Manali Manisha Dey and Abhimanyu Mukherjee: বিপন্ন যৌনকর্মীদের পাশে দাঁড়াতে উদ্যোগ তারকা দম্পতির

মানালি ও অভিমন্যু, ছবি-ফেসবুক

মানালি একা নন ৷ এই ভাবনার শরিক তাঁর স্বামী অভিমন্যুও ৷ এই বার্তা সংক্রান্ত তাঁর একটি পোস্ট শেয়ারও করেোছিলেন মানালি ৷

 • Share this:

  কলকাতা : কার্যত লকডাউনে কেমন আছেন যৌনকর্মীরা ? তাঁদের কি কোনওভাবে সাহায্য করা যায়? এই প্রশ্ন ভাবিয়ে তুলেছে মানালি দে-কে ৷ সামাজিক মাধ্যমে নিজের ভাবনার কথা শেয়ারও করেছেন অভিনেত্রী ৷ জানিয়েছেন, ‘দুর্বার’-এর যুক্ত একজনের সঙ্গে তাঁর কথা হয়েছে ৷ তাঁর কাছ থেকে মানালি জানতে পেরেছেন, এই মুহূর্তে যৌনকর্মীদের খাবারের অভাব হচ্ছে না ৷ কিন্তু তাঁদের হাতে সেরকম টাকা নেই ৷

  অধিকাংশ যৌনকর্মী তাঁদের উপার্জনের বড় অংশ পাঠিয়ে দেন নিজের ফেলে আসা পরিবারের কাছে ৷ নিজেদের হাতে টাকা না থাকায় তাঁরা সাহায্য করতে পারছেন না পরিবারকে ৷ ক্ষতিগ্রস্ত হচ্ছে তাঁদের বাচ্চারাও ৷ তাঁদের এই পরিস্থিতির কথা ভেবে মানালি উদ্যোগ নিচ্ছেন ক্রাউড ফান্ডিংয়ের ৷ ফেসবুকে তিনি নেটিজেনদের কাছে আর্জি রেখেছেন, এই উদ্যোগে সামিল হওয়ার জন্য ৷ ক্রাউড ফান্ডিংয়ে যে অর্থ একত্রিত হবে, সেটা পৌঁছে দেওয়া হবে যৌনকর্মীদের কাছে ৷

  মানালি একা নন ৷ এই ভাবনার শরিক তাঁর স্বামী অভিমন্যু মুখোপাধ্যায়ও ৷ এই বার্তা সংক্রান্ত তাঁর একটি পোস্ট শেয়ারও করেছিলেন মানালি ৷ আজকের এই পরিস্থিতিতে যাঁরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন, তাঁদের সকলকে ধন্যবাদ ও কুর্নিশ জানিয়েছেন অভিমন্যু ৷ তাঁর কথায়, ‘করোনা এবং সাম্প্রতিক কার্যত লকডাউনে ক্ষতিগ্রস্ত হয়েছেন যৌনকর্মীরা ৷ স্বল্প পুঁজি নিয়ে হলেও তাঁদের পাশে দাঁড়াতে চান অভিমন্যু ৷ সামাজিক মাধ্যমে তিনিও আবেদন করেছেন বাকিদের সাহায্যের হাত ৷

  প্রসঙ্গত পরিচালক অভিমন্যুর সঙ্গে মানালির প্রেমপর্বের সূত্রপাত ‘নিমকি ফুলকি’ ছবির শ্যুটিঙে ৷ গত বছর করোনা আবহেই নতুন জীবন শুরু করেছেন তাঁরা ৷ পরিস্থিতির জন্য কোনও জাঁকজমক করা হয়নি ৷ ছিমছাম ঘরোয়া পরিবেশে ১৫ অগস্ট আইনি বিয়ে হয় দু’জনের বিয়ের সাজও ছিল সাদামাটা ৷ তার এক সপ্তাহ পর আনুষ্ঠানিক বিয়ের পর্বও ছিল মালাবাদল ও সিঁদুরদানের মধ্যেই সীমাবদ্ধ ৷ বিয়ের কয়েক মাস পর দার্জিলিঙে মধুচন্দ্রিমায় গিয়েছিলেন নবদম্পতি ৷ এই তারকা জুটির সম্পর্কে এখনও নতুন বিয়ের গন্ধ ৷ তার মাঝেই অসহায় মুখগুলোর পাশে দাঁড়ানোর চিন্তা উঁকি দিয়ে গিয়েছে দুজনে মনেই ৷

  Published by:Arpita Roy Chowdhury
  First published: