Malaika Arora: বিভাজিকায় কাটাকুটি, রেড হট বোল্ড লুকে আগুনে কন্যা মালাইকা, ভিডিওতে তোলপাড় নেটপাড়া

Last Updated:

Malaika Arora: বলি ফ্যাশনিস্তা মালাইকা আরোরা যেন প্রতিনিয়তই ফ্যাশনে ঝড় তুলছেন। ফের নেটিজেনদের চমকে দিলেন বলি আইকন৷

বিভাজিকায় কাটাকুটি, রেড হট বোল্ড লুকে আগুনে কন্যা মালাইকা, ভিডিওতে তোলপাড় নেটপাড়া
বিভাজিকায় কাটাকুটি, রেড হট বোল্ড লুকে আগুনে কন্যা মালাইকা, ভিডিওতে তোলপাড় নেটপাড়া
 মুম্বই: বয়স প্রায় ৫০-এর কোটায় হলেও নিজেকে নিয়ে ঠিক কতটা এক্সপেরিমেন্ট করতে পছন্দ করেন মালাইকা আরোরা, তার প্রমাণ বারেবারে দিচ্ছেন নায়িকা৷ ‘ছাইয়া ছাইয়া’ গার্লের ফ্যাশন স্টেটমেন্ট বরাবরই সাহসীকতার পরিচয় দিতে থাকে।বলি ফ্যাশনিস্তা মালাইকা আরোরা যেন প্রতিনিয়তই ফ্যাশনে ঝড় তুলছেন। ফের নেটিজেনদের চমকে দিলেন বলি আইকন৷
গত শনিবার রাতে লাল রঙের স্টাইলিশ গাউনে ইভেন্টে হাজির হয়েছিলেন মালাইকা অরোরা। উন্মুক্ত বক্ষ-বিভাজিকায় নিমেষে ভক্তদের পাগল করে দিয়েছেন মাল্লা৷ গাউনের সঙ্গে ম্যাচ করে রূপোলি ঝোলা কানের দুল,মাথায় খোঁপা বেধে পুরো সাজটি সম্পূর্ণ করেছিলেন৷ অভিনেত্রীকে দেখেই হাজারো ফ্ল্যাশের ঝলকানি জ্বলে ওঠে৷ পাপারাৎজির ক্যামেরায় একাধিক পোজ দিয়ে ছবি তোলেন অভিনেত্রী৷ ঝড়ের গতিতে ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷
advertisement
advertisement
advertisement
মালাইকার এই ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হতেই চড়চড়িয়ে বেড়েছে লাইক ও কমেন্টের সংখ্যা৷ অনেকেই তার বোল্ডনেসের প্রশংসা করেছেন৷ কেউ আবার তার চেহারার প্রশংসায় করেছেন৷ নেটিজেনদের একজন মন্তব্য করে বলেছেন, অর্জুন খুবই ভাগ্যবান৷ কেউ আবার হটি তকমা দিয়েছেন৷ লাল হৃদয়ের ইমোজি ও আগুনের ইমোজিতে ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা৷ বয়স যে নিছকই একটা সংখ্যামাত্র তা চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিলেন মাল্লা৷ ১২বছরের ছোট অর্জুনের সঙ্গে মালাইকার মাখোমাখো রসায়নের কথা সকলেই জানেন। তবে বয়সের ফারাকের জন্য একাধিকবার ট্রোলডও হয়েছেন মালাইকা, বয়সের অজুহাত দিয়েই সম্পর্ককে অপবিত্র তকমা দিতে পিছপা হননি বলিউডের মাল্লা। লাইমলাইটে কীভাবে থাকতে হয় তাতে সিদ্ধহস্ত মালাইকা-অর্জুন। অর্জুনের সঙ্গে দীর্ঘ কয়েক বছরেরও বেশি সময় ধরে খুল্লামখুল্লা প্রেমে মজে রয়েছেনঅর্জুন ও মালাইকা। বয়সে ছোট অর্জুনের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর থেকেই নেটিজেনদের নজরে রয়েছেন বলি লাভবার্ডস।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Malaika Arora: বিভাজিকায় কাটাকুটি, রেড হট বোল্ড লুকে আগুনে কন্যা মালাইকা, ভিডিওতে তোলপাড় নেটপাড়া
Next Article
advertisement
Ajker Rashifal | Horoscope Today: রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement