Home /News /entertainment /
Dhulokona: ফুলঝুরির ফুলশয্যা, কিন্তু একী! লালনের বউ হিসেবে হাজির সাবিত্রী চট্টোপাধ্য়ায়

Dhulokona: ফুলঝুরির ফুলশয্যা, কিন্তু একী! লালনের বউ হিসেবে হাজির সাবিত্রী চট্টোপাধ্য়ায়

লালনের জীবনে চড়ুই এখন অতীত। বর্তমান কেবলই ফুলঝুরি। এর আগেও দু'বার এরা বিয়ের মণ্ডপে বসেছে। কিন্তু শেষটা তাদের মন মতো হয়নি কোনও বারই। কথায় বলে, বার বার তিন বার। সেই তিন নম্বর বারে বিয়ে সম্পন্ন হল।

 • Share this:

  #কলকাতা: এখন তো লালন-ফুলঝুরিরই সময়। এক দিকে বিয়ে। তার উপর বাংলার সেরা তকমা। দ্বিগুণ আনন্দ যুগলের। তবে বিয়ে হলে তো ফুলশয্যাও হবে। আর সেই রাতের অপেক্ষায় স্টার জলসার 'ধুলোকণা'র দর্শক।

  আরও পড়ুন: দর্শকের জন্য দারুণ সুখবর! অফস্ক্রিনের পর প্রথমবার সিনেমায় দেখা যাবে এই জুটিকে

  অনেক ওঠানামার পর সাতপাক ঘুরতে পেরেছে লালন-ফুলঝুরি। বাড়ির ছেলের বিয়ে নিয়ে মাতামাতি পরিবারের মধ্যেও। লালনের জীবনে চড়ুই এখন অতীত। বর্তমান কেবলই ফুলঝুরি। এর আগেও দু'বার এরা বিয়ের মণ্ডপে বসেছে। কিন্তু শেষটা তাদের মন মতো হয়নি কোনও বারই। কথায় বলে, বার বার তিন বার। সেই তিন নম্বর বারে বিয়ে সম্পন্ন হল। সংসার পাতার সুযোগ মিলল। এখন চলছে বিয়ে পরবর্তী নিয়ম নীতি। ভাত কাপড়ের অনুষ্ঠানের আয়োজন করল খোদ অঙ্কুর। যে কিনা নিজে ফুলঝুরিকে বিয়ে করতে চেয়েছিল। তার পর ফুলঝুরির সঙ্গে লালনের মিলনে ঘটকের কাজও করল সে-ই। মনে কষ্ট থাকলেও মুখে হাসি নিয়ে সমস্ত অনুষ্ঠানে মেতে উঠেছেন তিনি। যদিও চড়ুইয়ের মুখে হাসি নেই। সে কেবল ভোল পাল্টেছে নতুন ফন্দির জন্য। মনে মনে তাই ফুলঝুরিকে সে বলে, ''আমিও এমন একটা ছেলেকে বিয়ে করব, যাকে দেখলে তোমার চোখ তাতাবে।''

  আরও পড়ুন: পুরুষ বন্ধুকে বাড়িতে ডাকা নিষিদ্ধ? সুস্মিতার 'কাণ্ড'-এ অবাক নন 'উড়ন তুবড়ি'

  প্রোমোতে দেখা গিয়েছে, বিয়ের রাতে খুনসুটি করার জন্য সকলের সঙ্গে হাজির হয়েছে অঙ্কুরও। তবে বরের সঙ্গে খুনসুটিতে সকলকে হার মানালেন সাবিত্রী চট্টোপাধ্যায়, ফুলঝুরির দিদা। বর অধীর আগ্রহে নিজের বউকে দেখার জন্য অপেক্ষা করে চলেছে। এ দিকে কিনা দিদা বলে, ''এই তো আমি এসে গিয়েছি। আমিই তো তোমার বউ।'' দিদা তার নাতজামাইকে একটু আদর করে দিয়ে বলল, ''এত ভালবাসলাম, তবু পছন্দ হল না।'' তার পরে অঙ্কুরই নিয়ে এল লালনের স্ত্রীকে। ফুলঝুরিকে দেখেই লজ্জার হাসি লালনের মুখে। মাথা নীচু করে লজ্জায় রাঙা হল ফুলঝুরিও। এমনই ভাবে হেসেখেলে প্রেমমাখা সংসার শুরু করবে লালন-ফুলঝুরি? নাকি আবারও জটিলতায় ভরে উঠবে তাদের জীবন?

  আপাতত তো সুখের আভাসই মিলেছে। গানের সূত্রে বাঁধা পড়েছে লালন-ফুলঝুরি।

  Published by:Teesta Barman
  First published:

  Tags: Bengali Serial, Dhulokona

  পরবর্তী খবর