Kriti Sanon: মাঝরাতে কৃতি শ্যাননের অ্যাপার্টমেন্টে ঢুকল লোক...রাতভর তুলকালাম! সইফের পরে আবারও ?
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
বাণিজ্য নগরী মুম্বইয়ের পালি হিল এলাকায় এক ব্যক্তি কৃতি শ্যানন এবং জাভেদ জাফরির বাড়িতে ঢুকে পড়ে। লিফটের মধ্যে বড় পাথর রেখে যায় বলে খবর। কী কারণে এই ঘটনা ঘটল তার জন্য স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
কিছুমাস আগেই সইফ আলি খানের বাড়ির মধ্যেই ঘটে গিয়েছিল প্রাণঘাতী হামলা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও এক বলিউড তারকার বাড়িতে অনুপ্রবেশ ঘটল। এরফলে, সুরক্ষার বিষয় নিয়ে প্রশ্ন উঠছে।
সূত্রের খবর, বাণিজ্য নগরী মুম্বইয়ের পালি হিল এলাকায় এক ব্যক্তি কৃতি শ্যানন এবং জাভেদ জাফরির বাড়িতে ঢুকে পড়ে। লিফটের মধ্যে বড় পাথর রেখে যায় বলে খবর। কী কারণে এই ঘটনা ঘটল তার জন্য স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
প্রসঙ্গত, পশ্চিম বান্দ্রায় বেশ কিছু বলিউড তারকার বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে। কৃতি শ্যাননের বাড়িও ওই এলাকাতেই।
advertisement
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৯ জুন রাত একটার কাছাকাছি হলুদ গাড়িতে এক ব্যক্তি ওই কমপ্লেক্সের ১৭ তলায় যান।
জানা গিয়েছে, রক্ষীরা ওই ব্যক্তিকে ফ্ল্যাট মালিকের সম্মতি পাওয়ার পরেই ভিতরে ঢুকতে দেন। প্রথমে তিনি তাঁর গাড়ি বেসমেন্টে গাড়ি রাখেন।
advertisement
এরপরে ১৭ তলায় যাওয়ার বদলে তিনি হঠাৎ ১৪ তলায় যেতে শুরু করেন। এই সন্দেহজনক গতিবিধি দেখে রক্ষীরা ওই ব্যক্তিকে আটকান।
পরের দিন, লিফট কাজ না করায় সিসিটিভি দেখায় ওই ব্যক্তি লিফটের মধ্যে বড় পাথর রেখে যাওয়ায় লিফট কাজ করছে না। সিসিটিভির ফুটেজে ক্যামেরার দিকে তাকিয়ে কুরুচিকর অঙ্গভঙ্গি করতেও দেখা যায় ওই ব্যক্তিকে।
advertisement
গাড়ির নম্বর থেকে ওই ব্যক্তির খোঁজ পাওয়া গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্ভবত ওই ব্যক্তি মানসিকভাবে বিকারগ্রস্ত, তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁকে এখনও পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়নি। পুলিশ সূত্রে খবর, ভারতীয় ন্যায় সংহিতার ৩২৪(২) এবং ৩২৪ (৪) ধারায় ইচ্ছাকৃতভাবে আঘাত করার মামলা দায়ের হয়েছে।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 16, 2025 10:14 AM IST