মধুমিতাকে জড়িয়ে মদন! 'পাখি'র নতুন উড়ান নিয়ে ব্যাপক ট্রোল, নিশানায় বিধায়কও
- Published by:Aryama Das
Last Updated:
Madhumita-Madan : একাধিক ইনস্টাগ্রাম ব্য়বহারকারী সেই পোস্টে কমেন্টে করেছেন। কেউ বলেছেন, "এই তো জীবন, যাক না যে দিকে যেতে চাক"
#কলকাতা: উৎসব শেষ বলেই কি সব রঙের শেষ? একেবারেই না। কামারহাটির তৃণমূল সাংসদ মদন মিত্র কিন্তু 'কালারফুল বয়'। মুখ্য়মন্ত্রী আগেই তা জানিয়েছেন সর্বসমক্ষে। তবে এইবার পুজোয় যে ছবি শেয়ার করলেন তিনি, তা সব রঙকে ছাপিয়ে যায় একেবারেই।
ইনস্টাগ্রামে মদন মিত্র পোষ্ট করলেন মধুমিতার সঙ্গে এক ছবি। মধুমিতাকে জরিয়ে ধরে পোজ দিয়েছেন মদন মিত্র। মধুমিতা পড়ে আছেন উজ্জ্বল গোলাপি রঙের এক ক্রপ টপ। সঙ্গে মদন মিত্র গাঢ় কালো রঙের এক পাঞ্জাবিতে, নীল আভার এক চশমা পড়ে। এই ছবি ঘিরেই সোশ্য়াল মিডিয়ায় শুরু হয়ে গিয়েছে শোড়গোল।
advertisement
advertisement
একাধিক ইনস্টাগ্রাম ব্য়বহারকারী সেই পোস্টে কমেন্টে করেছেন। কেউ বলেছেন, "এই তো জীবন, যাক না যে দিকে যেতে চাক"। আরও বলেন, "ইনি হচ্ছেন কলেজ ইউনিভার্সিটির মোস্ট পপুলার বয় যিনি সবার প্রিয়"। একজন কমেন্টে লিখেছেন, “আরে বাহ! এই বয়সেও ঠাকুরদা পাখি ধরছেন!”(প্রসঙ্গত, মধুমিতার প্রথম ধারাবাহিকের চরিত্রের নাম ছিল পাখি)।
advertisement
প্রসঙ্গত, সম্প্রতি কোজাগরী লক্ষ্মীপুজোয় গান গেয়ে ধনদেবীর আরাধনায় মাতলেন (Lakshmi Puja 2022) তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আনুগত্য তিনি, তাই কোজাগরী লক্ষ্মীপুজোয় নিজের কেন্দ্রের প্রতিটি কার্যালয়ে লক্ষ্মীর ভাঁড় রাখার ঘোষণা করলেন।
Location :
First Published :
October 10, 2022 1:58 PM IST