Death of TV Actress: অন্তঃসত্ত্বা অভিনেত্রীর মৃত্যু হৃদরোগে, গর্ভস্থ শিশুর প্রাণরক্ষা চিকিৎসকদের
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Death of TV Actress: অন্তঃসত্ত্বাকালীন নিয়মমাফিক চেক আপের জন্য হাসপাতালে এসেছিলেন৷ সেখানেই আক্রান্ত হন হৃদরোগে
তিরুঅনন্তপুরম : অভিনেত্রী রেঞ্জুষা মেননের অকালপ্রয়াণে শোকের রেশ এখনও কাটেনি৷ ফের দক্ষিণী বিনোদন দুনিয়ায় অকালমৃত্যু তারকার৷ এ বার হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন মালয়লম টেলিভিশন নায়িকা ডক্টর প্রিয়া৷ ৩৫ বছর বয়সি প্রিয়া বুধবার একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হন৷ তিনি ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন৷ জানা গিয়েছে তিনি অন্তঃসত্ত্বাকালীন নিয়মমাফিক চেক আপের জন্য হাসপাতালে এসেছিলেন৷ সেখানেই আক্রান্ত হন হৃদরোগে৷
প্রিয়ার মৃত্যু হলেও তাঁর সন্তান ভূমিষ্ঠ করানো হয়েছে৷ গর্ভস্থ শিশুকে বাঁচাতে পেরেছেন চিকিৎসকরা৷ সদ্যোজাতকে আপাতত রাখা হয়েছে ইনটেনসিভ কেয়ার ইউনিটে৷ অভিনেতা কিশোর সত্য সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন প্রিয়ার মৃত্যুর খবর৷ তিনি লিখেছেন,‘‘আরও একটি অপ্রত্যাশিত অকালমৃত্যু মালয়লম টেলিভিশন জগতে৷ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন ডক্টর প্রিয়া৷ তিনি ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন৷ তাঁর নবজাতক সন্তান আইসিইউ-তে রয়েছে৷’’ প্রিয়ার স্বামী এবং মায়ের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন কিশোর৷
advertisement
advertisement
advertisement
প্রসঙ্গত মালয়লম টেলিভিশন দুনিয়ায় প্রিয়া ছিলেন অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় মুখ৷ তবে বিয়ের পর সম্প্রতি তিনি অভিনয় থেকে কিছুটা বিরতি নিয়েছিলেন৷
স্থানীয় সূত্র থেকে জানা যাচ্ছে তিরুঅনন্তপুরমের পিআরএস হাসপাতালে তিনি কর্মরত ছিলেন এবং এমডি কোর্সের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 01, 2023 3:24 PM IST