#কলকাতা: "সে অনেকদিন আগেকার কথা।একদিন সন্ধ্যাবেলায় আমার দরজায় কলিং বেল।দরজা খুলে দেখি সন্ধ্যাদি (Sandhya Mukherjee) এসেছে। সঙ্গে ওঁর স্বামী শ্যামল গুপ্ত। আমি তো দেখে হতভম্ব, অবাক! এত বড় একজন শিল্পী! তিনি আমার (Madhabi Mukherjee) বাড়িতে! আমি ওঁকে ভেতরে ডাকলাম,বসতে দিলাম। উনি ওঁর দুটি গ্রামোফোন রেকর্ড বের করে আমার হাতে দিলেন। বললেন , ওই দুটি গানের রেকর্ড বেরিয়েছে। সেই দুটি আমাকে উপহার দিতে এসেছিলেন। ওই গ্রামোফোন রেকর্ডের মধ্যে একটি গান ছিল 'ওগো মোর গীতিময়।' অসাধারণ গান।" বললেন অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়।
"এত বড় একজন শিল্পী আমার বাড়িতে এসেছেন! সেই দেখে আমি সত্যিই কী করব ভেবে পাচ্ছিলাম না। আমি চা করলাম। উনি চা খেতে চাইছিলেন না। তবুও চা খেয়ে তাড়াতাড়ি বেরিয়ে যেতে চাইলেন। আমি দরজা খুলে ওনাকে এগিয়ে দিতে যাচ্ছিলাম। রীতিমতো আমাকে কড়া শাসনের মতো করেই বললেন, তোমরা পর্দায় থাকো। তোমরা হুট হাট করে বাইরে বেরিও না। উনি বললেন,'আমি শুনেছি তুমি নাকি হুট হাট করে বাজারে, দোকানে বেরিয়ে যাও? এটা কোরো না।' বলে উনি বেরিয়ে গিয়েছিলেন।"আরও পড়ুন: সম্পর্কের টানাপোড়েনে আদালতে ৭ বছরের শিশু! 'মানবিক' রায় কলকাতা হাইকোর্টে!
৮০ বছরের বৃদ্ধা। শরীরে এখন আর সেরকম শক্তি নেই। অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়ের গলা ধরে আসছিল। চোখের জল মুছতে মুছতে বলছিলেন,সন্ধ্যা মুখোপাধ্যায় চলে যাওয়াতে সঙ্গীত জগতে অনেক ক্ষতি হয়ে গেল। পদ্মশ্রী ফিরিয়ে দিয়ে তিনি যে ভাল কাজ করেছেন, সেটাও বলতে ভুললেন না মাধবী। মাধবী মুখোপাধ্যায় বলেন, "শিল্পীরা সরকারের থেকে কোনওদিন সম্মান বা মর্যাদা পায়নি। হেমন্ত মুখোপাধ্যায়,শ্যামল মিত্ররা কী পেয়েছেন?"আরও পড়ুন: সোশ্যাল মিডিয়া নিয়ে দলকে জরুরি নির্দেশ মমতার! নিশানায় কারা, তুঙ্গে জল্পনা...
সন্ধ্যা মুখোপাধ্যায় চলে যাওয়াতে,আলোচনার মাধ্যমে বেশ কিছু প্রশ্ন তুললেন প্রবীণ অভিনেত্রী। লেক গার্ডেন্স এর দশ নম্বর খাটালে মাধবী মুখোপাধ্যায় থাকেন। বাড়িতে দুবেলা কাজের লোক ছাড়া সেরকম আর কেউ নেই। ওনাকে যে সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণে নিঃসঙ্গতা আঁকড়ে ধরেছে তা যেন স্পষ্ট ওঁর কথাবার্তায়। হাসপাতালে ভর্তি হওয়ার পর মাধবী মুখোপাধ্যায়ের সঙ্গে কথা হয়নি সন্ধ্যা মুখোপাধ্যায়ের।মৃত্যুর খবর পাওয়ার পরে নেমে আসে স্বজন হারানোর যন্ত্রনা, একাকিত্ব, গভীর শোক। তাই আজ লেক গার্ডেন্সের বাড়িতে 'দিদি' সন্ধ্যার ছবির দিকে তাকিয়ে পুরনো স্মৃতির অ্যালবাম ঘাটছেন মাধবী।নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।