Cricket World Cup 2023: 'আমি খুব নার্ভাস হয়ে পড়েছিলাম'! ভারত-নিউজিল্যান্ডের সেমিফাইনাল ম্যাচ দেখে কেন এমন বললেন রজনীকান্ত
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
ভারত-নিউজিল্যান্ড বিশ্বকাপ সেমিফাইনাল ম্যাচ দেখতে মুম্বইয়ের স্টেডিয়ামে চাঁদের হাট, মাঠে হাজির ছিলেন তারকা ক্রিকেটার থেকে অভিনেতা-অভিনেত্রী অনেকেই। উপস্থিত ছিলেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত।
advertisement
ওয়াংখেড়েতে কোহলি-শো। বিরাট এমন কীর্তি গড়লেন, সচিন তেন্ডুলকর উঠে দাঁড়িয়ে হাততালি দিলেন। এই ম্যাচটা যেন বিরাট কোহলির! এতদিন শুনে এসেছেন, তিনি বিশ্বকাপ সেমিফাইনালে রান পান না। সেসব ভাঙা রেকর্ড আর বাজবে না বিরাট কোহলির কানের সামনে। তিনি এখন একদিনের ক্রিকেটে ৫০টি সেঞ্চুরির মালিক। যে রেকর্ড সচিনেরও নেই।
advertisement
advertisement
advertisement
advertisement
এমন খেলা দেখে তিনি উচ্ছ্বাসিত। টিম ইন্ডিয়ার খেলায় মুগ্ধ অভিনেতাও। মাঠে তাঁর মধ্যেও ছিল চাপা উত্তেজনা ও ভাবনা। খেলা শেষে মুম্বই থেকে চেন্নাইতে ফিরে তিনি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানান "প্রথমে আমি খুব নার্ভাস হয়ে পড়েছিলাম। পরে, যখন উইকেট পড়তে থাকল, তখন একটু স্বস্তি লাগছিল। দেড় ঘণ্টার আমি বেশ নার্ভাস ছিলাম। কিন্তু আমি ১০০ শতাংশ নিশ্চিত যে কাপ আমাদেরই হবে।"