Jigra: বিতর্কে জেরবার আলিয়া! ফাঁস হয়ে গেল 'জিগরা'র গোপন তথ্য, কড়া ভাষায় ক্ষোভ উগরে দিলেন 'মেরি কম' অভিনেতা

Last Updated:

Jigra: নিজের এক্স হ্যান্ডলে বিজৌ বলেন যে, ‘জিগরা’ ছবিতে কাস্টিং সংক্রান্ত কনফার্মেশন পেয়েছিলেন তিনি। এর জন্য বেশ কিছু ছবির অফারও নাকচ করে দিয়েছিলেন। ‘জিগরা’-র টিমের থেকে সেটে ডাক পাওয়ার অপেক্ষায় ছিলেন তিনি।

 বিতর্কে জেরবার আলিয়া!
বিতর্কে জেরবার আলিয়া!
মুম্বই: আলিয়া ভাটের ‘জিগরা’ ছবির বক্স অফিস কালেকশন নিয়ে তোপ দেগেছেন দিব্যা খোসলা। এবার আলিয়া ভাটকে নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন ‘মেরি কম’ ছবির অভিনেতা বিজৌ থাঙ্গজম। ওই ছবির বিরুদ্ধে একের পর অভিযোগ উঠেই চলেছে। এবার ‘জিগরা’ ছবির বিরুদ্ধে অভিযোগ, তাতে উত্তর-পূর্বের এক অভিনেতাকে সুযোগ দেওয়া হয়েছিল। অথচ এরপর আর তাঁর সঙ্গে কোনও যোগাযোগই করেননি।
নিজের এক্স হ্যান্ডলে বিজৌ বলেন যে, ‘জিগরা’ ছবিতে কাস্টিং সংক্রান্ত কনফার্মেশন পেয়েছিলেন তিনি। এর জন্য বেশ কিছু ছবির অফারও নাকচ করে দিয়েছিলেন। ‘জিগরা’-র টিমের থেকে সেটে ডাক পাওয়ার অপেক্ষায় ছিলেন তিনি।
অথচ কোনও কলই পাননি বিজৌ। এহেন আচরণের সমালোচনা করে তিনি বলেন যে, “উত্তর-পূর্বের একজন অভিনেতা হিসেবে নির্দিষ্ট ভাবে বলতে গেলে বিষয়টা অপমানজনক আর অনেকটাই বৈষম্যমূলক। ২০২৩ সালে একটি চরিত্রে অডিশনের জন্য ওদের কাস্টিং টিম আমার সঙ্গে যোগাযোগ করেছিল। প্রায় চার মাসের ব্যবধানে ২ বার আমি নিজের টেপ পাঠিয়েছিলাম। নভেম্বরের শেষের দিকে ওরা জানায় যে, ডিসেম্বরে আমার শ্যুটিং থাকবে। তবে ওদের তরফ থেকে শ্যুটের কোনও তারিখ জানানো হয়নি। অথচ গোটা ডিসেম্বর মাস জুড়ে ওরা আমায় বুক করে রেখেছিল। তাদের আবার আশা ছিল যে, আমি যে কোনও মুহূর্তে কাজ করতে পারব। তবে মণিপুরের ইম্ফলের বাসিন্দা হিসেবে আমি স্পষ্ট করে বলে দিয়েছিলাম যে, আমার যাতায়াতের ব্যবস্থা করতে হবে। কিন্তু সেটা কোনও বিষয়ই ছিল না।”
advertisement
advertisement
স্মৃতিচারণ করে বিজৌ বলেন যে, “গোটা মাস জুড়ে আমাকে অন্ধকারে রাখা হয়েছিল। কাস্টিং টিম যোগাযোগ করল, অথচ কবে আমায় লাগবে, সেই বিষয়ে কোনও আপডেট দেওয়া হল না। ২৬ ডিসেম্বর শেষ মেসেজটা পেয়েছিলাম আমি। কিন্তু তারপর সব চুপচাপ। ইতিমধ্যেই কয়েকটি কাজ আমার হাতছাড়া হয়েছিল। কারণ আমি তো ওদের উত্তরের অপেক্ষায় বসেছিলাম। কিন্তু সেটা আসেইনি।
advertisement
অভিনেতার কথায়, প্রযোজনা সংস্থাগুলি কীভাবে কাজ করা, সেটা তিনি জানেন।” বিজৌয়ের বক্তব্য, “নিঃসন্দেহে পরিচালক অত্যন্ত প্রতিভাশালী। কিন্তু গোটা বিষয়টাকে যেভাবে তিনি সামলেছেন, সেটা ভীষণই অপেশাদার। আমাদের মতো উত্তর-পূর্বের অভিনেতাদের জন্য বিষয়টা খুবই জঘন্য এমনকী বৈষম্যমূলক। আমার সময় তো নষ্ট হলই। সেই সঙ্গে অন্য সুযোগও হাতছাড়া হয়েছে। কারণ ওদের প্রত্যাশা ছিল, যে কোনও মুহূর্তের নোটিসেই আমায় পাওয়া যাবে।”
advertisement
‘মেরি কম’ অভিনেতা আরও জানান যে, “এই গল্পটা ভাগ করে নেওয়ার পিছনে আমার কোনও উদ্দেশ্য নেই। আমাদের মতো উত্তর-পূর্বের অভিনেতাদের সঙ্গে বড় বড় প্রযোজনা সংস্থাগুলি কেমন ব্যবহার করে, সেই বিষয়ে আলোকপাত করতে চেয়েই এটা সকলকে জানালাম।” তবে ‘জিগরা’ টিম বিজৌয়ের এই দাবি নিয়ে এখনও পর্যন্ত কোনও রকম প্রতিক্রিয়া প্রকাশ করেনি।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Jigra: বিতর্কে জেরবার আলিয়া! ফাঁস হয়ে গেল 'জিগরা'র গোপন তথ্য, কড়া ভাষায় ক্ষোভ উগরে দিলেন 'মেরি কম' অভিনেতা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement