Theatre: থিয়েটার জেগে থাক ২৪ ঘণ্টা! টানা একদিন ধরে নাটক দেখার সুযোগ কলকাতায়

Last Updated:

Theatre টানা ২৪ ঘণ্টায় ২৪-২৫ টি নাট্যদল পরপর তাদের নাটক মঞ্চস্থ করে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ছাড়াও ভারতের একাধিক রাজ্য এবং বাংলাদেশের বেশ কিছু নাট্যদল এই উৎসবে অংশগ্রহণ করে।

২৪ ঘণ্টা ধরে চলবে নাট্যোৎসব
২৪ ঘণ্টা ধরে চলবে নাট্যোৎসব
কলকাতা: থিয়েটার জেগে থাক ২৪ ঘণ্টা- এই অভিনব ভাবনা নিয়েই ২০০৭ সালে যাত্রা শুরু করেছিল মিউনাস নাট্যদল আয়োজিত টানা ২৪ ঘন্টা নাট্যোৎসব।
বছরে একদিন (২৪ ঘণ্টা) থিয়েটারকে ঘুমোতে দেব না - এমনটা ভেবেই মিউনাস নাট্যদলের কর্ণধার উৎসব দাস  'টানা ২৪ ঘণ্টা নাট্যোৎসব' শুরু করেন ২০০৭ সালে। তপন থিয়েটারে। উৎসব দাস বলেন, 'একদিনে এতগুলো নাট্যদল নিয়ে নাট্যোৎসব আয়োজন করতে যে শ্রম, পরিকাঠামো ও অর্থ প্রয়োজন, সেই হার্ডল মিউনাসের সদস্যরা আন্তরিকভাবে পেরিয়ে গিয়ে এই উৎসবকে সফল করে তুলেছেন। এমন উৎসব বিশ্বের কোথাও হয় বা হয়েছে বলে জানা যায়নি।"
advertisement
টানা ২৪ ঘণ্টায় ২৪-২৫ টি নাট্যদল পরপর তাদের নাটক মঞ্চস্থ করে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ছাড়াও ভারতের একাধিক রাজ্য এবং বাংলাদেশের বেশ কিছু নাট্যদল এই উৎসবে অংশগ্রহণ করে। শুধু তাই নয়, এই উৎসবে দর্শক সংখ্যা চোখে পড়ার মতো। বহু দর্শক দূর দূরান্ত থেকে আসেন এবং ২৪  ঘণ্টা ধরে নাটক দেখেন।
advertisement
advertisement
সাত বছর ধরে সাফল্যের সঙ্গে এই নাট্যোৎসব অনুষ্ঠিত হয়েছে। তবে  বিশেষ কিছু প্রতিবন্ধকতার কারণে ২০১৫ থেকে দীর্ঘদিন বন্ধ ছিল উৎসব। মিউনাস-এর আয়োজনে তপন থিয়েটারে আবার এই বছর অনুষ্ঠিত হতে চলেছে এই অভিনব নাট্যোৎসব। তপন থিয়েটারে ২৫ ফেব্রুয়ারি বিকেল থেকে ২৬ ফেব্রুয়ারি বিকেল পর্যন্ত টানা চব্বিশ ঘণ্টা চলবে এই নাট্যোৎসব। বাংলাদেশ-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার মোট ২৫টি নাট্যদল তাদের নাট্য প্রযোজনা মঞ্চস্থ করবে।
advertisement
কিন্তু কেন এমন নাট্যোৎসব? কী বলছে মিউনাস? উৎসবের কথায়, "এই উৎসব আসলে সম্পর্ক তৈরির আতুরঘর। বিভিন্ন জায়গার নাট্যদলকে এই উৎসবে আমন্ত্রণ করে সম্পর্কের মেলবন্ধন ঘটায় এই নাট্যোৎসব। একদিনে এত নাট্যদলের এত মানুষ একসঙ্গে থাকেন, খান, নাটক দেখেন।"
কলকাতার বাইরের বহু নাট্যদল অনেক ভাল নাটক মঞ্চস্থ করে।  কলকাতার দর্শকদের সেই নাটক দেখাতে চান উদ্যোক্তারা। আবার কলকাতার বহু দর্শক আছেন যারা বাইরের ভাল নাটক দেখতে চান। সেই মেলবন্ধনও ঘটায় এই উৎসব।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Theatre: থিয়েটার জেগে থাক ২৪ ঘণ্টা! টানা একদিন ধরে নাটক দেখার সুযোগ কলকাতায়
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement