Swastika Mukherjee: প্রয়াত বাবা-মায়ের নাম জ্বলজ্বল করছে, অথচ ভোটার লিস্টে নাম নেই স্বস্তিকা ও বোন অজপার! চাঞ্চল্য
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Swastika Mukherjee: ভোট দিতে না পারার ক্ষোভ সমাজমাধ্যমের পাতায় ভাগ করে নিয়েছেন স্বস্তিকা। অভিনেত্রী জানিয়েছেন, তাঁর এবং তাঁর বোনের নাম ভোটার লিস্টে না থাকলেও তাঁদের প্রয়াত বাবা-মায়ের নাম থেকে গিয়েছে।
কলকাতা: ভোট দিতে না পারার ক্ষোভ সমাজমাধ্যমের পাতায় ভাগ করে নিয়েছেন স্বস্তিকা। অভিনেত্রী জানিয়েছেন, তাঁর এবং তাঁর বোনের নাম ভোটার লিস্টে না থাকলেও তাঁদের প্রয়াত বাবা-মায়ের নাম থেকে গিয়েছে। ২০২০ সালে প্রয়াত হন অভিনেতা সন্তু মুখোপাধ্যায়। ২০১৫ সালে প্রয়াত হয়েছিলেন তাঁর স্ত্রী গোপা মুখোপাধ্যায়।
সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। তাঁর কথায়, ‘‘আমি এবং আমার বোন দুজনেই ভোট দিতে গেলাম। এর আগেও ভোট দিয়েছি। এখন শুনলাম আমাদের নাকি ভোটার লিস্টে নাম নেই।’’
advertisement
advertisement
স্বস্তিকা মুখোপাধ্যায় আরও বলেন, ‘‘আমার ভোটার কার্ড হারিয়ে গিয়েছে, আমার বোনের ভোটার কার্ড রয়েছে। তা সত্ত্বেও কীভাবে নাম উড়ে গেল বুঝতে পারছি না।’’
ঘটনায় বিরক্তি প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি স্বস্তিকার আরও অভিযোগ তাঁরা যে বহুতলে থাকেন, সেখানকার মন অনেক প্রবীণ আছেন, যাঁরা কোনও ভাবেই বুথে যাওয়ার মতো অবস্থায় নেই। তাঁদের নামও সরানো হয়নি। যাঁরা শহর ছেড়ে বাইরে বহু কাল এমন অনেকের নামও রয়ে গিয়েছে। অথচ, বাদ পড়ে গেলেন তাঁরা দুই বোন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 01, 2024 5:27 PM IST