Jackky Bhagnani: ‘আগে ১০ তলা ছিল, এখন শুধু পাঁচতলাই টিকে আছে’, জ্যাকি ভাগনানিকে নিয়ে ঠাট্টা করতে গিয়ে এ কী বলে বসলেন ফারহা খান

Last Updated:

Jackky Bhagnani: সাম্প্রতিক কুকিং ভ্লগের জন্য জ্যাকি এবং তাঁর অভিনেত্রী স্ত্রী রাকুল প্রীত সিংয়ের বাড়িতে ঢুঁ মেরেছিলেন ফারহা। সেখানে গিয়েই জ্যাকির বিলাসবহুল জীবনযাত্রা দেখে তাঁর সঙ্গে খুনসুটি করার সুযোগ ছাড়েননি তিনি। 

News18
News18
মুম্বই: বরাবরই সেন্স অফ হিউমারের দিক থেকে তুখোড় ফারহা খান। সম্প্রতি অভিনেতা-প্রযোজক জ্যাকি ভগনানির সঙ্গে এক মজাদার আলাপচারিতায় মজেছিলেন তিনি। সেখানেই ফারহার মন্তব্যে রীতিমতো হাসির রোল উঠেছে ভক্তমহলে। সাম্প্রতিক কুকিং ভ্লগের জন্য জ্যাকি এবং তাঁর অভিনেত্রী স্ত্রী রাকুল প্রীত সিংয়ের বাড়িতে ঢুঁ মেরেছিলেন ফারহা। সেখানে গিয়েই জ্যাকির বিলাসবহুল জীবনযাত্রা দেখে তাঁর সঙ্গে খুনসুটি করার সুযোগ ছাড়েননি তিনি।
জ্যাকির বাড়ির অন্দরমহল দেখেই নিজের শোয়ের কুক দিলীপকে মজাচ্ছলে ফারহা বলেন, ‘হামকো ভি প্রোডিউসার বননা হ্যায় (আমিও প্রযোজক হতে চাই)!’ তাঁর এই কথার জবাবে হেসে জ্যাকি বলেন যে, ‘প্রযোজক হতে হবে না। রিয়েল এস্টেটের ব্যবসা করুন।’
advertisement
advertisement
ফারহাও কিন্তু দমবার পাত্রী নন। তিনিও স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মজা করে বলেন, ‘সরি, হ্যাঁ আমি প্রযোজক হতে চাই না। কিন্তু রিয়েল এস্টেটে ট্রাই করতে চাই। কারণ আগে ওঁদের ১০-তলা ছিল, কিন্তু প্রযোজক হওয়ার পর শুধু ৫-তলাই টিকে রয়েছে।’ এই কথা শুনে ফারহার শোয়ের কলাকুশলী এমনকী জ্যাকির অভিনেত্রী স্ত্রী রাকুলও হাসিতে ফেটে পড়েন।
advertisement
আসলে এই প্রসঙ্গে বলে রাখা ভাল যে, জ্যাকির শেষ বড় ব্যানারের ছবি ছিল ‘বড়ে মিঞা ছোটে মিঞা’। সেই ছবিতে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার, টাইগার শ্রফ এবং পৃথ্বীরাজ সুকুমারনের মতো তারকারা। তবে বক্স অফিসে সেই ছবি ভাল চলেনি। বলা ভাল, ৩৫০ কোটি টাকার বিশাল বাজেটের এই ছবি একপ্রকার মুখ থুবড়েই পড়েছে বক্স অফিসে। এত বড় বাজেটের এই ছবি সারা বিশ্বে সংগ্রহ করেছে মাত্র ১১১.৫ কোটি টাকা।
advertisement
সংবাদমাধ্যমের একাধিক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে, প্রায় ২৫০ কোটি টাকার ঋণের বোঝা লাঘব করার জন্য মুম্বইয়ে নিজেদের সাত-তলার অফিস বিক্রি করতে বাধ্য হয়েছে ভাগনানি পরিবার। ওই একই ভ্লগে নিজের বাবা বাসু ভাগনানির কেরিয়ারের উত্থান-পতনের দিকটাও তুলে ধরলেন জ্যাকি। জানালেন, কীভাবে তাঁর বাবা কেরিয়ারে ব্যর্থতার মুখ দেখেছেন, আর কীভাবেই বা তিনি সেই ব্যর্থতাকে পিছনে ফেলে ঘুরেও দাঁড়িয়েছেন।
advertisement
অভিনেতার কথায়, ‘এক সময় বাবাকে ফুটপাতে দাঁড়িয়ে শাড়ি পর্যন্ত বিক্রি করতে হয়েছে… বহুবার ব্যর্থতার মুখ দেখতে হয়েছে তাঁকে। তবে তিনি বারবার ঘুরে দাঁড়িয়ে সব কিছু আবারও নতুন করে শুরু করেছেন। আসলে বাবার মতে, ‘দ্য শো মাস্ট গো অন’।’
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Jackky Bhagnani: ‘আগে ১০ তলা ছিল, এখন শুধু পাঁচতলাই টিকে আছে’, জ্যাকি ভাগনানিকে নিয়ে ঠাট্টা করতে গিয়ে এ কী বলে বসলেন ফারহা খান
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement