Miss Universe 2023: চোখ ধাঁধানো সাজ, নিকারাগুয়ার শেনিসের মাথায় বিজয় মুকুট! রইল জয়ের মুহূর্তের ভিডিও

Last Updated:

নিকারাগুয়ার এই সুন্দরী এবার ৮৪টি দেশের কঠিন প্রতিযোগিতার মধ্যে থেকে জয় করে এনেছেন সৌন্দর্যের মুকুট আর সেরার তকমা, তিনিই এই বছরের মিস ইউনিভার্স। মিস নিকারাগুয়া ২০২৩ খেতাব জয়ের পর থেকেই তাঁর লক্ষ্য ছিল মিস ইউনিভার্স রূপে পরিচিত হওয়া।

মিস ইউনিভার্স: বলতেই পারেন অনেকে নিছক সৌন্দর্য প্রতিযোগিতা বই তো আর কিছু নয়! কিন্তু জীবনের খাতায় উজ্জ্বল মুহূর্ত যে বারে বারে রচনা করেন সুন্দরীরাই, ইতিহাস তার প্রমাণ। সে দিক থেকে দেখলে অবশ্য ৭২তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা নিঃসন্দেহে রচনা করেছে আরেক ইতিহাস। যার একটি পর্ব সৌন্দর্য প্রতিযোগিতার দুনিয়ায় রীতিমতো ব্যতিক্রমী। জনপ্রিয় ছোটপর্দার তারকা জেনি মেই আর ২০১২ সালের মিস ইউনিভার্স খেতাব বিজয়িনী অলিভিয়া কালপো এ বছর হোস্ট করেছেন এই শো, এই প্রথম সৌন্দর্য প্রতিযোগিতার এই মঞ্চ সঞ্চালিত হল নারীদের হাতে।
নিঃসন্দেহে জেনি মেই আর অলিভিয়া কালপোর সঞ্চালনা নজর কেড়েছে দর্শকের, তবে সব চোখ শেষ পর্যন্ত গিয়ে যার দিকে স্থির হয়েছে, তাঁর নাম শেনিস পালাসিওস। নিকারাগুয়ার এই সুন্দরী এবার ৮৪টি দেশের কঠিন প্রতিযোগিতার মধ্যে থেকে জয় করে এনেছেন সৌন্দর্যের মুকুট আর সেরার তকমা, তিনিই এই বছরের মিস ইউনিভার্স।
advertisement
advertisement
তবে, শেনিস যে জিতবেনই, তা যেন এক রকমের পূর্ব নির্ধারিতই ছিল। পাওলো কোয়েলহো তো লিখেছেনই, কেউ যদি মন-প্রাণ দিয়ে কিছু চান, তাহলে পৃথিবী তা হাতের মুঠোয় এনে দেওয়ার ষড়যন্ত্র করে। শেনিসও চেয়েছিলেন, সন্দেহ নেই, মিস নিকারাগুয়া ২০২৩ খেতাব জয়ের পর থেকেই তাঁর লক্ষ্য ছিল মিস ইউনিভার্স রূপে পরিচিত হওয়া। সে দিক থেকে দেখলে এবার এই খেতাবজয় তাঁর যোগ্য স্বীকৃতি, সঙ্গে ছিল হিতার্থীদের শুভকামনা, শেনিসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে চোখ রাখলে যা স্পষ্ট টের পাওয়া যায়।
advertisement
advertisement
মিস ইউনিভার্স প্রতিযোগিতার মঞ্চ এ বছর আলোকিত হয়েছে শেনিসের অনবদ্য সাজেও। এমবেলিশড বডি-হাগিং এক স্বচ্ছ গাউনে রাতপরির রূপকথার গল্পকে বাস্তবে রূপান্তরিত করেছেন সুন্দরী, কেশসজ্জা-প্রসাধনেও আলাদা করে নজর কেড়েছেন তিনি। সবচেয়ে বেশি চোখ টেনেছে তাঁর অতিপ্রত্যয়ী সারল্যময় হাসি, বাঁধভাঙা নদির মতোই তা বিচারকদের মন জয় করেছে।
advertisement
advertisement
তাঁর সঙ্গে সমানে সমানে লড়েছেন থাইল্যান্ড আর অস্ট্রেলিয়ার দুই সুন্দরী, কিন্তু মুকুট উঠেছে শেনিসেরই শিরে। সুন্দরীর এই বিশ্বজয় নিঃসন্দেহে ভারতেরও পাওনা, বিশ্বকাপ অস্ট্রেলিয়া নিয়ে গেলেও সৌন্দর্যে তারা পরাভূত হয়েছে, এ সান্ত্বনা নয় তো আর কী!
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Miss Universe 2023: চোখ ধাঁধানো সাজ, নিকারাগুয়ার শেনিসের মাথায় বিজয় মুকুট! রইল জয়ের মুহূর্তের ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement