Madhabilata: আসছে মাধবীলতা, অ্যাকশন-রোম্যান্সে ভরা এই ধারাবাহিক চমক দিতে তৈরি

Last Updated:

২২ অগাস্ট, সোমবার থেকে শুরু হচ্ছে এই ধারাবাহিক ৷ যেখানে অভিনেত্রীকে ‘দুষ্টু লোক’দের সঙ্গে মারামারি করতেও দেখা যাবে ৷

Shrabani Bhunia and Sushmit Mukherjee
Shrabani Bhunia and Sushmit Mukherjee
কলকাতা: এত মিষ্টি দেখতে একটি মেয়ে ৷ সে কী না অ্যাকশন সিক্যুয়েন্সে ! নতুন ধারাবাহিকের প্রোমো দেখে যে কেউ চমকে উঠেছিল ৷ তবে অভিনয়ে চ্যালেঞ্জ না থাকলে আর তাতে মজা কই ৷ শ্রাবণী ভুইয়াঁ ৷ ২০১৬ সালে ‘রাখি বন্ধন’ দিয়েই টেলিভিশনের দুনিয়ায় অভিষেক ঘটেছিল তাঁর ৷ এবার স্টার জলসার নতুন ধারাবাহিক ‘মাধবীলতা’-এ দেখা যাবে তাঁকে ৷ ২২ অগাস্ট, সোমবার থেকে শুরু হচ্ছে এই ধারাবাহিক ৷ যেখানে অভিনেত্রীকে ‘দুষ্টু লোক’দের সঙ্গে মারামারি করতেও দেখা যাবে ৷
শ্রাবণী যে অত্যন্ত দক্ষ অভিনেত্রী, তা এই সিরিয়ালের বেশ কিছু ঝলক দেখলেই বোঝা যাচ্ছে ৷ অনেক অল্প বয়সেই অভিনেত্রী হিসাবে জনপ্রিয়তা অর্জন করেছেন রাখি খ্যাত এই অভিনেত্রী ৷ এবার জঙ্গলের রক্ষক মাধবীলতার চরিত্রে দেখা যাবে শ্রাবণীকে ৷ অভিনেত্রী নিজে News18 Bangla-কে জানান, এই চরিত্রটা তাঁর কাছে স্বপ্নের মতো ৷ ছোটবেলার থেকেই গাছ ভালবাসেন তিনি ৷ বাড়িতে গাছের পরিচর্যা করেন নিয়মিত ৷ আর তাঁকে দেখতে খুব শান্ত বলে মনে হলেও তিনি কিন্তু গাছে চড়া থেকে শুরু করে আরও নানারকম কঠিন কাজ অনায়াসে করতে পারেন ৷
advertisement
advertisement
গত প্রায় দু’মাস ধরে পুরুলিয়ার বেশ কিছু অসাধারণ জায়গায় শ্যুটিং হয়েছে ধারাবাহিকের ৷ ওই অঞ্চলে শ্যুটিং করাটা একেবারেই সহজ কাজ নয় ৷ কিন্তু পরিচালক স্নেহাশিস চক্রবর্তী সেই কঠিন চ্যালেঞ্জটাই নিয়ে ফেলেছেন ৷ উদ্দেশ্য একটাই, দর্শকদের নতুন কিছু উপহার দেওয়া ৷ কারণ বাংলা ধারাবাহিকের একঘেয়ামি অনেকেরই আর পছন্দ হচ্ছে না ৷ তাই পরিচালক এবং সিরিয়ালের কলাকুশলীদের কথায়, ‘‘এবার সত্যি নতুন কিছু ভাবনা নিয়ে এই ধারাবাহিক বানাচ্ছি আমরা ৷ সেটা দর্শকদের ভাল লাগতে পারে, আবার নাও পারে ৷ কিন্তু ধারাবাহিকটি সোমবার থেকে দেখা অবশ্যই শুরু করুন ৷ জানান আপনাদের মতামত ৷’’
advertisement
মাধবীলতা গাছ ভালবাসে ৷ গাছের জন্য নিজের প্রাণও দিতে পারে সে ৷ জঙ্গলে অবৈধভাবে গাছ কাটা বন্ধ করতে সব কিছুই করতে পারে মাধবীলতা ৷ পরিচালক জানান, এই চরিত্র আদতে একজন ‘রিয়াল ক্যারেকটার’ ৷ কারণ বহু বছর আগে জঙ্গলে বেড়াতে গিয়ে এমনই একজন মেয়ের সঙ্গে দেখা হয়েছিল তাঁর ৷ যা থেকে অনুপ্রাণিত হয়েই এই মাধবীলতা চরিত্রের কথা ভাবা ৷ আর এই ধারাবাহিকের অধিকাংশই আউটডোর শ্যুটিং ৷ তাও পুরুলিয়ার বিভিন্ন জঙ্গল এবং বেশ কিছু সুন্দর লোকেশনে ৷ যা অবশ্যই দর্শকদের মনে ধরবে ৷ আর রয়েছে বেশ কিছু সুন্দর গানও ৷
advertisement
মাধবীলতার চরিত্রে শ্রাবণী এতটাই ডুবে গিয়েছেন, যে জঙ্গলমহল অঞ্চলের স্থানীয় ভাষাও রপ্ত করে ফেলেছেন তিনি ৷ কারণ ওই ভাষায় সবসময়ে কথা বলাটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ ৷ পরিচালকের কথায়, শ্যুটিংয়ের দিনগুলোতে রাত তিনটের সময় উঠেও নিজের সংলাপ আউড়ে গিয়েছেন শ্রাবণী ৷ ওঁর মতো এত পরিশ্রমী অভিনেত্রী বাংলা সিরিয়ালে আগে দেখেননি তিনি ৷
advertisement
সিরিয়ালের নায়ক ‘সবুজ’ সুস্মিত মুখোপাধ্যায় ৷ তাঁকে একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারের ভূমিকায় দেখা যাবে ৷ সুস্মিতের কথায়, তিনি নিজে ছবি তোলার বিষয়ে খুব বেশি দক্ষ না হলেও এই সিরিয়ালে অভিনয় করতে গিয়ে অনেক কিছু শিখেছেন এবং শিখছেনও ৷ তাঁর সবচেয়ে ভাল লাগছে শ্যুটিংয়ের জন্য বেশ কিছু সুন্দর জায়গায় যাওয়া সম্ভব হচ্ছে ৷ কারণ ট্রাভেলিংই সুস্মিতের অন্যতম শখ ৷
advertisement
২২ অগাস্ট থেকে সোম-শুক্র প্রতিদিন রাত ৮.৩০ টায় স্টার জলসায় দেখা যাবে এই ধারাবাহিক ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Madhabilata: আসছে মাধবীলতা, অ্যাকশন-রোম্যান্সে ভরা এই ধারাবাহিক চমক দিতে তৈরি
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement