Death of TV Actress: অন্তঃসত্ত্বা অভিনেত্রীর মৃত্যু হৃদরোগে, গর্ভস্থ শিশুর প্রাণরক্ষা চিকিৎসকদের

Last Updated:

Death of TV Actress: অন্তঃসত্ত্বাকালীন নিয়মমাফিক চেক আপের জন্য হাসপাতালে এসেছিলেন৷ সেখানেই আক্রান্ত হন হৃদরোগে

হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন মালয়লম টেলিভিশন নায়িকা ডক্টর প্রিয়া
হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন মালয়লম টেলিভিশন নায়িকা ডক্টর প্রিয়া
তিরুঅনন্তপুরম : অভিনেত্রী রেঞ্জুষা মেননের অকালপ্রয়াণে শোকের রেশ এখনও কাটেনি৷ ফের দক্ষিণী বিনোদন দুনিয়ায় অকালমৃত্যু তারকার৷ এ বার হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন মালয়লম টেলিভিশন নায়িকা ডক্টর প্রিয়া৷ ৩৫ বছর বয়সি প্রিয়া বুধবার একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হন৷ তিনি ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন৷ জানা গিয়েছে তিনি অন্তঃসত্ত্বাকালীন নিয়মমাফিক চেক আপের জন্য হাসপাতালে এসেছিলেন৷ সেখানেই আক্রান্ত হন হৃদরোগে৷
প্রিয়ার মৃত্যু হলেও তাঁর সন্তান ভূমিষ্ঠ করানো হয়েছে৷ গর্ভস্থ শিশুকে বাঁচাতে পেরেছেন চিকিৎসকরা৷ সদ্যোজাতকে আপাতত রাখা হয়েছে ইনটেনসিভ কেয়ার ইউনিটে৷ অভিনেতা কিশোর সত্য সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন প্রিয়ার মৃত্যুর খবর৷ তিনি লিখেছেন,‘‘আরও একটি অপ্রত্যাশিত অকালমৃত্যু মালয়লম টেলিভিশন জগতে৷ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন ডক্টর প্রিয়া৷ তিনি ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন৷ তাঁর নবজাতক সন্তান আইসিইউ-তে রয়েছে৷’’ প্রিয়ার স্বামী এবং মায়ের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন কিশোর৷
advertisement

View this post on Instagram

A post shared by Kishor Satya (@kishor.satya)

advertisement
advertisement
প্রসঙ্গত মালয়লম টেলিভিশন দুনিয়ায় প্রিয়া ছিলেন অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় মুখ৷ তবে বিয়ের পর সম্প্রতি তিনি অভিনয় থেকে কিছুটা বিরতি নিয়েছিলেন৷
স্থানীয় সূত্র থেকে জানা যাচ্ছে তিরুঅনন্তপুরমের পিআরএস হাসপাতালে তিনি কর্মরত ছিলেন এবং এমডি কোর্সের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Death of TV Actress: অন্তঃসত্ত্বা অভিনেত্রীর মৃত্যু হৃদরোগে, গর্ভস্থ শিশুর প্রাণরক্ষা চিকিৎসকদের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement