চরিত্রে? নাকি গল্প অন্য কোনও দিকে বদলে যাবে? যদিও জানা গিয়েছে মিঠাইয়ের(Mithai) কিছুই হবে না। বরং এই ঘটনা আরও কাছে আনবে মিঠাই ও সিদ্ধার্থকে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Mithai: গুলি লাগল মিঠাইয়ের! এর পর কী অপেক্ষা করছে মোদক পরিবারের জন্য
Next Article
advertisement
West Bengal Weather Update: রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
  • রাতে শীত, দিনে কিছুটা গরম

  • আগামী পাঁচ-সাত দিনে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার তেমন সম্ভাবনা নেই

  • রাজ্যের কোথাও আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই

VIEW MORE
advertisement
advertisement