Farhan Khan in Marvel Superhero Series: মার্ভেল সুপারহিরো সিরিজে এবার ফারহান আখতার-ফাওয়াদ খান! কোন সিরিজে আত্মপ্রকাশ?

Last Updated:

MCU Disney Series Ms Marvel: মার্ভেল সিরিজে এবার দেখা যাবে বলিউড অভিনেতা ফারহান আখতারকে! মিস মার্ভেল সিরিজে দেখা যাবে ফারহানকে।

Farhan Khan and Fawad Khan: মার্ভেল সিরিজে এবার দেখা যাবে বলিউড অভিনেতা ফারহান আখতারকে! মিস মার্ভেল সিরিজে দেখা যাবে ফারহানকে। মার্ভেল স্টুডিওর অধীনে ডিজনি+ সিরিজের মধ্যে দিয়েই মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে (MCU) আত্মপ্রকাশ করবেন অভিনেতা-পরিচালক ফারহান আখতার। মার্ভেল সিরিজে ফারহানের যোগ দেওয়ার খবরটি প্রকাশ করেছে ডেডলাইন। আন্তর্জাতিক এই প্রকাশনা যদিও সিরিজে ফারহানের ভূমিকা সম্পর্কে বিশদ কিছু প্রকাশ করেনি তবে নিশ্চিত করে জানিয়েছে যে ফারহানকে এক অতিথি শিল্পীর ভূমিকায় দেখা যাবে। ফারহান আখতারই নন কেবল, এই সিরিজের একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে ফাওয়াদ খানকেও।
ফাওয়াদ আগেই নিশ্চিত করেছিলেন যে তিনি মার্ভেল সিরিজে রয়েছেন। মিস মার্ভেল মুক্তি পাবে ৮ জুন। ফিল্ম কম্প্যানিয়নের একটি সাক্ষাত্কারে ফাওয়াদ নিশ্চিত করেন যে তিনি মার্ভেল প্রকল্পে কাজ করছেন। “হ্যাঁ, আমি আছি। অস্বীকার তো করতে পারব না, এখন তো আর মিথ্যেও বলতে পারব না কারণ তাঁরা নিজেরাই খবরটা প্রকাশ করেছেন,” বলেন ফাওয়াদ।
advertisement
advertisement
মিস মার্ভেলের ট্রেলারটি এই বছরের শুরুতেই প্রকাশিত হয়েছিল। কমলা খান ওরফে মিস মার্ভেল হিসেবে অভিনয় করবেন ইমান ভেলানি। সাধারণত টিন এজ কিশোর কিশোরীরা যে যে সমস্যার সম্মুখীন হয় কমলাকে সেই সব সমস্যার মধ্যে দিয়েই যে যেতে হয় এমনই আভাস মিলেছে ট্রেলারে। অর্থাৎ স্কুলের নানা রকমের সহপাঠী, ছেলেদের সমস্যা এবং ঠিক এই মুহূর্তেই জীবন ও আকাঙ্খা যা চাইছে তাই করতে হবে ইত্যাদি। ঠিক এই রকম সময়েই কমলা এমন একটি কবচ পায় যা তাঁকে সুপার পাওয়ার দেয় এবং কমলা হয়ে ওঠে মিস মার্ভেল। পথে বিভিন্ন বাধাও আসে। সুপারহিরোর এই সিরিজে কিশোরী মার্ভেলের যাত্রার গল্পটিই বলা হয়েছে।
advertisement
ইমান, ফারহান এবং ফাওয়াদ ছাড়াও, সিরিজটিতে অভিনয় করেছেন আরামিস নাইট, সাগর শেখ, রিশ শাহ, জেনোবিয়া শ্রফ, মোহন কাপুর, ম্যাট লিন্টজ, ইয়াসমিন ফ্লেচার, লাইথ নকলি, আজহার উসমান, ট্রাভিনা স্প্রিংগার এবং নিমরা বুচা। মিস মার্ভেল ডিজনি+ এ মুক্তি পেতে চলেছে আগামী ৮ জুন৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Farhan Khan in Marvel Superhero Series: মার্ভেল সুপারহিরো সিরিজে এবার ফারহান আখতার-ফাওয়াদ খান! কোন সিরিজে আত্মপ্রকাশ?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement