দিল্লি হাইকোর্টের দ্বারস্থ মেজর মোহিত শর্মার বাবা-মা... ‘শহিদদের জীবন কোনও পণ্য নয়’, আইনি জটে ফেঁসে ধুরন্ধরের মুক্তি

Last Updated:

এ বার মোহিত শর্মার বাবা ও মা দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হলেন। তাঁদের আবেদন, এই ছবি যেন মুক্তি না পায়।

News18
News18
মুম্বই: আইনি ঝঞ্ঝাটে পড়ল আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’। মেজর মোহিত শর্মার জীবনের উপর তৈরি এই ছবি, এমনটাই সূত্রের খবর। এ বার মোহিত শর্মার বাবা ও মা দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হলেন। তাঁদের আবেদন, এই ছবি যেন মুক্তি না পায়।
সূত্রের খবর, পরিচালক জানিয়েছেন এই ছবির সঙ্গে মোহিত শর্মার কোনও যোগ নেই। কিন্তু  মোহিতের মা ও বাবা  জানিয়েছেন, এই ছবির অনেক কিছুই তাঁদের পুত্রের জীবন থেকে নেওয়া হয়েছে। এসবের আগে কোনও অনুমতি নেননি নির্মাতারা। ছবির ট্রেলারের কিছু দৃশ্য মেজর মোহিতের জীবনের সঙ্গে মিলে যায় বলে দাবি করেছেন মোহিতের মা ও বাবা। এত মিল থাকা সত্ত্বেও কোনও কৃতজ্ঞতা স্বীকার করা হয়নি বলে জানিয়েছেন তাঁরা। তাঁদের বক্তব্য, ‘শহিদের জীবন কখনওই বাণিজ্যিক পণ্য হয়ে উঠতে পারে না।’
advertisement
advertisement
পরিবারের যুক্তি ছবিতে অননুমোদিতভাবে চিত্রায়িত করা সংবিধানের ২১ অনুচ্ছেদের অধীনে মরণোত্তর ব্যক্তিত্বের অধিকার লঙ্ঘন করে। তারা আরও দাবি করে যে এটি পরিবারের নিজস্ব গোপনীয়তা, মর্যাদার অধিকার লঙ্ঘন করে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
দিল্লি হাইকোর্টের দ্বারস্থ মেজর মোহিত শর্মার বাবা-মা... ‘শহিদদের জীবন কোনও পণ্য নয়’, আইনি জটে ফেঁসে ধুরন্ধরের মুক্তি
Next Article
advertisement
Khaleda Jia Health Update: অত্যন্ত সংকটজনক খালেদা জিয়া, দ্রুত আরোগ্যলাভের বার্তা পাঠালেন পাক প্রধানমন্ত্রী
অত্যন্ত সংকটজনক খালেদা জিয়া, দ্রুত আরোগ্যলাভের বার্তা পাঠালেন পাক প্রধানমন্ত্রী
  • বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংকটজনক অবস্থায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি. বিএনপি মহাসচিব মির্জা ফখরুল জানান, তাঁর হৃদ্‌যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ হয়েছে. পাকিস্তানের প্রধানমন্ত্রীসহ অনেকে সুস্থতা কামনা করেছেন. বিএনপি দেশজুড়ে প্রার্থনার আয়োজন করেছে.

VIEW MORE
advertisement
advertisement