New Bengali Film: আসছে নতুন ছবি "দাফান", ভাষা দিবসে প্রকাশ্যে চরিত্রদের লুক

Last Updated:

আসছে  পরিচালক সুজয় পাল ও অংশমান বন্দোপাধ্যায়ের নতুন ছবি "দাফান"। 

ফেব্রুয়ারিতেই মুক্তি পাবে "দাফান", ভাষা দিবসে প্রকাশ্যে চরিত্রদের লুক
ফেব্রুয়ারিতেই মুক্তি পাবে "দাফান", ভাষা দিবসে প্রকাশ্যে চরিত্রদের লুক
কলকাতা:  "ছিট মহল" (ভারত ও বাংলাদেশের মধ্যে নো-ম্যানস ল্যান্ড) এর পটভূমিকে নিয়ে আসছে  পরিচালক সুজয় পাল ও অংশমান বন্দোপাধ্যায় নতুন ছবি "দাফান"।  ছবির  শুটিং শুরু করতে চলেছেন আগামি ২৬শে ফেব্রুয়ারী।
গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনুভব কাঞ্জিলাল, অঙ্কিতা চক্রবর্তী,  অনুষ্কা চক্রবর্তী, দেবেশ রায় চৌধুরী ও রেমোকে।  'Ocenic Media Solutions & Mojotale Entertainments' এর প্রযোজনায় তৈরি হবে এই থ্রিলার। মধ্যরাতে ৩ বন্দুকধারী এবং ১ মহিলা একটি অ্যাম্বুলেন্স হাইজ্যাক করে।  সরকারের কাছে  নিজেদের দাবি জানাতেই অ্যাম্বুলেন্সটি হাইজ্যাক করা হয়। অ্যাম্বুলেন্সে পন বন্দি করা হয় এক অন্ত:সত্ত্বা মহিলা ও তাঁর স্বামীকে।
advertisement
advertisement
রোমাঞ্চকর ঘাত-প্রতিঘাত, উত্থান-পতনের সঙ্গে সামাজিক-রাজনৈতিক ভণ্ডামির গল্প তুলে ধরবে এই থ্রিলার। পরিচালকের মতে, বাস্তববাদ, পরাবাস্তবতা এবং জাদু বাস্তবতার মিশ্রণে এই ছবিটি দর্শকদের জন্য একটি আকর্ষক ভিজ্যুয়াল ট্রিট হবে।
বাংলা খবর/ খবর/বিনোদন/
New Bengali Film: আসছে নতুন ছবি "দাফান", ভাষা দিবসে প্রকাশ্যে চরিত্রদের লুক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement