#বারুইপুর: বার ডান্সার বান্ধবীকে নিয়ে রাতের অন্ধকারে ঘুরতে বের হওয়াই কাল হল (West Bengal News)। চোর সন্দেহে বারুইপুরে খুন কলকাতার তরুণ প্রোমোটার। সূত্রের খবর, মৃত যুবকের নাম অভীক মুখোপাধ্যায় (৩৫)। অভীকের বান্ধবীর নাম প্রিয়াঙ্কা সরকার। পেশায় বার ড্যান্সার তিনি। ঘটনাটি ঘটেছে বারুইপুরের বেগমপুর গ্রাম পঞ্চায়েতের ২০০ কলোনি। জানা গিয়েছে, বুধবার রাতে বান্ধবীকে নিয়ে বাইকে করে ঘুরতে বেড়িয়েছিলেন অভীক। কিন্তু বারুইপুরের বেগমপুর গ্রাম পঞ্চায়েতের ২০০ কলোনির কাছেই গ্রামের মানুষজন হঠাৎ তাদের দেখে চোর সন্দেহে চিৎকার করতে শুরু করে।
আরও লোকজন জড়ো হয় যায় সেখানে। আর তখনই বেধড়ক মারধর শুরু হয় অভীকের উপর। সেই সময় বান্ধীব লুকিয়ে পড়লেও গ্রামবাসীদের মারে মাটিতে লুটিয়ে পড়েন তরুণ এই প্রোমোটার। পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে এসে আহত অভীককে উদ্ধার করা হয়। কিন্তু পুলিশের গাড়ি আটকেও বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা।
আরও পড়ুন: ফিরহাদ হাকিমের গাড়ির সামনে আহত টোটো চালক! মন্ত্রী যা করলেন, অবাক সকলে
তাঁদের অভিযোগ, চোরকে বাঁচাতে এসেছে পুলিশ। তবে, সেই বিক্ষোভ এড়িয়ে অভীককে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় পুলিশ। কিন্তু সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এরপরে গ্রামবাসীরা প্রিয়াঙ্কাকে নিয়ে এসে বলতে শুরু করে যে, অভীক তাকে জোর করে বাড়ির মধ্যে লুকিয়ে রেখেছিল।
আরও পড়ুন: দিলীপ ঘোষের সামনে দুধের প্যাকেট ফেলে বিক্ষোভ! যা করলেন বিজেপি নেতা, অবাক সকলে
এদিকে, ওই প্রোমোটারের বন্ধুদের অভিযোগ, পরিকল্পনা করেই এই ঘটনা ঘটানো হয়েছে। অন্যদিকে, প্রিয়াঙ্কার মা জানান, “আমার মেয়ে সাইকো পেসেন্ট। ও প্রায় ছয়মাস ধরে অসুস্থ। রাতের বেলা ঘোরাঘুরি করত। আমি বারণ করতাম। কিন্তু ও একটি বারে কাজ করে। গতকাল বেরোচ্ছি বলে আর এল না। তবে ও যদি কোনও দোষ করে থাকে তাহলে ও শাস্তি পাক।'' ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।
---অর্পণ মণ্ডল
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kolkata News, West Bengal news