Mimi Chakarborty: খাবারে চুল, ক্ষমা চাওয়ার বালাই নেই! বিমান সংস্থার উপর বেজায় চটলেন তারকা-সাংসদ মিমি
- Published by:Sanchari Kar
Last Updated:
Mimi Chakarborty: একটি ট্যুইটের মাধ্যমে ওই উড়ান সংস্থার বিরুদ্ধে অভিযোগ জানান তারকা-সাংসদ। ছবি দিয়ে অভিযোগ জানান, বিমানে দেওয়া খাবারের মধ্যে চুল ছিল।
কলকাতা: উড়ান সংস্থার গাফিলতি নিয়ে নানা সময়ে সমালোচনা করেছেন তারকারা। হেনস্থা হওয়ারও অভিযোগও আনতে দেখা গিয়েছে অনেককে। এ বার এক বিখ্যাত দুবাইয়ের এক বিমান সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন যাদবপুরের সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী।
একটি ট্যুইটের মাধ্যমে ওই উড়ান সংস্থার বিরুদ্ধে অভিযোগ জানান তারকা-সাংসদ। ছবি দিয়ে অভিযোগ জানান, বিমানে দেওয়া খাবারের মধ্যে চুল ছিল। ক্ষোভ প্রকাশ করে সেই উড়ান সংস্থার উদ্দেশে তিনি লেখেন, 'আপনারা বোধ হয় এতই বড় হয়ে গিয়েছেন যে, যাঁরা আপনাদের সঙ্গে যাত্রা করছেন, তাঁদের খোঁজ নিতেও ভুলে যাচ্ছেন। খাবারে চুল পাওয়াটা মোটেই ভাল বিষয় নয় বলে মনে করি।'
advertisement
Dear @emirates i believe u hav grown 2 big to care less abut ppl traveling wit u.Finding hair in meal is not a cool thing to do i believe. Maild u nd ur team but u didn’t find it necessary to reply or apologise @EmiratesSupport That thing came out frm my croissant i was chewing pic.twitter.com/5di1xWQmBP
— Mimi chakraborty (@mimichakraborty) February 21, 2023
advertisement
advertisement
সেই ট্যুইটেই মিমি জানান, এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মেল করা হলেও কোনও সাড়া মেলেনি। ক্ষমাও চাওয়া হয়নি। মিমি আরও লেখেন, 'এই চুলটা একটা ক্রঁসো থেকে বেরিয়েছে। যেটা আমি খাচ্ছিলাম।' জানা গিয়েছে, এখনও পর্যন্ত সেই উড়ান সংস্থার পক্ষ থেকে মিমির সঙ্গে যোগাযোগ করা হয়নি।
advertisement
সদ্য ৩৪-এ পা দিয়েছেন মিমি। ভ্যালেন্টাইনস ডে আসার আগেই পাড়ি দিয়েছিলেন প্যারিসে। নিজের বিশেষ দিনটি কাটিয়েছিলেন ভালবাসার শহরেই। মিমিকে শেষ পর্দায় দেখা গিয়েছে অরিন্দম শীল পরিচালিত 'খেলা যখন'-এ। ছবিটিতে তাঁর অভিনয় প্রশংসিত।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 22, 2023 12:34 PM IST