Dadasaheb Phalke Awards: ‘দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ডসে’ সেরার শিরোপা উঠল কার মাথায়? দক্ষিণী ও বলিউডে জোর টক্কর
- Published by:Salmali Das
Last Updated:
Dadasaheb Phalke Awards || দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ডস ২০২৩, ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় মুম্বইয়ে। এ বছর পুরস্কারের নিরিখে দক্ষিণী ও বলিউড একে অপরকে টক্কর দিয়েছে।
মুম্বইঃ দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ডস ২০২৩, ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় মুম্বইয়ে। রেড কার্পেটে উপস্থিত ছিলেন বলিউডের আলিয়া ভাট, বরুণ ধওয়ান থেকে শুরু করে টেলিভিশন অভিনেত্রী তেজস্বী প্রকাশ, রূপালি গঙ্গোপাধ্যায়। তা ছাড়াও অন্যান্য তারকার ভিড়ও ছিল চোখে পড়ার মত।
এ বছর পুরস্কারের নিরিখে দক্ষিণী ও বলিউড একে অপরকে টক্কর দিয়েছে। ‘কাশ্মীর ফাইলস’ সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে। অন্য দিকে আলিয়া ভাট ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’-র জন্য সেরা অভিনেত্রীর শিরোপা পান। রণবীর কাপুর ‘ব্রহ্মাস্ত্র’-এর জন্য জিতে নিয়েছেন সেরা অভিনেতার পুরস্কার। 'চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদানের' জন্য পুরস্কৃত হয়েছেন রেখা।
advertisement
advertisement
তেলুগু অ্যাকশন ড্রামা ‘আরআরআর’ বছরের শুরুতেই ভারতকে গোল্ডেন গ্লোব এনে দেয়। সোমবার রাতে স্বীকৃতি পেয়েছে সেই দক্ষিণী সিনেমাও। দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ডে ‘আরআরআর’ 'ফিল্ম অফ দ্য ইয়ার' জিতেছে।
দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পুরস্কার বিজয়ীদের সম্পূর্ণ তালিকা দেখে নিন:
সেরা চলচ্চিত্র: কাশ্মীর ফাইল
advertisement
সেরা পরিচালক: আর বাল্কি ‘চুপ: রিভেঞ্জ অফ দ্য আর্টিস্ট’-এর জন্য
সেরা অভিনেতা: রণবীর কাপুর ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ১’-এর জন্য
সেরা অভিনেত্রী: ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ির’ জন্য আলিয়া ভাট
সবচেয়ে প্রতিশ্রুতিশীল অভিনেতা: ‘কান্তারা’-এর জন্য ঋষভ শেট্টি
পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা: ‘জুগজুগ জিয়োর’ জন্য মণীশ পল
চলচ্চিত্রে অসামান্য অবদান: রেখা
সেরা ওয়েব সিরিজ: ‘রুদ্র: দ্য এজ অফ ডার্কনেস’
advertisement
সেরা অভিনেতা(ক্রিটিক চয়েস): ‘ভেড়িয়া’র জন্য বরুণ ধাওয়ান
বছরের সেরা চলচ্চিত্র: ‘আরআরআর'
বছরের সেরা টেলিভিশন সিরিজ: ‘অনুপমা’
বছরের সবচেয়ে বহুমুখী অভিনেতা: ‘কাশ্মীর ফাইলস’- জন্য অনুপম খের
টেলিভিশন সিরিজের সেরা অভিনেতা: ‘ফানা- ইশক মে মারজাওয়া’-র জন্য জাইন ইমাম
advertisement
টেলিভিশন সিরিজের সেরা অভিনেত্রী: ‘নাগিন’-এর জন্য তেজস্বী প্রকাশ
সেরা গায়ক (পুরুষ): ‘মাইয়া মাইনুর’ জন্য সচেত ট্যান্ডন
সেরা গায়িকা (নারী): ‘মেরি জানের’ জন্য নীতি মোহন
সেরা চিত্রগ্রাহক: ‘বিক্রম ভেদা’-এর জন্য পিএস বিনোদ
সঙ্গীতে অসামান্য অবদান: হরিহরণ
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Mumbai,Maharashtra
First Published :
February 21, 2023 1:56 PM IST