Krishna Chakraborty | Sabyasachi Dutta: মেয়র হয়ে ফের কৃষ্ণার বাজিমাত, চেয়ারম্যান সব্যসাচী, বহু পুরনো সঙ্গীতেই আস্থা মমতার

Last Updated:

Krishna Chakraborty | Sabyasachi Dutta: বাজিমাত করলেন কৃষ্ণা চক্রবর্তী। তাঁকেই বিধাননগর পুরনিগমের মেয়র পদে বসালেন মমতা। তবে, সব্যসাচীকেও একেবারে নিরাশ করলেন না তিনি। সব্যসাচী দত্তকে বিধাননগরের চেয়ারম্যান করা হল।

কৃষ্ণার বাজিমাত, চেয়ারম্যান সব্যসাচী
কৃষ্ণার বাজিমাত, চেয়ারম্যান সব্যসাচী
#কলকাতা: সদ্যই মিটেছে ৪ পুরনিগমের নির্বাচন। ৪ পুরনিগমেই বিরাট জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। ফল ঘোষণার দিনই শিলিগুড়ির মেয়র পদে গৌতম দেবের নাম ঘোষণা করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু জল্পনা চলছিল বিধাননগর, চন্দননগর, আসানসোলে কে মেয়র হচ্ছেন, তা নিয়ে। আর বিধাননগরে মেয়র পদের জন্য দুটি নাম নিয়েই চর্চা চলছিল। একজন হলেন বিদায়ী মেয়র কৃষ্ণা চক্রবর্তী (Krishna Chakraborty), অন্যজন হলেন প্রাক্তন মেয়র তথা বিজেপি থেকে তৃণমূলে ফেরা সব্যসাচী দত্ত। শেষমেশ দেখা গেল, বাজিমাত করলেন কৃষ্ণাই। তাঁকেই মেয়র পদে বসালেন মমতা। তবে, সব্যসাচীকেও একেবারে নিরাশ করলেন না তিনি। সব্যসাচী দত্তকে (Sabyasachi Dutta) বিধাননগরের চেয়ারম্যান করা হল। আর ডেপুটি মেয়র করা হয়েছে অনিতা মণ্ডলকে।
সূত্রের খবর, আগামী ২২ শে ফেব্রুয়ারি শপথ নিতে পারেন ৪ পুরসভার মেয়র। মেয়র যেদিন শপথ গ্রহণ করবেন, সেদিনই নব নির্বাচিত জনপ্রতিনিধিরাও শপথ গ্রহণ করবেন বলে জানা গিয়েছে। জয়ের খবর পেয়েই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন বিধাননগরের বিদায়ী মেয়র কৃষ্ণা চক্রবর্তী। তৃণমূল নেত্রী প্রসঙ্গে বলতে গিয়ে বিদায়ী মেয়র জানান, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর কাছে বটবৃক্ষের মতো। ফল প্রকাশের পর কৃষ্ণা প্রসঙ্গে বলতে গিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানিয়েছিলেন, ''কৃষ্ণা তাঁর চিরকালের সাথী। আজকের সম্পর্ক তো নয়, ৮৪ সালে যখন যাদবপুর থেকে সাংসদ হয়ে দিল্লি গিয়েছিলাম, তখন কৃষ্ণা আমার সঙ্গে গিয়েছিল। ৫ বছর আমার সঙ্গে ছিল। আমি চাই, কারোর সঙ্গে কোনও বিদ্বেষ নয়। সবাই যাতে একসঙ্গে কাজ করতে পারি, এটাই আমাদের উদ্দেশ্য।''
advertisement
advertisement
অপরদিকে, বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তও জয়ের পর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন। সেইসঙ্গে ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে গিয়েও তাঁর সঙ্গে দেখা করেছিলেন। পাশাপাশি গিয়েছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতেও। শেষমেশ অবশ্য চেয়ারম্যান হলেন সব্যসাচী।
advertisement
মেয়র পদের দৌড়ে তিনি আছেন কিনা, ফল প্রকাশের দিন এই প্রশ্নের উত্তরে কৃষ্ণা চক্রবর্তী বলেছিলেন, তিনি দৌড়তে পারেন না। বসে কাজ করতেই ভাল বাসেন। তিনি বলেছেন, কে মেয়র হবেন, সেটা তাঁর কাছে বড় কথা নয়, তাঁর কাছে দলের কর্মী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হৃদয় জয় করাটাই বড় কথা। সেই জয় করার পুরস্কার হিসেবেই ফের একবার বিধাননগরের মেয়র পদে বসলেন কৃষ্ণা চক্রবর্তী।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Krishna Chakraborty | Sabyasachi Dutta: মেয়র হয়ে ফের কৃষ্ণার বাজিমাত, চেয়ারম্যান সব্যসাচী, বহু পুরনো সঙ্গীতেই আস্থা মমতার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement