Lokkhikantopur Local Movie Review: মানবিকতা, সমাজ আর সংসারের ইতিকথা, আয়া-পেশেন্ট পার্টিকে সামনে রেখে আয়না ধরলেন পরিচালক, লক্ষ্মীকান্তপুর লোকাল সকলেরই দেখা উচিত

Last Updated:

ছবি এগিয়েছে মালতী (চান্দ্রেয়ী ঘোষ), কল্যাণী (পাওলি দাম ) এবং সরস্বতীকে (সায়নী ঘোষ) অনুসরণ করে, যারা প্রতিদিন সকালে লক্ষ্মীকান্তপুর লোকাল ট্রেনে উঠে কাজের বাড়িতে পৌঁছায়।

লক্ষ্মীকান্তপুর লোকাল
লক্ষ্মীকান্তপুর লোকাল
ফিল্ম রিভিউ: লক্ষ্মীকান্তপুর লোকাল (Rating: 3.5/5)
এই সমস্যা ঘরে ঘরে, হয় ব্যস্ত জীবনধারার সঙ্গে তাল রাখতে গিয়ে সংসারে মন দেওয়ার সময় নেই, অথবা নেই অসুস্থ পরিজনের নিজে হাতে পরিচর্যার সামর্থ্য, গৃহকর্মী বলা যাক, আয়া বলা যাক, যে নামেই ডাকা হোক না কেন, পরিবারে তখন তাঁদের ভূমিকা অপরিসীম আর অপরিহার্য দুই হয়ে ওঠে। সংসারের ছন্দ তখন ঘোরে অন্য দিকে, এক নতুন সমীকরণ, নতুন সখ্যতার অবকাশও তৈরি হয় বইকি, যা নিয়ে লক্ষ্মীকান্তপুর লোকাল ছবির চিত্রনাট্য বুনেছেন পরিচালক রামকমল মুখোপাধ্যায়।
advertisement
ছবি এগিয়েছে মালতী (চান্দ্রেয়ী ঘোষ), কল্যাণী (পাওলি দাম) এবং সরস্বতীকে (সায়নী ঘোষ) অনুসরণ করে, যারা প্রতিদিন সকালে লক্ষ্মীকান্তপুর লোকাল ট্রেনে উঠে কাজের বাড়িতে পৌঁছায়। পরিচালক তাদের গল্প তিনটি পরিবারের মধ্যে তুলে ধরেন: লেখক অনি (ইন্দ্রনীল সেনগুপ্ত) এবং টেলিভিশন অভিনেত্রী অপর্ণা (সঙ্গীতা সিনহা), যারা আলজাইমার্স রোগে আক্রান্ত অসুস্থ বাবার যত্নআত্তির জন্য সংগ্রাম করছে; লিভ-ইন দম্পতি তিয়াশা (রাজনন্দিনী পাল) এবং আত্মদীপ (জন ভট্টাচার্য), যারা ক্রমাগত পিচ এবং প্রযোজকদের সঙ্গে তাল মিলিয়ে চলছে; এবং লাবণ্য (ঋতুপর্ণা সেনগুপ্ত ), যে তার পক্ষাঘাতগ্রস্ত স্বামীর (কৌশিক গঙ্গোপাধ্যায়) যত্ন নেওয়ার পুরো ভার বহন করছে, যেখানে তার ছেলে বিদেশে পড়াশোনা করছে।
advertisement
advertisement
ছবির প্রথমার্ধটি ধীরে সুস্থে জীবনের দৈনন্দিন ছন্দের মতোই এগোতে থাকে, যা নারীদের যাত্রার চিরন্তন আখ্যান তুলে ধরে। দ্বিতীয়ার্ধে গতি বেড়ে যায় ছবির, লোকাল ট্রেন যেমন গতি বাড়ায়, ঠিক সেরকম করেই। চিত্রনাট্যে দত্তক নেওয়া, অভিবাসন, শিক্ষা এমন অনেক বিষয় উঠে এসেছে, চরিত্রগুলো পেয়েছে এক অনন্য মাত্রা।
advertisement
ছবির সঙ্গীত অসাধারণ, যা চিত্রনাট্যের আবেগঘন পরিবেশকে সমৃদ্ধ করেছে। ইমন চক্রবর্তীর কণ্ঠে হেমাঙ্গ বিশ্বাসের ‘সোনা বন্ধু রে’ বিশেষভাবে আলোড়ন সৃষ্টি করে, অন্য দিকে, সোনু নিগমের তুই যে আপন মণীশ চক্রবর্তীর সুরে আধুনিক বাংলা ছবির সম্পদ হয়ে থাকবে।
advertisement
কল্যাণী চরিত্রে পাওলি দামের অভিনয় অন্যতম শক্তিশালী পারফরম্যান্স, মালতী চরিত্রটি চান্দ্রেয়ী ঘোষ অনায়াসে জীবন্ত করে তোলেন, তার আবেগঘন অনুভূতি স্পষ্টভাবে তার যন্ত্রণার চিত্র তুলে ধরে। সায়নী ঘোষ এবং দেবাশিস মণ্ডল একটি মনোমুগ্ধকর জুটি তৈরি করেছেন, অন্য দিকে, রাজনন্দিনী পাল এবং জন ভট্টাচার্যের রসায়ন সহজ, বাস্তবসম্মত। ঋতুপর্ণা সেনগুপ্ত এবং কৌশিক গঙ্গোপাধ্যায় অভূতপূর্ব দক্ষতায়, অসাধারণ স্বাচ্ছন্দ্যে একটি বৃদ্ধ দম্পতিকে তুলে ধরেছেন, যাদের এমন একটি সম্পর্ক গড়ে তোলার সুযোগ দেওয়া হয়েছে যা সত্যিকার অর্থে বসবাসের অনুভূতি দেয়, আনন্দ থেকে শুরু করে তাদের ছোট ছোট ঘরোয়া ঝগড়া পর্যন্ত সব কিছু নিয়ে।
advertisement
লক্ষ্মীকান্তপুর লোকাল সব মিলিয়ে ঠিক যেন এক আধুনিক জীবনের আয়না দেখায়, সেই কাচে নিজের মুখের ছায়া খুঁজে পাওয়া যাবে ছবিতে, ঠিক সেই কারণেই এই ছবি না দেখলেই নয়!
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Lokkhikantopur Local Movie Review: মানবিকতা, সমাজ আর সংসারের ইতিকথা, আয়া-পেশেন্ট পার্টিকে সামনে রেখে আয়না ধরলেন পরিচালক, লক্ষ্মীকান্তপুর লোকাল সকলেরই দেখা উচিত
Next Article
advertisement
Himachal Pradesh Bus Accident: ৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
  • হিমাচল প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • ৩০০ মিটার খাদে বাস, মৃত অন্তত ৭ জন৷

  • আরও বাড়তে পারে হতাহতের সংখ্যা৷

VIEW MORE
advertisement
advertisement