Viral Song: ছোট্ট অহির্ষীর গান এখন ভাইরাল! খুদের এই গান মনোবল বাড়িয়ে দিল বাম যুব কর্মীদের
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
বাম যুব কর্মীরা জানিয়েছেন, আমরা আগেই আমন্ত্রণ করেছিলেন আমাদের রাজ্যে সন্মেলনে এসে যেন ছোট্ট শিশু গান পরিবেশন করেন। তাই এই ছোট্ট শিশু মনোমুগ্ধকর লড়াইয়েও গান আমাদেরকে অনুপ্রাণিত করল।
মুর্শিদাবাদ: বহরমপুরের কাদাই নিবাসী অরিন্দম আর্চার্য্যর পুত্র অর্হিষী আর্চার্য্য, এক গানেই এই খুদে ইতি মধ্যেই ভাইরাল। বহরমপুরে তিনদিন ধরে চলা বাম যুব সংগঠন অর্হিষী আর্চার্য্য গানের গলায় মুগ্ধ সকলেই। মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বেলে সকলকেই মুগ্ধ করে তুললেন। আগেই বাঁকুড়ার আরাত্রিক সিনহা গান করে ঝাঁজ তুলেছিলেন। তবে এবার ছোট্ট শিশুর কন্ঠে গান হতেই নতুন করে উদ্যম ফিরে পেলেন বাম যুব সংগঠনের কর্মীরা।
বহরমপুর রবীন্দ্র সদনে আয়োজিত হয় তিনদিন ব্যাপি ২০তম DYFI রাজ্যে সন্মেলন ।ইতি মধ্যেই DYFI ক্যাপ্টেন পদ থেকে বিদায় নিয়েছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। দায়িত্ব এসেছেন তাঁর উত্তরসুরি ধ্রুবজ্যোতি সাহা। এদিকে সভামঞ্চ ও রবীন্দ্র সদন সমস্ত যুব কর্মীদের ভিড়। মঞ্চে গান গাইতে উঠলেন ছোট্ট অর্হিষী। গলায় উঠে এল “ধন ধান্য পুস্প ভরা, আমাদের এই বসুন্ধরা।” ছোট্ট শিশুর গান শুনেই সকলেই উঠে দাঁড়িয়ে তাকে উৎসাহ দিলেন। ছোট্ট অর্হিষীর গান হতেই আরও নতুন করে লড়াই করার সাহস পেলেন সকলেই।
advertisement
আরও পড়ুনHealthy Laddu: একটা লাড্ডু ৫ ঘণ্টার খিদে মেটাবে! শরীর রাখবে টগবগে, এই ‘এনার্জি বল’ ঠাসা পুষ্টিতে
advertisement
বাম যুব কর্মীরা জানিয়েছেন, আমরা আগেই আমন্ত্রণ করেছিলেন আমাদের রাজ্যে সন্মেলনে এসে যেন ছোট্ট শিশু গান পরিবেশন করেন। তাই এই ছোট্ট শিশু মনোমুগ্ধকর লড়াইয়েও গান আমাদেরকে অনুপ্রাণিত করল। পরিবারের সদস্যরা জানিয়েছেন, আমাদের পরিবারের খুদে শিশু এত সুন্দর গান পরিবেশন করবে আমরা ভাবতে পারিনি। তবে তার ইতি মধ্যেই সোস্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে।
advertisement
কৌশিক অধিকারী
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 24, 2025 7:13 PM IST