Harnaaz Sandhu: বিশ্বসুন্দরী হরনাজ সান্ধুর বিরুদ্ধে টাকা নিয়ে প্রোমোশন না করার অভিযোগ উপাসনার
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
Harnaaz Sandhu: সিং চণ্ডীগড় জেলা আদালতে একটি দেওয়ানি মামলা দায়ের করেছেন। সেইখানে সান্ধুর দ্বারা চুক্তি ভঙ্গের অভিযোগের জন্য ক্ষতিপূরণ চেয়েছেন
#চন্ডিগড়: সিনেমার পরিচালক উপাসনা সিং বৃহস্পতিবার লোকাল কোর্টে গিয়ে অভিযোগ জানান মিস ইউনিভার্স হরনাজ সান্ধুর বিরুদ্ধে। অভিযোগ এক পাঞ্জাবি সিনেমা প্রোমোশনের জন্য সাইন করেও করননি কাজটি। সিং চণ্ডীগড় জেলা আদালতে একটি দেওয়ানি মামলা দায়ের করেছেন। সেইখানে সান্ধুর দ্বারা চুক্তি ভঙ্গের অভিযোগের জন্য ক্ষতিপূরণ চেয়েছেন। 'বাই জি কুত্তাঙ্গে' সিনেমাতে অভিনয় করেছিলেন উপাসনা।
আদালতের বাইরে সাংবাদিকদের উপাসনা সিং বলেন, "আমি হারনাজকে বাই জি কুত্তাঙ্গে সিনেমায় অভিনয়ের সুযোগ দিয়েছিলাম। শুধু তাই নয়, আমি ইয়ারা দিয়ান পু বরানও তৈরি করেছি যেটিতেও হারনাজ নায়িকা।"
advertisement
প্রযোজনা সংস্থা অভিযোগ করেন সান্ধু, যিনি ২০২১-এর মিস ইউনিভার্স হয়েছিলেন। ফিল্ম প্রমোশনের জন্য বিভিন্ন এগ্রিমেন্টে সই করতে হয়েছিল একসময় নায়িকাকে। 'সন্তোষ এন্টারটেইনমেন্ট স্টুডিও এলএলপি'-এর সঙ্গেও এইরকম এক কনট্র্যাক্ট হয়। কিন্তু সই করার পর তিনি তাঁর দিন দিতে রাজি হননি।
advertisement
এই ঘটনার পরিপ্রেক্ষিতে হরনাজ সান্ধু তাঁর কোনও মতামত জানাননি এখনও।
উপাসনা সিং জানান, "যখন তিনি মিস ইউনিভার্স হননি তখনই আমি তাঁকে সুযোগ দিয়েছিলাম। এই সিনেমার জন্য আমি অনেক কিছু করেছি। একেবারেই ছোট বাজেটের সিনেমা ছিল না এটি। মে মাসের ২৭ থেকে অগাস্ট ১৯ অবধি পোস্টপনড করতে হয়েছে মুভি রিলিজের দিন। 'বাই জি কুত্তাঙ্গে' সিনমায় আরও অভিনয় করেছেন, দেব খারুদ এবং গুরপ্রিত ঘুগ্গি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 05, 2022 6:12 PM IST