Raj Chakraborty-Subhashree Ganguly: ২য় বার মা হওয়ার আগেই অকপট স্বীকারোক্তি! রাজকে এ কী জানিয়ে দিলেন অন্তঃসত্ত্বা শুভশ্রী
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
শীঘ্রই দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ৯ মাসের অন্তঃসত্ত্বা অভিনেত্রী। দ্বিতীয়বার মা হওয়ার আগে তিনি রাজকে উদ্দেশ্য করে দিলেন মিষ্টি আদুরে বার্তা।
advertisement
advertisement
দ্বিতীয়বার মা হওয়ার আগে তিনি রাজকে উদ্দেশ্য করে দিলেন মিষ্টি আদুরে বার্তা। একটি রিল ভিডিয়ো শেয়ার করেছেন শুভশ্রী। গত বছরের ইউরোপ ট্রিপের কিছু মুহূর্ত রিলে আকারে শেয়ার করেছেন তিনি। তাঁর নিজের অভিনীত সিনেমা 'বস ২'-এ ‘উড়েছে মন পুড়েছে মন’ গানটি দিয়ে রিলটি বানিয়েছেন। সেখানে রাজকেও দেখা গিয়েছে। সেই রিলের ক্যাপশনে তিনি লেখেন 'যা ছিল আমার সবই তোর হাতে'। ক্যাপশনে স্বামী রাজকে মেনশন করেন।
advertisement
advertisement