৩৫ টাকার লটারির টিকিটে ১ কোটির জ্যাকপট জয় ! ভাগ্যের চাকা বদলে গেল সিবাসের

Last Updated:

Purulia News : পাঁচ বছর ধরে নিয়ম করে টিকিট কাটতেন, অবশেষ সিবাসের এক কোটি টাকার লটারি জয়।

+
৩৫

৩৫ টাকার লটারির টিকিটে ১ কোটির জ্যাকপট জয় !

পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: ৩৫ টাকার লটারির টিকিটেই ভাগ্যের চাকা বদলে গেল ফুটবল খেলোয়াড়ের। ‌এক টিকিটেই মিলল এক কোটি।‌ স্বভাবতই আনন্দে আত্মহারা ওই যুবক। পুরুলিয়ার তেলকল পাড়ার বাসিন্দা সিবাস মাহাতো। ‌বয়স ২৭ বছর। ‌মা, বাবা, দাদা, বৌদি, স্ত্রী ও আট মাসের কন্যা সন্তান নিয়ে তাঁর সংসার। একটা সময় বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন তিনি। তবে বর্তমানে তাঁর নেশা ও পেশা দুই ফুটবল খেলা। তার মাঝে আরও একটি শখ রয়েছে তাঁর। তা হল প্রত্যেকদিন লটারির টিকিট কাটা। নিয়ম করে বিগত পাঁচ বছর ধরে তিনি লটারির টিকিট কাটছেন।
এ বিষয়ে সিবাস মাহাতো বলেন, ৩৫ টাকা দিয়ে তিনি লটারির টিকিট কেটেছিলেন। ‌ তার মধ্য থেকে তিনি এক কোটি টাকা পুরস্কার পেয়েছেন। ‌পুরস্কারের এই অর্থ দিয়ে তিনি কী করবেন, তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নিতে পারেননি। এই টাকা পেয়ে তাঁর পরিবারের সদস্যরাও অত্যন্ত খুশি।  ‌
advertisement
advertisement
এর আগে কখনও লটারির টিকিট কেটে কোনও পুরস্কার হাতে আসেনি। ‌এই প্রথমবার তিনি লটারির টিকিট কেটেই এক কোটি টাকা জিতে ফেলেছেন। তিনি কখনও ভাবতেই পারেননি যে এইভাবে এক ঝটকায় এক কোটি টাকার লটারি জিতবেন।
advertisement
এ বিষয়ে দোকানের বিক্রেতা ভদু বাউরি বলেন, ১৮-১৯ বছর ধরে তাঁর লটারির দোকান রয়েছে। কিন্তু এই প্রথমবার তাঁর দোকানে এক কোটি টাকা লটারির টিকিটের পুরস্কার ঘোষণা হয়েছে। এতে তিনি খুবই খুশি। ‌পুরুলিয়ার ফুটবল খেলোয়াড়ের এই লটারি জেতার খবর ছড়িয়ে পড়েছে সর্বত্র। খুশির জোয়ার জঙ্গলমহলে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
৩৫ টাকার লটারির টিকিটে ১ কোটির জ্যাকপট জয় ! ভাগ্যের চাকা বদলে গেল সিবাসের
Next Article
advertisement
West Bengal Weather Update: বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় ! রাজ্যে কমতে পারে রাতের তাপমাত্রা
বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় ! রাজ্যে কমতে পারে রাতের তাপমাত্রা
  • বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় !

  • রাজ্যে কমতে পারে রাতের তাপমাত্রা

  • তার প্রভাব পশ্চিমবঙ্গের আবহাওয়ার উপরে সরাসরি পড়বে না

VIEW MORE
advertisement
advertisement