‘আমার কাছে উনি বাবার মতো...’ ধর্মেন্দ্রর প্রয়াণে শাহরুখের আবেগঘন পোস্ট
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Shah Rukh Khan Posts Moving Tribute For Dharmendra: দীর্ঘদিন ধরেই ধর্মেন্দ্র বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি শ্বাসকষ্ট নিয়ে ভর্তিও হন মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। ভেন্টিলেশনে থাকার পর ছাড়া পেয়ে বাড়ি ফেরেন সপ্তাহ দু'য়েক আগে। ২৪ নভেম্বর মহীরুহ পতন হল।
মুম্বই: কিছু দিন আগেই ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। তবে এবার আর হল না শেষরক্ষা, সোমবার সকালে প্রয়াত হন ধর্মেন্দ্র। ৯০তম জন্মদিনের ঠিক আগেই না প্রয়াত বলিউডের ‘হি-ম্যান’। দীর্ঘদিন ধরেই তিনি বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি শ্বাসকষ্ট নিয়ে ভর্তিও হন মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। ভেন্টিলেশনে থাকার পর ছাড়া পেয়ে বাড়ি ফেরেন সপ্তাহ দু’য়েক আগে। ২৪ নভেম্বর মহীরুহ পতন হল। এদিন ধর্মেন্দ্রর প্রয়াণের পর শোকজ্ঞাপন করলেন অমিতাভ বচ্চন এবং শাহরুখ খান।
শাহরুখকে বর্ষীয়ান অভিনেতার শেষকৃত্যের জন্য শ্মশানে যেতে দেখা গিয়েছে। আসলে ‘কিং খান’ সব সময়ই তাঁর কর্তব্যে অবিচল। এবার সমাজ মাধ্যমে আবেগঘন পোস্ট করলেন নায়ক।
advertisement
advertisement
শাহরুখ খান এদিন ধর্মেন্দ্রর সঙ্গে তাঁর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। লেখেন, ‘‘আপনার আত্মার শান্তি কামনা করি ধরমজি। আপনি আমার কাছে আমার বাবার মতোই ছিলেন। আমায় এত ভালবাসা, আশীর্বাদ দেওয়ার জন্য ধন্যবাদ। ওঁর মৃত্যু কেবল ওঁর পরিবার বা সিনেমা জগতের নয়, গোটা বিশ্বের সিনেমাপ্রেমীদের কাছে এ এক অপূরণীয় ক্ষতি। আপনি চিরকাল থেকে যাবেন, আপনার কাজ, আপনার সুন্দর পরিবারের মধ্যে দিয়েই আপনি থেকে যাবেন। ভালবাসি।’’
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 25, 2025 1:30 PM IST

