Lalit Modi New Girlfriend: সুস্মিতা অতীত? প্রাক্তন পুলিশকর্তার এই সুপারমডেল ডিভোর্সি মেয়েই নাকি ললিত মোদির বর্তমান প্রেমিকা!
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Lalit Modi New Girlfriend: সেখানেই দেখা গিয়েছে ললিত মোদিকে। আইপিএল প্রতিষ্ঠাতা পলাতক ললিতের বাহলগ্না সেখানে ছিলেন সুপারমডেল উজ্জ্বলা
সোমবার জীবনে তৃতীয় বারের জন্য সাতপাকে বাঁধা পড়লেন প্রখ্যাত আইনজীবী তথা ভারতের প্রাক্তন সলিসিটর জেনারেল হরীশ সালভে। হরীশ এবং তাঁর তৃতীয় পক্ষের স্ত্রী তৃণা তাঁদের ঘনিষ্ঠজনদের জন্য রাজকীয় পার্টির আয়োজন করেছিলেন লন্ডনে। তাঁদের বিয়ের উদযাপনের ছবি এখন চর্চিত ও আলোচিত সোশ্যাল মিডিয়ায়। সেখানেই দেখা গিয়েছে ললিত মোদিকে। আইপিএল প্রতিষ্ঠাতা পলাতক ললিতের বাহলগ্না সেখানে ছিলেন সুপারমডেল উজ্জ্বলা। গুঞ্জন, তিনিই ললিতের বর্তমানের বিশেষ বান্ধবী।
ভারতে নয়ের দশকের শুরুতে প্রথম সারির সুপারমডেল ছিলেন উজ্জ্বলা। তাঁর জন্ম ১৯৭৮-এ। মুম্বই পুলিশের প্রাক্তন ডেপুটি কমিশনারের মেয়ে উজ্জ্বলা মডেলিং শুরু করেন কৈশোরে। ১৯৯৬ সালে ১৭ বছরের কমার্স ছাত্রী উজ্জ্বলা অংশ নেন ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতায়। বিজয়িনী না হলেও পেয়েছিলেন ‘ফেমিনা লুক অব দ্য ইয়ার’-এর শিরোপা। সে বছরই ফ্রান্সে এক সৌন্দর্য প্রতিযোগিতায় তিনি পৌঁছন সেরা ১৫-র মধ্যে।
advertisement
Just back in london after a whirling global tour #maldives # sardinia with the families – not to mention my #better looking partner @sushmitasen47 – a new beginning a new life finally. Over the moon. 🥰😘😍😍🥰💕💞💖💘💓. In love does not mean marriage YET. BUT ONE THAT For sure pic.twitter.com/WL8Hab3P6V
— Lalit Kumar Modi (@LalitKModi) July 14, 2022
advertisement
advertisement
নয়ের দশকের শেষ দিকে দেশের সেরা মডেলদের মধ্যে উজ্জ্বলা ছিলেন অন্যতম। দেশবিদেশের একাধিক নামী সৌন্দর্য প্রতিযোগিতায় মার্জার সরণিতে হাঁটেন তিনি। একাধিক নামী ব্র্যান্ডের পণ্যের মডেল ছিলেন উজ্জ্বলা। তিনি ছিলেন প্রথম দিকের ভারতীয়দের মধ্যে অন্যতম যাঁরা ভিক্টোরিয়াজ সিক্রেট ফ্যাশন শো-এ অংশ নিয়েছেন। ২০১২ সালে এমটিভি সুপারমডেল অব দ্য ইয়ার শো-এ মিলিন্দ সোমনের সঙ্গে উজ্জ্বলাও ছিলেন বিচারকের আসনে।
advertisement
২০০৪ সালে স্কটিশ ছবি পরিচালক ম্যাক্সওয়েল স্টারিকে বিয়ে করেছিলেন উজ্জ্বলা। কিন্তু সাত বছর পর ২০১১ সালে তাঁদের বিয়ে ভেঙে যায়। তাঁদের মেয়ের নাম শা। ম্যাক্সওয়েল ও উজ্জ্বলার বিচ্ছেদ ঘিরে জমে বিতর্কের জলঘোলা হয়েছিল যথেষ্ট। সন্তানের কাস্টডি নিয়ে তিক্ততা চরমে পৌঁছয় দু’ পক্ষের মধ্যে। ২০১৩ সালে সংবাদমাধ্যমে উজ্জ্বলা বলেছিলেন ‘‘আজ আমার জীবন আবর্তিত হয় মেয়ে শা-এর চারপাশে। প্রতিদিনই আমার কাছে শিক্ষণীয়। রোজ সকালে ঘুম থেকে উঠে যখন মেয়ে আমার দিকে তাকায়, মন ভরে ওঠে।’’
advertisement
প্রসঙ্গত মনে করা হচ্ছে সুস্মিতা সেনের সঙ্গে প্রেমপর্ব শেষ করে এখন উজ্জ্বলার সঙ্গেই জড়িয়েছেন প্রণয়ের সম্পর্কে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 06, 2023 10:52 AM IST