Duplicate Shah Rukh Khan: ছবিতে শাহরুখই তো? কিং খানের হুবহু নকলকে দেখে স্তম্ভিত নেটিজেনরা!
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Viral Shah Rukh Khan Lookalike: “রইস সিনেমা দেখার পর, সবাই আমার সঙ্গে সেলফি তোলার জন্য ভিড় করতে থাকেন, তাঁরা ভেবেছিলেন সত্যিকারের শাহরুখ সিনেমার প্রিমিয়ারে উপস্থিত হয়েছেন!"
#মুম্বই: বিখ্যাত মানুষদের সঙ্গে অল্প বিস্তর মুখের মিল থাকে অনেকেরই, অনেকেই আবার প্রিয় তারকাদের মতো সাজেন, তাঁদের নকলও করেন। তবে সম্প্রতি তাজ্জব হয়ে গিয়েছেন শাহরুখ খানের ভক্তরা! সুপারস্টার শাহরুখের সঙ্গে এমন হুবহু মিল কী করে সম্ভব? গুজরাতের এক এসআরকে ভক্ত ইব্রাহিম কাদরিকে দেখে যে কেউ গুলিয়ে ফেলবেন শাহরুখ খানের সঙ্গে। ইব্রাহিমের ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা ১,২২,০০০-এরও বেশি এবং টাইমলাইনে কিং খানের নানান দৃশ্যের নকল করার ভিডিও ভর্তি। ভিডিওগুলি এতটাই বাস্তব বলে মনে হয় যে এক সেকেন্ডের জন্য হলেও যে কারও মনে হবে ইব্রাহিম সত্যিই শাহরুখ।
ইব্রাহিম জানিয়েছেন লোকজন প্রায়শই তাঁকে শাহরুখের সঙ্গে গুলিয়ে ফেলেন এবং তাঁর সঙ্গে ছবি তুলতে ছুটে আসেন। “আমি কখনই আমার চেহারার প্রতি খুব বেশি মনোযোগ দিইনি কিন্তু আমাকে প্রায়ই আমার পরিবার এবং বন্ধুরা বলত- ‘তোকে দেখতে পুরো শাহরুখ খানের মতো!’ আমার বাবা-মা বিশেষভাবে গর্বিত যে তারা এমন সন্তানের জন্ম দিয়েছেন যার সঙ্গে ভারতের সুপারস্টারের অদ্ভুত সাদৃশ্য রয়েছে। স্বাভাবিকভাবেই লোকজনের নজরে পড়তে থাকি আমি এবং সত্যি বলতে, যখন বয়ঃসন্ধি শুরু হয়, আমাকে দেখতে হুবহু SRK-এর মতো হতে থাকে!” হিউম্যানস অফ বোম্বেকে বলেন ইব্রাহিম।
advertisement
advertisement
“আমার বন্ধুরা এবং আমি ‘রইস’ সিনেমা দেখার পর, সবাই আমার সঙ্গে সেলফি তোলার জন্য ভিড় করতে থাকেন, তাঁরা ভেবেছিলেন সত্যিকারের শাহরুখ সিনেমার প্রিমিয়ারে উপস্থিত হয়েছেন! এরপর আরেকটি ঘটনা ঘটে যখন আমি স্টেডিয়ামে গুজরাট লায়ন্সের বিপক্ষে কেকেআরের খেলা দেখতে গিয়েছিলাম; সবাই তাঁদের ক্যামেরা বের করে আমার দিকে হাত নাড়তে থাকে। লোকজন হাততালি দিত এবং আমাকে নিয়ে শাহরুখের বিখ্যাত সিনেমার ডায়লগ বলত। আমি দেখেছি মানুষ শাহরুখকে কতটা ভালোবাসে, এবং প্রথম বার, আমিও ‘বাদশা’র মতো অনুভব করেছি; এটা বিশেষ একটা অনুভূতি! কিন্তু আমি এটাও বুঝতে পেরেছি যে SRK-কে সম্ভবত প্রতিদিনই কিসের মধ্য দিয়ে যেতে হয়। স্টেডিয়ামে কেউ একজন আমাকে এত শক্ত করে ধরেছিলেন যে আমার টি-শার্ট ছিঁড়ে যায়! পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে আমাকে নিরাপদে স্টেডিয়াম থেকে বের করে আনতে পুলিশকে ফোন করতে হয়েছিল এবং আমাকে উদ্ধার করার পরে, পুলিশই জিজ্ঞাসা করেছিলেন, ‘এসআরকে স্যার, এক সেলফি?’” বলেন ইব্রাহিম।
advertisement
advertisement
ইব্রাহিম জানান, লোকজন তাঁর সঙ্গে পাগলের মতো দেখা করতে চাইছে এটা বুঝতে পারার পর শাহরুখের কিছু ভঙ্গি ও আচরণের নকল করতে শুরু করেন তিনি। বহু বিয়েতে আমন্ত্রিত হয়েছেন এবং ছাইয়া ছাইয়ায় নাচতেও হয়েছে তাঁকে। “তবে আমি শাহরুখকে যতটা সম্মান করি, আমি এটাও চাই যে লোকেজনও আমার এই শাহরুখের মতো চেহারার বাইরে আমাকে একজন ব্যক্তি হিসাবেও জানার চেষ্টা করুক। যদি একদিন আমি আমার আইডল, এসআরকের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করতে পারি তবে স্বপ্ন সত্যি হবে!" বলেন তিনি।
advertisement
অন্যদিকে শাহরুখ খানকে দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামের সঙ্গে আগামী বছরের জানুয়ারিতে পাঠান সিনেমায় দেখা যাবে এবং রাজু হিরানির ডানকি সিনেমা মুক্তি পাবে ২০২৩ সালের ডিসেম্বরে৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 06, 2022 3:02 PM IST