হোম /খবর /বিনোদন /
'প্যান্ট পরতে ভুলে গিয়েছেন নাকি?', মালাইকার নতুন ছবি নিয়ে জোর চর্চা

Malaika Arora No Pants Look: 'প্যান্ট পরতে ভুলে গিয়েছেন নাকি?', মালাইকার নতুন ছবি নিয়ে জোর চর্চা

Malaika Arora No Pants Look

Malaika Arora No Pants Look

মালাইকার এমন সাজের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় (Malaika Arora No Pants Look)।

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: বলিউডে অভিনয় ও নাচের গুণে আলাদা জায়গা রয়েছে মালাইকা অরোরার। তার চেয়েও বেশি মালাইকা জনপ্রিয় তাঁর পোশাক ও ফিগারের জন্য। সম্প্রতি মুম্বইয়ের রাস্তায় মালাইকাকে দেখা গেল নো-প্যান্ট লুকে। সাদা শার্টের উপর সাইজে বড় বেইজ রঙা সোয়েটার পরেছিলেন তিনি (Malaika Arora No Pants Look)। তবে কোনও প্যান্ট আলাদা করে পরেননি তিনি (Malaika Arora No Pants Look)। ছিল ন্যুড হিল জুতো, নো-মেক আপ লুক। মালাইকার এমন সাজের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় (Malaika Arora No Pants Look)।

তবে মালাইকার সাজ নিয়ে নানা অশ্লীল মন্তব্য করেছেন ট্রোলরা। তাঁর এমন সাজের জন্য কুরুচিকর আক্রমণ করা হয়েছে মালাইকাকে। নায়িকার সাজগোজকে কটাক্ষ করে কেউ কেউ লিখলেন, 'প্যান্ট পরতে ভুলে গিয়েছেন নাকি?' কারও বা আবার তাঁর দাদুর সোয়েটারের কথা মনে পড়ে গেল। কেউ ঠাট্টা করে প্রশ্ন করলেন, 'মালাইকার ঠান্ডা লাগে না?' লোকের কটূক্তি, কুমন্তব্য, অশ্লীল কথাবার্তা ক্রমাগত তাঁর দিকে ধেয়ে এলেও তিনি নিজেকে আটকান না কোনও দিন।

আরও পড়ুন: সুপারমার্কেটে রাখা খাবারে সিরিঞ্জ ঢুকিয়ে নিজের রক্ত ভরছেন যুবক, আজব ঘটনায় চাঞ্চল্য!

আরও পড়ুন: ব্রা না পরে রাস্তায় পোষ্যকে নিয়ে বোল্ড লুকে মালাইকা অরোরা, ছবি মুহূর্তে ভাইরাল!

এর আগে ৪৮-এর মালাইকা ব্রা না পরে রাস্তায় বেরিয়েছিলেন পোষ্যকে ঘোরাতে। তা নিয়েও সংবাদ শিরোনামে এসেছিলেন তিনি। বলিউডের ছাঁইয়া ছাঁইয়া গার্ল-কে নিয়ে বিতর্ক কম হয় না। নিজের চেয়ে বয়সে অনেক ছোট অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে ওঠা নিয়েও কম ট্রোলড হননি মালাইকা। তবে কোনও দিনই অর্জুন ও তাঁর সম্পর্ক নিয়ে সমালোচনার বিষয়কে তোয়াক্কা করেননি মালাইকা।

কয়েকদিন আগেই অর্জুন কাপুরের সঙ্গে প্রেম ভেঙে যাওয়া নিয়ে শিরোনামে এসেছিলেন মালাইকা। খবর হয়েছিল, চার বছরের ডেটিংয়ের পর অবশেষে বিচ্ছেদ হল মালাইকা ও অর্জুনের। তবে পরে অর্জুন সোশ্যাল মিডিয়ায় আলাদা ভাবে পোস্ট করে এমন জল্পনাকে উড়িয়ে দেন। তাঁদের প্রেমের সম্পর্কে কোথাও যে কোনও ভাঁটা পড়েনি, সে কথাই জানিয়ে দেন অর্জুন কাপুর।

Published by:Raima Chakraborty
First published:

Tags: Malaika Arora, Troll