তোলপাড় বলিউড, বিচ্ছেদের পথে অর্জুন-মালাইকা? অভিনেতার পোস্টে আতঙ্কে ভক্তরা

Last Updated:

কেন সোলো ট্রিপ? কেনই বা অর্জুনের পোস্টে বিশেষ ইঙ্গিত? প্রশ্ন ঘুরছে বলিপাড়ার অন্দরেই...

বিচ্ছেদের পথে অর্জুন-মালাইকা
বিচ্ছেদের পথে অর্জুন-মালাইকা
বয়স যে একটা সংখ্যামাত্র তা বারবার প্রমাণ করে দিয়েছেন মালাইকা অরোরা। বয়সে বহু ছোট অর্জুন কাপুরের সঙ্গে এই মুহূর্তে সম্পর্কে রয়েছেন তিনি।
এর আগে আরবাজ খানের সঙ্গে বিবাহিত ছিলেন মালাইকা। ১৯৯৮ সালে দু’জনে গাঁটছড়া বাঁধেন। তবে ১৮ বছরের দাম্পত্যে ইতি পড়ে ২০১৬ সালে। একমাত্র সন্তান অরহানের জন্য তাঁরা বজায় রেখেছেন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং কো পেরেন্টিং। বিয়ে ভাঙার পর মালাইকা এখনও পর্যন্ত বিয়ে করেননি। তবে অর্জুনের সঙ্গে তাঁর প্রেম অটুট। অন্যদিকে আরবাজের প্রেমিকা ইতালীয় মডেল জিয়োর্জিয়া অ্যান্দ্রিয়ানি।
advertisement
কিন্তু সম্প্রতি অর্জুন কাপুরের একটি পোস্টে শুরু হয়েছে জল্পনা। যেই পোস্ট ঘিরে সামনে আসছে তাঁদের বিচ্ছেদের গুঞ্জন। একাকীত্বকে নিয়েই একটি পোস্ট করেছেন তিনি। একা সময় কাটাচ্ছেন অর্জুন। ক্য়াপশনেও রয়েছে বিশেষ ইঙ্গিত।
advertisement

View this post on Instagram

A post shared by Arjun Kapoor (@arjunkapoor)

advertisement
কফি উইথ করণ-এ এসে অর্জুন জানান তিনি আর মালাইকা এখনই বিয়ে করতে চান না। বরং মন দিতে চান কেরিয়ারে। তিনি বাস্তববাদী। জানান, অর্থনৈতিক ভাবে আরও মজবুত জায়গায় পৌঁছে তার পরই বিয়ে করতে চান। কারণ তিনি মনে করেন সঙ্গিনীকে তখনই খুশি রাখতে পারবেন যখন তিনি নিজে খুশি থাকবেন। আর তাঁর খুশি থাকা জড়িয়ে কাজের সাফল্যের সঙ্গে।
advertisement
কেন সোলো ট্রিপ? কেনই বা অর্জুনের পোস্টে বিশেষ ইঙ্গিত? প্রশ্ন ঘুরছে বলিপাড়ার অন্দরেই…
বাংলা খবর/ খবর/বিনোদন/
তোলপাড় বলিউড, বিচ্ছেদের পথে অর্জুন-মালাইকা? অভিনেতার পোস্টে আতঙ্কে ভক্তরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement