শুধু পাকিস্তান নয়, অন্য দেশের শিল্পীরাও নিষিদ্ধ হোক বলিউডে! দাবি ইউনিয়ন নেতার
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
ফিল্ম ইউনিয়ন এবং রাজনৈতিক দলের প্রতিনিধিরা দাবি জানিয়েছেন, বলিউডে মেকআপ আর্টিস্ট, হেয়ার স্টাইলিস্ট, অ্যাকশন ডিরেক্টর, স্টান্টম্যান, সব ক্ষেত্রে বড় অংশে বিদেশি পেশাদারদের নিয়োগ করা হচ্ছে।
#মুম্বই: বিদেশ থেকে আসা কলাকুশলীদের জন্য কাজের অভাবে ভুগছেন দেশবাসী। ভারতীয় ফিল্মের কলাকুশলীদের ইউনিয়নে দাবি, এমনই সমস্যায় পড়েছে বলিউড। অভিনেতা, অভিনেত্রী থেকে শুরু করে টেকনিশিয়ান, সব ক্ষেত্রেই বিদেশিদের আগমন বেড়েছে। বাইরের দেশ থেকে পেশাদার কর্মীদের এনে কাজ করানো হচ্ছে টিনসেল নগরীতে। অভিযোগ, তাঁদের মধ্যে সিংহভাগের কাছেই এ দেশে কাজ করার ওয়ার্ক পারমিট (বৈধ অনুমোদন) নেই। ইউনিয়ন অভিযোগ করেছে, মুম্বই পুলিশ এ বিষয়ে তেমন কোনও পদক্ষেপই করে না।
কেবল চলচ্চিত্র জগৎ নয়, তথ্যপ্রযুক্তি, টেলিকম ক্ষেত্রেও ভারতীয়দের তুলনায় অনেক বেশি পরিমাণে বিদেশি পেশাদারদের নিযুক্ত করা হয়েছে। একই ভাবে বলিউডে সিনেম্যাটোগ্রাফি, নির্দেশনা, প্রযোজনা, চিত্রনাট্য লেখায় অথবা জুনিয়র আর্টিস্ট, নৃত্যশিল্পীদের মধ্যে বিদেশির সংখ্যা অনেক বেশি। যাঁরা ভারতে এসে কাজ করছেন, তাঁদের মধ্যে বেশির ভাগ মানুষ ইংল্যান্ড, রাশিয়া এবং উজবেকিস্তান থেকে এসেছেন।
advertisement
advertisement
ফিল্ম ইউনিয়ন এবং রাজনৈতিক দলের প্রতিনিধিরা দাবি জানিয়েছেন, বলিউডে মেকআপ আর্টিস্ট, হেয়ার স্টাইলিস্ট, অ্যাকশন ডিরেক্টর, স্টান্টম্যান, কস্টিউম ডিজাইনার, আর্ট ডিরেক্টর, সব ক্ষেত্রে বড় অংশে বিদেশি পেশাদারদের নিয়োগ করা হচ্ছে। এতে নাকি ভারতের ইন্ডাস্ট্রিরই লাভ হচ্ছে। এ ছাড়া বিভিন্ন ধরনের প্রতিভার সুবিধা পাচ্ছে এই দেশের চলচ্চিত্র শিল্প।
advertisement
কিন্তু ইউনিয়নগুলি সে দাবি মানতে চাইছে না। তাঁরা বারবার নানা অভিযোগ তুলেছে। এক ইউনিয়ন নেতার প্রশ্ন, ''ভারতে পাকিস্তানি কলাকুশলীদের বিরুদ্ধে যে ভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, সে ভাবে কেন অন্য দেশের পেশাদারদের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা জারি করা হবে না?''
advertisement
'ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ'-এর চেয়ারম্যান অশোক দুবে জানিয়েছেন, তাঁরা বিদেশি পেশাদার নিয়োগের অনুমতি দেন না। তাঁর কথায়, ''মূলত প্রযোজকরাই কর্মী নিয়োগ করেন। এটাই দুর্ভাগ্যজনক যে আমাদের দেশের লোক বেকার থাকছেন। বেশির ভাগ মানুষই ওয়ার্ক পারমিট ছাড়া করে চলেছেন। 'বেআইনি' ভাবে কাজ করে যাচ্ছেন। প্রযোজকরা এই বিষয়ে কথাও বলতে চান না তেমন। একাধিক বার এই বিষয়ে মুম্বই পুলিশের দ্বারস্থ হয়েছি আমরা। কিন্তু আমাদের কথায় পাত্তা দেওয়া হয়নি। কোনও পদক্ষেপও করেনি পুলিশ। আমাদের ইউনিয়নে অন্তত তিন লক্ষ পেশাদার রয়েছেন। আমরা তাঁদের অধিকারের জন্য লড়াই চালিয়ে যাব।''
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 12, 2022 3:17 PM IST