মুম্বই: তাকে ট্রোল করুন কিংবা ঘৃণা করুন কিন্তু তাকে উপেক্ষা করতে পারবেন না। হ্যাঁ, আপনি ঠিক অনুমান করেছেন, তিনি উরফি জাভেদ ছাড়া আর কেউ নন। বর্তমানে টেলিভিশনের পর্দায় একটি জনপ্রিয় নাম উরফি৷ বিশেষ করে তার সৃজনশীল পোশাকের জন্য তিনি বিশেষ পরিচিত৷ সম্প্রতি উরফিকে মুম্বই বিমানবন্দরে দেখা গেল৷ ফ্যাশনিস্তাকে দেখেই ঘিরে ধরেছিল ভক্তরা৷ সেই ভিডিও নিমেষে ভাইরাল হয়েছে৷
ভিডিওতে দেখা যাচ্ছে উরফিকে বিমানবন্দর থেকে বেরিয়ে আসতে দেখেই ভক্তরা ছবি তোলার জন্য তাকে ঘিরে ধরেছেন৷ তবে রাতারাতি দর বাড়িয়ে নিলেন ফ্যাশনিস্তা৷ সেলফিতে পোজ দেওয়ার আগে সাফ বলে ওঠেন ‘পয়সা নিকালো’৷ এই ভিডিও ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি৷ দেখে নিন ভিডিওটি৷
View this post on Instagram
আরও পড়ুন-বিয়ের আগেই হলেন বৌদি! ডাক শুনে লজ্জায় পড়লেন পরিণীতি, বিয়েটা কবে হচ্ছে জানেন?
আরও পড়ুন-এ কী কাণ্ড! প্রিয়াঙ্কাকে ছাড়া বাথরুম যাওয়া অসম্ভব, হঠাৎ কী হল আলিয়ার, শুনলে ঘাবড়ে যাবেন
হলুদ রঙের কুর্তি পরে উরফিকে দেখে চোখ কপালে উঠেছে ভক্তদের৷ কুর্তির সঙ্গে কানে বড় রিং ও চুলে খোপা বেধেছিলেন উরফি৷ ঢাকা পোশাকে উরফিকে দেখে সকলে যেমন অবাক হয়েছেন তেমনই পোশাকের মধ্যে বিশেষত্ব আনতে প্যান্ট ছাড়া রাস্তায় বেরিয়েছিলেন তিনি৷ পোশাক নিয়ে আপনার চিন্তাভাবনা যেখানে শেষ হয়, সেখান থেকেই উরফি ছুরি-কাঁচি চালাতে শুরু করেন৷ বর্তমানে মায়ানগরীর অন্যতম চর্চিত তারকা তিনি৷ কেউ কেউ আবার তার সৃজনশীলতার জন্য প্রশংসা করছেন৷ একাধিক মন্তব্যে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় পাতা৷ নিত্যদিনই পোশাক নিয়ে বিতর্কের মুখে পড়েন । বিশেষ করে শিরোনামে থাকতেই খুল্লামখুল্লা হওয়াটা যেন জলভাত তাঁর কাছে। সম্প্রতি, উরফি জাভেদ টিভি শো স্প্লিটসভিলার ১৪ তম সিজনে একজন মিসচিফ মেকার হিসাবে উপস্থিত হয়েছিলেন। এছাড়াও খতরো কে খিলাড়ির আসন্ন সিজনের জন্যও তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে উরফি অনুষ্ঠানটি প্রত্যাখ্যান করেছেন বলে জানা গিয়েছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: TV Actress, Urfi javed, Viral Video