Imran Music Video: ওপার বাংলার গায়ক ইমরানের কন্ঠে নতুন গান! অভিনয়ে এপারের 'চমক' বিগ বস খ্যাত স্যান্ডি ও দিশা

Last Updated:
Imran Music Video: দুই বাংলার যৌথ প্রয়াসের এই শ্যুটিং শুরু হবে কাশ্মীরের লোকেশানে। গানটির ভিডিও পরিচালনার দ্বায়িতে রয়েছেন পরিচালক ঋষি রায়চৌধুরি।
1/7
এবারে দুই বাংলার নতুন প্রজেক্টের মধ্যমণি গায়ক ইমরান মাহমুদুল। নতুন রোমান্টিক গান 'তুমি কেমন করে' গান গায়ছেন গায়ক ইমরান।
এবারে দুই বাংলার নতুন প্রজেক্টের মধ্যমণি গায়ক ইমরান মাহমুদুল। নতুন রোমান্টিক গান 'তুমি কেমন করে' গান গায়ছেন গায়ক ইমরান।
advertisement
2/7
দুই বাংলার যৌথ প্রয়াসের এই শ্যুটিং শুরু হবে কাশ্মীরের লোকেশানে। গানটির ভিডিও পরিচালনার দ্বায়িতে রয়েছেন পরিচালক ঋষি রায়চৌধুরি।
দুই বাংলার যৌথ প্রয়াসের এই শ্যুটিং শুরু হবে কাশ্মীরের লোকেশানে। গানটির ভিডিও পরিচালনার দ্বায়িতে রয়েছেন পরিচালক ঋষি রায়চৌধুরি।
advertisement
3/7
পুরোপুরি ভিন্ন ধরনের এই গানটিতে অভিনয় করছেন স্যান্ডি রং ও দিশা। পরিচালক ঋষি রায়চৌধুরি জানান 'ইমরানের গানে এপার বাংলার অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করবে।'
পুরোপুরি ভিন্ন ধরনের এই গানটিতে অভিনয় করছেন স্যান্ডি রং ও দিশা। পরিচালক ঋষি রায়চৌধুরি জানান 'ইমরানের গানে এপার বাংলার অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করবে।'
advertisement
4/7
বাংলাদেশের একজন সুপারস্টার গায়ক ইমরান। জনপ্রিয়তা তাঁর তুঙ্গে। সোশ্যাল মিডিয়াতেও তাঁর অনুরাগীর সংখ্যা লাফিয়ে বাড়ছে প্রতিদিন। বললেন, 'আশা করছি এই নতুন গান দর্শকদের খুব মনে ধরবে।'
বাংলাদেশের একজন সুপারস্টার গায়ক ইমরান। জনপ্রিয়তা তাঁর তুঙ্গে। সোশ্যাল মিডিয়াতেও তাঁর অনুরাগীর সংখ্যা লাফিয়ে বাড়ছে প্রতিদিন। বললেন, 'আশা করছি এই নতুন গান দর্শকদের খুব মনে ধরবে।'
advertisement
5/7
গানটির সঙ্গীত পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন লিনকন। গানটি মুক্তি পাবে প্রযোজক আদি-র প্রযোজনাতে। গানটির পরিচালনার পাশাপাশি কোরিওগ্রাফিও করছেন স্বয়ং পরিচালক ঋষি রায়চৌধুরি।
গানটির সঙ্গীত পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন লিনকন। গানটি মুক্তি পাবে প্রযোজক আদি-র প্রযোজনাতে। গানটির পরিচালনার পাশাপাশি কোরিওগ্রাফিও করছেন স্বয়ং পরিচালক ঋষি রায়চৌধুরি।
advertisement
6/7
গায়ক ইমরান জানান 'ভারতীয় প্রোডাকশনে সঙ্গে এটাই আমার প্রথম কাজ। পরিচালক ঋষির সঙ্গে আমার প্রথম কাজ, আশা করছি খুব ভাল হবে কাজটা।
গায়ক ইমরান জানান 'ভারতীয় প্রোডাকশনে সঙ্গে এটাই আমার প্রথম কাজ। পরিচালক ঋষির সঙ্গে আমার প্রথম কাজ, আশা করছি খুব ভাল হবে কাজটা।
advertisement
7/7
 এর আগে লিনকন এর সঙ্গে অনেক কাজ হয়েছে। গানটার সুর অনবদ্য, খুব তাড়াতাড়ি মুক্তি পাবে এই গান'।
 এর আগে লিনকন এর সঙ্গে অনেক কাজ হয়েছে। গানটার সুর অনবদ্য, খুব তাড়াতাড়ি মুক্তি পাবে এই গান'।
advertisement
advertisement
advertisement