Healthy Laddu: একটা লাড্ডু ৫ ঘণ্টার খিদে মেটাবে! শরীর রাখবে টগবগে, এই 'এনার্জি বল' ঠাসা পুষ্টিতে

Last Updated:

প্রায় পাঁচ ঘন্টা কিছু না খেলেও খিদে পাবে না। এই লাড্ডু খেলে খালি পেটে থাকতে পারবেন অনেকক্ষণ। আজব এই লাড্ডুর নাম এনার্জি বল। তবে খাওয়ার পর অবশ্যই খেতে হবে জল পরামর্শ লাড্ডু বিক্রেতা সুশোভন ভট্টাচার্যের।

+
News18

News18

মালদহ: কাজের মধ্যে ব্যস্ত থাকায় অনেকক্ষণ না খেয়ে থাকতে হয়? নাকি উপোস রাখতে সমস্যা হয়? এবার সেই সমস্যা দূর হবে মুহূর্তে। এই লাড্ডু খেলে, না খেয়ে থাকতে পারা যাবে প্রায় পাঁচ ঘণ্টা। স্বাস্থ্যের জন্য উপকারী এই লাড্ডু খেলে স্বাস্থ্য থাকবে ভাল এবং শক্তিশালী হবে। তাই এর নাম দেওয়া হয়েছে এনার্জি বল। এমনই এক লাড্ডু তৈরি করে বিক্রি করছেন মালদহের জোহরাতলা রায়পুরের বাসিন্দা সুশোভন ভট্টাচার্য। তার এমন লাড্ডু খেতে ক্রেতারা ভিড় জমাচ্ছে দোকানের সামনে। অনেকে দেখে প্রথমেই বলছেন এমন লাড্ডু কোনদিন খাইনি। তাই প্রথমেই লাড্ডু খাবার জন্য প্যাকেট ভর্তি নিয়ে যাচ্ছেন বাড়িতে।
লাড্ডু বিক্রেতা সুশোভন ভট্টাচার্য জানান, “এই লাড্ডু টি একাধিক ড্রাই ফ্রুটস দিয়ে তৈরি করা হয়েছে। এই লাড্ডুর বিশেষত্ব হচ্ছে একটি লাড্ডু খাবার পর যে কোনও সুস্থ ব্যক্তি প্রায় পাঁচ ঘণ্টা না খেয়ে থাকতে পারবেন। লাড্ডু খাবার পর অবশ্যই জল খেতে হবে। কাজে ব্যস্ততা হোক কিংবা উপোস। লাড্ডু খাবার পর ভুলে যাবেন পেটভর্তি খাবার কে। অন্যান্য একাধিক রকমের মিষ্টান্ন তৈরির পাশাপাশি নতুনভাবে এই লাড্ডু তৈরির পদ্ধতি মাথায় আসে। গ্রাহকদের ব্যাপক সাড়া মিলছে।”
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
এই বিষয়ে ডেপুটি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ২ অমিতাভ মণ্ডল জানান, “মূলত ড্রাই ফ্রুটস খেলে মানুষ বেশ কয়েক ঘণ্টা না খেয়ে থাকতে পারে। তবে সেটি মানুষের ক্ষমতা শক্তির উপর নির্ভর করে যে কে কতটা না খেয়ে থাকতে পারেন। ড্রাই ফ্রুটস স্বাস্থ্যের জন্য উপকারী। তবে স্বাস্থ্যকর ড্রাই ফ্রুটস দিয়ে তৈরি লাড্ডু বা যাবতীয় খাবার উপকারী হবে।”
advertisement
আমরা দেখে থাকি কোনরকম শারীরিক অসুস্থতার পর চিকিৎসকদের পরামর্শ থাকে ড্রাই ফ্রুটস সেবন করার। স্বাস্থ্যের পক্ষে বিশেষ উপকারিতা হিসেবে দেখা হয় ড্রাই ফ্রুটসকে। যা‌ খাওয়ার পর অন্যান্য খাবার না খেলেও মানুষ থাকতে পারেন। তাই সেই পদ্ধতিকে অবলম্বন করে স্বাস্থ্যকর ড্রাই ফ্রুটস দিয়ে লাড্ডু তৈরি করে সকলের নজর কেড়েছেন মালদহের জোহরাতলা রায়পুরের বাসিন্দা সুশোভন ভট্টাচার্য। তার দাবি এই লাড্ডু খেলে প্রায় পাঁচ ঘণ্টা খিদে পাবে না মানুষের।
advertisement
জিএম মোমিন
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Healthy Laddu: একটা লাড্ডু ৫ ঘণ্টার খিদে মেটাবে! শরীর রাখবে টগবগে, এই 'এনার্জি বল' ঠাসা পুষ্টিতে
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement