এবারে দুই বাংলার নতুন প্রজেক্টের মধ্যমণি গায়ক ইমরান মাহমুদুল। নতুন রোমান্টিক গান 'তুমি কেমন করে' গান গায়ছেন গায়ক ইমরান।
2/ 7
দুই বাংলার যৌথ প্রয়াসের এই শ্যুটিং শুরু হবে কাশ্মীরের লোকেশানে। গানটির ভিডিও পরিচালনার দ্বায়িতে রয়েছেন পরিচালক ঋষি রায়চৌধুরি।
3/ 7
পুরোপুরি ভিন্ন ধরনের এই গানটিতে অভিনয় করছেন স্যান্ডি রং ও দিশা। পরিচালক ঋষি রায়চৌধুরি জানান 'ইমরানের গানে এপার বাংলার অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করবে।'
4/ 7
বাংলাদেশের একজন সুপারস্টার গায়ক ইমরান। জনপ্রিয়তা তাঁর তুঙ্গে। সোশ্যাল মিডিয়াতেও তাঁর অনুরাগীর সংখ্যা লাফিয়ে বাড়ছে প্রতিদিন। বললেন, 'আশা করছি এই নতুন গান দর্শকদের খুব মনে ধরবে।'
5/ 7
গানটির সঙ্গীত পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন লিনকন। গানটি মুক্তি পাবে প্রযোজক আদি-র প্রযোজনাতে। গানটির পরিচালনার পাশাপাশি কোরিওগ্রাফিও করছেন স্বয়ং পরিচালক ঋষি রায়চৌধুরি।
6/ 7
গায়ক ইমরান জানান 'ভারতীয় প্রোডাকশনে সঙ্গে এটাই আমার প্রথম কাজ। পরিচালক ঋষির সঙ্গে আমার প্রথম কাজ, আশা করছি খুব ভাল হবে কাজটা।
7/ 7
এর আগে লিনকন এর সঙ্গে অনেক কাজ হয়েছে। গানটার সুর অনবদ্য, খুব তাড়াতাড়ি মুক্তি পাবে এই গান'।
Imran Music Video: ওপার বাংলার গায়ক ইমরানের কন্ঠে নতুন গান! অভিনয়ে এপারের 'চমক' বিগ বস খ্যাত স্যান্ডি ও দিশা
পুরোপুরি ভিন্ন ধরনের এই গানটিতে অভিনয় করছেন স্যান্ডি রং ও দিশা। পরিচালক ঋষি রায়চৌধুরি জানান 'ইমরানের গানে এপার বাংলার অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করবে।'
Imran Music Video: ওপার বাংলার গায়ক ইমরানের কন্ঠে নতুন গান! অভিনয়ে এপারের 'চমক' বিগ বস খ্যাত স্যান্ডি ও দিশা
বাংলাদেশের একজন সুপারস্টার গায়ক ইমরান। জনপ্রিয়তা তাঁর তুঙ্গে। সোশ্যাল মিডিয়াতেও তাঁর অনুরাগীর সংখ্যা লাফিয়ে বাড়ছে প্রতিদিন। বললেন, 'আশা করছি এই নতুন গান দর্শকদের খুব মনে ধরবে।'