Mamata Banerjee On Social Media Use: সোশ্যাল মিডিয়া নিয়ে দলকে জরুরি নির্দেশ মমতার! নিশানায় কারা, তুঙ্গে জল্পনা...

Last Updated:

Mamata Banerjee On Social Media: তৃণমূলের (TMC) জাতীয় কর্মসমিতি সদস্যদের পদাধিকার চূড়ান্ত করার পাশাপাশি বেশ কিছু বিষয়ে তাঁর মতামত স্পষ্ট করে দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূলের কর্মসমিতির বৈঠকে কড়া নির্দেশ মমতার
প্রতীকী ছবি
তৃণমূলের কর্মসমিতির বৈঠকে কড়া নির্দেশ মমতার প্রতীকী ছবি
#কলকাতা: বাংলার রাজনীতিতে বেশ কিছুদিন ধরেই তৃণমূলের অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যা প্রকাশ্যে এসেছে। অনেকেই এই বিষয়ে নিজের নিজের মতামত প্রকাশ করেছেন মিডিয়ায় এবং সোশ্যাল মিডিয়ায় (TMC Social Media Use)। কিন্তু যাঁদের নিয়ে সকলের মনে কৌতূহল ছিল অর্থাৎ মমতা (Mamata Banerjee On Social Media) এবং অভিষেক, তাঁরা এই বিষয়ে বেশি কিছু জানাননি। তৃণমূলের প্রথম সারির নেতারাও কার্যত চুপই ছিলেন। এর মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জরুরি মিটিং করে অবলুপ্তি ঘটিয়েছিলেন সকল জাতীয় পদের। এমনকী জাতীয় পদের অবলুপ্তি ঘটানোর সঙ্গে সঙ্গে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদটিও তুলে দেন। ওই পদেই ছিলেন অভিষেক।
এরপরে গত ১২ ফেব্রুয়ারি তৃণমূলের (TMC) জাতীয় কর্মসমিতি গঠন করে দিয়েছিলেন সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ তৃণমূলনেত্রী নিজে তো বটেই, সেই কমিটিতে জায়গা পেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ আরও ১৯ জন৷ আর আজ, শুক্রবার এক সপ্তাহের মধ্যেই সেই কর্মসমিতির প্রথম বৈঠক বসে কালীঘাটে৷ সেখানেই ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে ফেরাল তৃণমূল কংগ্রেস।
advertisement
advertisement
তবে এদিনের বৈঠকে তৃণমূলের (TMC) জাতীয় কর্মসমিতি সদস্যের পদাধিকার চূড়ান্ত করার পাশাপাশি বেশ কিছু বিষয়ে তাঁর মতামত স্পষ্ট করে দেন তৃণমূল সুপ্রিমো। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee On Social Media) এদিন স্পষ্ট বলেন, সোশ্যাল মিডিয়ায় ব্যক্তি প্রচার চলবে না। দলের প্রচার করতে হবে। সেইসঙ্গে তৃণমূলনেত্রীর বার্তা, নতুন ও পুরনো সব সমন্বয় রক্ষা করেই এগোতে হবে দলকে। তাঁর কথায়, "এই রাজ্যে নিজেদের প্রাধান্য অটুট রেখে আমাদের জাতীয় স্তরে ঝাঁপাতে হবে।" মমতা বলেন, "নবীনদের অবশ্যই দরকার। ওল্ড ইজ অলওয়েজ গোল্ড।"
advertisement
পুর নিগমের মেয়র-পদ ঘোষণার সময় মমতা এদিন বলেন, "আগামী নির্বাচনগুলিতেও ভাল করে কাজ করতে হবে।" একইসঙ্গে শুক্রবার বৈঠক শুরুতে মমতা (Mamata Banerjee)বলেন, "আমাদের দল বড় হয়েছে সবাইকে মিলেমিশে কাজ করতে হবে। গোয়াতে আগামী দিনে আমরা আরও ভাল করব। ওখানকার মানুষ বিজেপিকে চায় না। আমাদের ওখানে আরও মানুষের কাছে যেতে হবে।"
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee On Social Media Use: সোশ্যাল মিডিয়া নিয়ে দলকে জরুরি নির্দেশ মমতার! নিশানায় কারা, তুঙ্গে জল্পনা...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement