Parineeti-Raghav: বিয়ের আগেই হলেন বৌদি! ডাক শুনে লজ্জায় পড়লেন পরিণীতি, বিয়েটা কবে হচ্ছে জানেন?

Last Updated:
Parineeti-Raghav: বিয়ের আগেই পরিণীতি চোপড়াকে দেখে নতুন নামে সম্বোধন করলেন পাপারাৎজিরা৷ বৌদি বলে ডাকতেই লজ্জায় লাল হলেন নায়িকা৷ শুধু তাই নয়,বৌদি ডাক শুনে প্রকাশ্যেই একগাল হেসে ফেললেন নায়িকা৷
1/6
বলিউডে ফের বিয়ের সানাই৷ জল্পনায় শোনা যাচ্ছে চলতি বছরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলি নায়িকা পরিণীতি চোপড়া৷ তার আগে আগামী ১৩ মে আনুষ্ঠানিক ভাবে বাগদান হতে চলেছেন রাঘব ও পরিণীতির৷
বলিউডে ফের বিয়ের সানাই৷ জল্পনায় শোনা যাচ্ছে চলতি বছরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলি নায়িকা পরিণীতি চোপড়া৷ তার আগে আগামী ১৩ মে আনুষ্ঠানিক ভাবে বাগদান হতে চলেছেন রাঘব ও পরিণীতির৷
advertisement
2/6
 বিয়ের আগেই পরিণীতি চোপড়াকে দেখে নতুন নামে সম্বোধন করলেন পাপারাৎজিরা৷ 'বৌদি' বলে ডাকতেই লজ্জায় লাল হলেন নায়িকা৷ শুধু তাই নয়,'বৌদি' ডাক শুনে প্রকাশ্যেই একগাল হেসে ফেললেন নায়িকা৷
বিয়ের আগেই পরিণীতি চোপড়াকে দেখে নতুন নামে সম্বোধন করলেন পাপারাৎজিরা৷ 'বৌদি' বলে ডাকতেই লজ্জায় লাল হলেন নায়িকা৷ শুধু তাই নয়,'বৌদি' ডাক শুনে প্রকাশ্যেই একগাল হেসে ফেললেন নায়িকা৷
advertisement
3/6
 বিয়ে কবে করছেন? এই প্রশ্নের মুখে হামেশাই পড়ছেন পরিণীতি৷ এবারও পাপারাৎজিদের থেকে এই প্রশ্নের মুখে পড়েছেন নায়িকা৷ তবে কোনও উত্তর না দিয়ে একগাল হাসিতেই সবটা বুঝিয়ে দিয়েছেন ইশকজাদে খ্যাত নায়িকা৷
বিয়ে কবে করছেন? এই প্রশ্নের মুখে হামেশাই পড়ছেন পরিণীতি৷ এবারও পাপারাৎজিদের থেকে এই প্রশ্নের মুখে পড়েছেন নায়িকা৷ তবে কোনও উত্তর না দিয়ে একগাল হাসিতেই সবটা বুঝিয়ে দিয়েছেন ইশকজাদে খ্যাত নায়িকা৷
advertisement
4/6
দিনকয়েক আগে প্রকাশ্যে স্টেডিয়ামের মধ্যে চর্চিত প্রেমিক রাঘবের সঙ্গে ধরা দিয়েছিলেন পরিণীতি চোপড়া৷ আইপিএল-এ ম্যাচে রাঘব ও পরিণীতিকে দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েছিলেন ভক্তরা৷ টুইনিং পোশাক পরেই আইপিএল-এর ম্যাচে আরও বেশি করে সকলের নজরে এসেছেন তাঁরা৷
দিনকয়েক আগে প্রকাশ্যে স্টেডিয়ামের মধ্যে চর্চিত প্রেমিক রাঘবের সঙ্গে ধরা দিয়েছিলেন পরিণীতি চোপড়া৷ আইপিএল-এ ম্যাচে রাঘব ও পরিণীতিকে দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েছিলেন ভক্তরা৷ টুইনিং পোশাক পরেই আইপিএল-এর ম্যাচে আরও বেশি করে সকলের নজরে এসেছেন তাঁরা৷
advertisement
5/6
মোহালির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন আইএস বিন্দ্রা স্টেডিয়ামে পাঞ্জাব কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের আইপিএল ম্যাচ দেখতে এসেছিলেন রাঘব ও পরিণীতি৷ দুজনের ছবি আপাতত নেটদুনিয়ায় ভাইরাল৷
মোহালির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন আইএস বিন্দ্রা স্টেডিয়ামে পাঞ্জাব কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের আইপিএল ম্যাচ দেখতে এসেছিলেন রাঘব ও পরিণীতি৷ দুজনের ছবি আপাতত নেটদুনিয়ায় ভাইরাল৷
advertisement
6/6
লাঞ্চ থেকে ডিনার ডেট-সব জায়গাতেই একসঙ্গে দুজনকে দেখার পর থেকেই চর্চা তুঙ্গে৷ বিশেষত, রাঘবের মুম্বইতে আসা এবং পরিণীতির দিল্লি যাওয়ার পর থেকেই উত্তেজনা টগবগিয়ে ফুটছে দর্শকদের৷
লাঞ্চ থেকে ডিনার ডেট-সব জায়গাতেই একসঙ্গে দুজনকে দেখার পর থেকেই চর্চা তুঙ্গে৷ বিশেষত, রাঘবের মুম্বইতে আসা এবং পরিণীতির দিল্লি যাওয়ার পর থেকেই উত্তেজনা টগবগিয়ে ফুটছে দর্শকদের৷
advertisement
advertisement
advertisement