Raj Chakraborty-Subhashree Ganguly: ২য় বার মা হওয়ার আগেই অকপট স্বীকারোক্তি! রাজকে এ কী জানিয়ে দিলেন অন্তঃসত্ত্বা শুভশ্রী

Last Updated:
শীঘ্রই দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ৯ মাসের অন্তঃসত্ত্বা অভিনেত্রী। দ্বিতীয়বার মা হওয়ার আগে তিনি রাজকে উদ্দেশ্য করে দিলেন মিষ্টি আদুরে বার্তা।
1/5
শীঘ্রই দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ৯ মাসের অন্তঃসত্ত্বা অভিনেত্রী। সব সময়ই নানা কারণে খবরের শিরোনামে থাকেন নায়িকা৷ আর এবার আবার স্বামী রাজকে একপ্রকার খোলা চিঠি দিয়ে তিনি ফের চর্চায়।
শীঘ্রই দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ৯ মাসের অন্তঃসত্ত্বা অভিনেত্রী। সব সময়ই নানা কারণে খবরের শিরোনামে থাকেন নায়িকা৷ আর এবার আবার স্বামী রাজকে একপ্রকার খোলা চিঠি দিয়ে তিনি ফের চর্চায়।
advertisement
2/5
অন্তঃসত্ত্বা অভিনেত্রীর প্রতিটা আপডেট জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷ মাতৃত্বের সুন্দর মুহূর্তের নানা ছবি অনুরাগীদের সঙ্গেও ভাগ করে নেন রাজ ঘরণী৷ কিছুদিন আগেই খেলেন নয় মাসের সাধ। সাধের প্রতিটা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেন নায়িকা৷
অন্তঃসত্ত্বা অভিনেত্রীর প্রতিটা আপডেট জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷ মাতৃত্বের সুন্দর মুহূর্তের নানা ছবি অনুরাগীদের সঙ্গেও ভাগ করে নেন রাজ ঘরণী৷ কিছুদিন আগেই খেলেন নয় মাসের সাধ। সাধের প্রতিটা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেন নায়িকা৷
advertisement
3/5
দ্বিতীয়বার মা হওয়ার আগে তিনি রাজকে উদ্দেশ্য করে দিলেন মিষ্টি আদুরে বার্তা। একটি রিল ভিডিয়ো শেয়ার করেছেন শুভশ্রী। গত বছরের ইউরোপ ট্রিপের কিছু মুহূর্ত রিলে আকারে শেয়ার করেছেন তিনি। তাঁর নিজের অভিনীত সিনেমা 'বস ২'-এ ‘উড়েছে মন পুড়েছে মন’ গানটি দিয়ে রিলটি বানিয়েছেন। সেখানে রাজকেও দেখা গিয়েছে। সেই রিলের ক্যাপশনে তিনি লেখেন 'যা ছিল আমার সবই তোর হাতে'। ক্যাপশনে স্বামী রাজকে মেনশন করেন।
দ্বিতীয়বার মা হওয়ার আগে তিনি রাজকে উদ্দেশ্য করে দিলেন মিষ্টি আদুরে বার্তা। একটি রিল ভিডিয়ো শেয়ার করেছেন শুভশ্রী। গত বছরের ইউরোপ ট্রিপের কিছু মুহূর্ত রিলে আকারে শেয়ার করেছেন তিনি। তাঁর নিজের অভিনীত সিনেমা 'বস ২'-এ ‘উড়েছে মন পুড়েছে মন’ গানটি দিয়ে রিলটি বানিয়েছেন। সেখানে রাজকেও দেখা গিয়েছে। সেই রিলের ক্যাপশনে তিনি লেখেন 'যা ছিল আমার সবই তোর হাতে'। ক্যাপশনে স্বামী রাজকে মেনশন করেন।
advertisement
4/5
এর আগেও পাঁচ ও সাত মাসের সাধের ছবি শেয়ার করেছিলেন শুভশ্রী৷ পাশাপাশি ৩ নভেম্বর তাঁর জন্মদিনেরও তিনি ছবি শেয়ার করেন। কিন্তু সেই ছবি প্রকাশ্যে আসতেই চরম ট্রোল হন নায়িকা।
এর আগেও পাঁচ ও সাত মাসের সাধের ছবি শেয়ার করেছিলেন শুভশ্রী৷ পাশাপাশি ৩ নভেম্বর তাঁর জন্মদিনেরও তিনি ছবি শেয়ার করেন। কিন্তু সেই ছবি প্রকাশ্যে আসতেই চরম ট্রোল হন নায়িকা।
advertisement
5/5
জন্মদিনে নীল লম্বা ঝুলের পোশাকে সেজে উঠে ছিলেন শুভশ্রী। আর তা দেখে অনেকে বলেন, লিপ ফিলার, বোটক্সের কারণেই নাকি শুভশ্রীর চেহারায় পরিবর্তন।
জন্মদিনে নীল লম্বা ঝুলের পোশাকে সেজে উঠে ছিলেন শুভশ্রী। আর তা দেখে অনেকে বলেন, লিপ ফিলার, বোটক্সের কারণেই নাকি শুভশ্রীর চেহারায় পরিবর্তন।
advertisement
advertisement
advertisement