Ramiz Raja on Vivian-Neena: পাকিস্তানের শো-তে জঘন্য মন্তব্য ভিভ-নীনাকে নিয়ে, প্রাক্তন ক্রিকেটার রামিজকে তোপ মাসাবার
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Ramiz Raja on Vivian-Neena: ভিভিয়ান রিচার্ডসের সম্পর্কে বর্ণবিদ্বেষী মন্তব্য শুনে হেসে উঠেছিলেন তিনি। সে দেশের নিউজ চ্যানেলে বসে এই ঘটনাটি ঘটান কয়েক জন খ্যাতনামা ব্যক্তি। আর এই ধরনের প্রতিক্রিয়া কেউ আশা করেননি ক্রিকেটারের তরফে।
মুম্বই: ফের কুৎসিত মন্তব্য শুনে প্রতিক্রিয়ার জেরে নিন্দার মুখে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার রামিজ রাজা। কিংবদন্তি ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডসের সম্পর্কে বর্ণবিদ্বেষী মন্তব্য শুনে হেসে উঠেছিলেন তিনি। সে দেশের নিউজ চ্যানেলে বসে এই ঘটনাটি ঘটান কয়েক জন খ্যাতনামা ব্যক্তি। আর এই ধরনের প্রতিক্রিয়া কেউ আশা করেননি ক্রিকেটারের তরফে।
Dear Ramiz Raja ( sir ) grace is a quality few have. My father,mother and I have it in spades. You have none. Sickening to see you laugh on national TV in Pakistan at something the world stopped laughing at about 30 years back.Step into the future. All 3 of us are here with our…
— Masaba (@MasabaG) November 15, 2023
advertisement
advertisement
হঠাৎ দু’মাসের পুরনো একটি ক্লিপ প্রকাশ্যে আসে। যেটি ভাইরাল হওয়ার পরেই ভিভিয়ানের কন্যা ফ্যাশন ডিজাইনার মাসাবা গুপ্তা সোশ্যাল মিডিয়ায় তোপ দাগেন রামিজ রাজার দিকে। তাঁর কথায়, ‘প্রিয় রামিজ রাজা স্যর, মাধুর্য আসলে এক ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য, আমার বাবা, মা এবং আমার মধ্যে প্রচুর আছে। আপনার মধ্যে একদমই নেই। গোটা পৃথিবী যেই বিষয় নিয়ে ৩০ বছর আগে হাসা বন্ধ করে দিয়েছে, পাকিস্তানের জাতীয় টিভি শো-তে বসে আপনাকে হাসতে দেখে বিরক্ত লাগছে। ভবিষ্যতের দিকে পা বাড়ান। আমরা বাকি তিনজন কিন্তু এখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি।’
advertisement
Holy Hell ladies and gentlemen.
Look at the kind of discourse in a Pakistani news channel about Vivian Richards and Neena Gupta
And this clown Ramiz Raja @iramizraja is shamelessly laughing like an idiot over this pic.twitter.com/45aBz5rje4
— Sensei Kraken Zero (@YearOfTheKraken) November 14, 2023
advertisement
পুরনো সেই ভিডিওতে দেখা গিয়েছে এক কমেডিয়ান মজা করে বলছেন, ‘‘যে মহিলা (নীনা গুপ্তা) নিজেকে মল্লিকা-এ-আলিয়া বলেন, তাঁর ভাগ্যেই জোটে মিস্টার কালিয়া।’’ যে মন্তব্যের পর বাকি সকলের সঙ্গে হো হো করে হেসে ওঠেন রামিজ রাজাও।
সদ্য পাকিস্তানের আর এক প্রাক্তন ক্রিকেটার আব্দুল রজ্জাক বলি সুন্দরী ঐশ্বর্য রাই বচ্চনকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। তা নিয়ে হইচই শুরু হয়েছে বলিপাড়ায়। তারপর আবার পুরনো এক ভিডিও দেখে সমালোচনা শুরু হয়েছে নেটপাড়ায়।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 16, 2023 5:07 PM IST