মিমি এত খাটাচ্ছে, মা থাকলে এমন হত না, মালাইকার ধমক খেয়ে ক্ষুব্ধ অমৃতার দুই ছেলে!
- Published by:Teesta Barman
Last Updated:
এদিকে আরহানও জানিয়েছেন, মায়ের থেকে তিনি মাসির বেশি ঘনিষ্ঠ। অমৃতা যেন তাঁর 'দ্বিতীয় মা'। তারই মধ্যে প্রকাশ্যে এল অমৃতার ছেলেদের সঙ্গে মালাইকার সম্পর্ক।
#মুম্বই: কথায় বলে, মায়ের থেকে মাসির দরদ বেশি। কিন্তু এখানে যে উলটপুরাণ! মালাইকা অরোরার উপর ক্ষুব্ধ তাঁর বোনপোরা। এমনকি নিজের ছেলে আরহান খানও মায়ের কথায় পাত্তাই দিলেন না! কেন এমন ঘটল?
বোন অমৃতা অরোরার দুই ছেলে, সঙ্গে নিজের ছেলেকে নিয়ে ট্রেকে গিয়েছিলেন তিনি। আর গোটাটাই শ্যুট করে দেখানো হয়েছে 'মুভিং ইন উইথ মালাইকা' শো-তে। সেখানেই দেখা গেল, তিন ছেলেকে সামলাতে পারছেন না মালাইকা। কেউ তাঁর কথা শুনতেই রাজি নন।
ফিটনেস ক্যুইন মালাইকার পরিকল্পনা ছিল, হোটেলে বসে না থেকে, ছেলেদের নিয়ে ট্রেকে বেরোবেন। কিন্তু মায়ের এই প্রস্তাবে রাজি নন আরহান। শুধু তা-ই নয়, অমৃতার সন্তানরাও এত খাটুনি মেনে নিতে রাজি নন। যাওয়ার সময়েই সফরে ক্লান্ত দুই খুদে। তাই বিরক্ত হয়েই তাঁদের বক্তব্য, "মা থাকলে এরকম করত না, খাওয়াত, বিশ্রাম নিতে দিত, বা কেনাকাটা করাতে নিয়ে যেত। মিমি (মালাইকা) বলেই এরকম খাটাচ্ছে আমাদের।"
advertisement
advertisement
মালাইকা অন্য পন্থা বার করেন বোনপোদের রাজি করানোর জন্য। আরহানকে ডেকে তাঁর তুতো ভাইদের রাজি করানোর দায়িত্ব দেন। কিন্তু তাতেও ব্যর্থ হন নায়িকা। খানিক পরে দেখেন আরহান নিজেই হোটেলের ঘরে নিদ্রা গিয়েছেন।
advertisement
এই দৃশ্য দেখে রেগে আগুন মালাইকা সকলকে বলেন, "ব্যাগ প্যাক করে নাও। তোমাদের দ্বারা আর কিছু হবে না। এখানে এসে শুয়ে থাকার মানে হয় না। আজই মুম্বই ফেরত যাব।" বলেই ঘর থেকে গটগট করে বেরিয়ে যান অর্জুন কাপুরের প্রেমিকা।
এদিকে আরহানও জানিয়েছেন, মায়ের থেকে তিনি মাসির বেশি ঘনিষ্ঠ। অমৃতা যেন তাঁর 'দ্বিতীয় মা'।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 23, 2022 1:13 PM IST