প্রকাশ্যে এল বিগবস ১৬-র প্রোমো, সিডনাজকে দেখে আবেগতাড়িত দর্শকরা

Last Updated:

Big Boss16 promo out: বিগবস ১৬-র প্রোমো মুক্তি পেতেই সিদ্ধার্থকে দেখে পুরোনো স্মৃতি ঝালিয়ে নিয়েছেন দর্শকরা

#মুম্বই: দীর্ঘ অপেক্ষার পর, অবশেষে মুক্তি পেল বিগবস ১৬-র প্রোমো৷
প্রোমো মুক্তি পেতেই উৎসাহ জেগেছে দর্শক মহলে ৷ বহুদিন ধরেই বিগবস ১৬-র অপেক্ষায় দিন গুনছিলেন বিগবস প্রেমীরা ৷ সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে সম্প্রতি মুক্তি পেল বিগবস ১৬-র প্রোমো ৷ প্রোমো প্রকাশ পেতেই উচ্ছ্বসিত জনতার একাংশ ৷ প্রোমোতে রয়েছে বিগবসের পুরোনো সিজনগুলির বেশকিছু ঝলক ৷ প্রোমোতে দেখা গিয়েছে শিল্পা সিন্দে ও হিনা খান, গহর খান ও তানিশা মুখোপাধ্যায়কে ৷
advertisement
শুধু তাই নয়  ধরা পড়েছে, শেহনাজ গিল ও সিদ্ধান্ত শুক্লার রোম্যান্সের ঝলক ৷ সিদ্ধান্ত ও শেহনাজের এই জনপ্রিয় জুটির ঝলক দেখেই আবেগপ্রবণ হয়েছেন বিগবস ফ্যানেরা ৷ সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর পর মানসিক ভাবে আহত হয়েছিলেন সিডনাজ ফ্যানেরা ৷ শোকের ছায়া নেমে এসেছিল সোশ্যাল মিডিয়ায় ৷ আজও সিদ্ধার্থের এভাবে অকালে চলে যাওয়া মেনে নিতে পারেননি সিদ্ধার্থ প্রেমীরা ৷
advertisement
advertisement
তার মধ্যে বিগবস ১৬-র প্রোমো মুক্তি পেতেই সিদ্ধার্থকে দেখে পুরোনো স্মৃতি ঝালিয়ে নিয়েছেন দর্শকরা ৷ সিডনাজ ছাড়া অসম্পূর্ণ বিগবস এমনও মতামত দিয়েছেন অনেকে ৷ সিদ্ধার্থ মারা যাওয়ার পর সিদ্ধার্থের স্মৃতি আওড়াতে বিগবস ১৫র ফিনালেতে দেখা গিয়েছিল শেহনাজকে ৷
advertisement
এপিসোডটি দেখে চোখের জল ফেলেছিলেন দর্শকমহল ৷ বিগবস ১৩-এ অংশগ্রহণ করেছিলেন শেহনাজ গিল ও সিদ্ধার্থ শুক্লা দুজনের প্রেম ও আবেগের যুগলবন্দী মন কেড়েছিল দর্শকদের৷ শুধু তাই নয় বিগবস ১৩-এ অনেকক্ষেত্রেই মূল আকর্ষণের বিষয়বস্তু ছিলন সিডনাজ জুটি ৷ বিগবস ১৩-র জয়ী হয়েছিলেন সিদ্ধার্থ শুক্লা ৷
advertisement
বিগবস ১৩ শেষ হওয়ার পরেও দর্শকদের মন থেকে সরানো যায়নি সিডনাজ জুটিকে ৷ কিন্তু তারপরেই সিদ্ধার্থ শুক্লার অকাল প্রয়াণে শোকের ছায়া নেমেছিল দর্শক মহলে ৷ এই বছরেও শো-এর হোস্ট করবেন সলমান খান৷ প্রোমো প্রকাশ্যে আসতেই সিডনাজ ১৬-র জন্য অধির অপেক্ষায় দিনগুনছেন বিগবস প্রেমীরা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
প্রকাশ্যে এল বিগবস ১৬-র প্রোমো, সিডনাজকে দেখে আবেগতাড়িত দর্শকরা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement