প্রয়াত ফরাসি পরিচালক গোদার, ৯১ বছর বয়সে বিদায় 'ব্রেথলেস' নির্মাতার

Last Updated:

পরবর্তী কালে আন্তর্জাতিক ছবির জগতের অন্যতম উচ্চপ্রশংসিত পরিচালক কোয়েন্টিন তারান্তিনোও গোদারের ঋণ স্বীকার করেছেন। 'ট্যাক্সি ড্রাইভার' তৈরির সময়ে মার্টিন স্করসেজিও গোদারের কথা বলেছিলেন।

#প্যারিস: প্রয়াত জঁ লুক গোদার। ১৯৬০-এর দশকে ফরাসি চলচ্চিত্রে নিউ ওয়েভের অন্যতম অংশ ছিলেন কিংবদন্তি এই পরিচালক। বয়স হয়েছিল ৯১। 'ব্রেথলেস', 'কনটেম্পট'-এর মতো ছবি বানিয়ে ফরাসি ছবিতে নতুন দিগন্ত খুলে দিয়েছিলেন তিনি।
গোদারের মৃত্যুর খবর স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। তার পরেই একে একে এই দুঃসংবাদ প্রকাশ পায়।
শুধু ফরাসি ছবি নয়, আন্তর্জাতিক ছবিতেও এক মুক্ত বাতাস এনেছিলেন এই ফরাসি চলচ্চিত্র নির্মাতা। হলিউডে গল্প বলা ছবির যে ধরন, সম্পাদনার যে ধরন, সবই পাল্টে দিয়েছিলেন তিনি। চলচ্চিত্রের ভাষা এক নতুন ব্যকরণে বেঁধেছিলেন গোদার।
advertisement
advertisement
আন্তর্জাতিক চলচ্চিত্রে এসেছিল নিউ ওয়েভ বা নব তরঙ্গে। ১৯৬০-এর দশকে সিনেমা তৈরির পদ্ধতিতে নতুনত্ব এনেছিলেন পরিচালক। হাতে ধরা বা হ্যান্ডহেল্ড ক্যামেরায় নাগরিক যাপন উঠে এসেছিল গোদারের ছবিতে।
চলচ্চিত্রের সংলাপ নির্মাণে গোদারকে পৃথিবীর শ্রেষ্ঠতম পরিচালক বলে মনে করেন অনেকে। তাঁর হাত ধরেই সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল নিউ ওয়েভের আদর্শ। আগাগোড়া বিপ্লবী চেতনার মানুষ গোদার। ছবির ভাষা নির্মাণেও ছিলেন প্রগতিশীল এবং বৈপ্লবিক।
advertisement
পরবর্তী কালে আন্তর্জাতিক ছবির জগতের অন্যতম উচ্চপ্রশংসিত পরিচালক কোয়েন্টিন তারান্তিনোও গোদারের ঋণ স্বীকার করেছেন। 'ট্যাক্সি ড্রাইভার' তৈরির সময়ে মার্টিন স্করসেজিও গোদারের কথা বলেছিলেন।
কালো সানগ্লাস পরা চওড়া কপালের গোদার প্রভাবিত করেছিলেন এই দেশের চলচ্চিত্র নির্মাতাদেরও। জন এব্রাহাম, মৃণাল সেনকেও তাঁর চলচ্চিত্রের ভাষায় ছবি বানাতে উদ্বুদ্ধ করেছিলেন গোদার। আনন্দ গান্ধির 'শিপ অফ থিসিয়াস' এবং রীতেশ বাত্রার 'লাঞ্চ বক্স'-এ গোদারের প্রভাব খুঁজে পান অনেকে।
advertisement
২০১৪ সালে গোদারের তৈরি 'গুডবাই টু ল্যাঙ্গুয়েজ' ছবিটি শ্যুট করা হয় থ্রিডি-তে। প্রযুক্তির এই যাত্রাপথে গোদার মরুদ্যান হয়ে রয়ে গেলেন আন্তর্জাতিক চলচ্চিত্রে। মঙ্গলবার সারা পৃথিবী  বিদায় জানালেন তাঁকে।  ADIEU GODARD।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
প্রয়াত ফরাসি পরিচালক গোদার, ৯১ বছর বয়সে বিদায় 'ব্রেথলেস' নির্মাতার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement