New Bengali Film: আসছে নতুন ছবি "দাফান", ভাষা দিবসে প্রকাশ্যে চরিত্রদের লুক
- Published by:Anulekha Kar
- Written by:Manash Basak
Last Updated:
আসছে পরিচালক সুজয় পাল ও অংশমান বন্দোপাধ্যায়ের নতুন ছবি "দাফান"।
কলকাতা: "ছিট মহল" (ভারত ও বাংলাদেশের মধ্যে নো-ম্যানস ল্যান্ড) এর পটভূমিকে নিয়ে আসছে পরিচালক সুজয় পাল ও অংশমান বন্দোপাধ্যায় নতুন ছবি "দাফান"। ছবির শুটিং শুরু করতে চলেছেন আগামি ২৬শে ফেব্রুয়ারী।
গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনুভব কাঞ্জিলাল, অঙ্কিতা চক্রবর্তী, অনুষ্কা চক্রবর্তী, দেবেশ রায় চৌধুরী ও রেমোকে। 'Ocenic Media Solutions & Mojotale Entertainments' এর প্রযোজনায় তৈরি হবে এই থ্রিলার। মধ্যরাতে ৩ বন্দুকধারী এবং ১ মহিলা একটি অ্যাম্বুলেন্স হাইজ্যাক করে। সরকারের কাছে নিজেদের দাবি জানাতেই অ্যাম্বুলেন্সটি হাইজ্যাক করা হয়। অ্যাম্বুলেন্সে পন বন্দি করা হয় এক অন্ত:সত্ত্বা মহিলা ও তাঁর স্বামীকে।
advertisement
advertisement
রোমাঞ্চকর ঘাত-প্রতিঘাত, উত্থান-পতনের সঙ্গে সামাজিক-রাজনৈতিক ভণ্ডামির গল্প তুলে ধরবে এই থ্রিলার। পরিচালকের মতে, বাস্তববাদ, পরাবাস্তবতা এবং জাদু বাস্তবতার মিশ্রণে এই ছবিটি দর্শকদের জন্য একটি আকর্ষক ভিজ্যুয়াল ট্রিট হবে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 21, 2023 1:12 PM IST