এক গানে হাজার চুমু ! শেয়ার করলেন রণবীর

বাজিরাও মস্তানি-র পর একেবারে উল্টো পথে হাঁটলেন ছবির বাজিরাও রণবীর সিং ৷

  • Last Updated :
  • Share this:

    #মুম্বই: বাজিরাও মস্তানি-র পর একেবারে উল্টো পথে হাঁটলেন ছবির বাজিরাও রণবীর সিং ৷ নিজের ইমেজকে একেবারে ঝেড়ে ফেলে, ফের বিন্দাস, প্রেমিক নায়কের ধাঁচে নিজেকে ফেলে দিলেন রণবীর সিং ৷ আর তারপরেই যা হল সেটা একেবারে বলিউডের জন্য চমক ৷

    রণবীর সিংয়ের নতুন ছবি ‘বেফিকরি’ ৷ আর এই ছবির শ্যুটিং শুরু হওয়ার পর থেকেই খবরের শিরোনামে ‘বেফিকরি’ ৷ কারণ, একটাই তা হল রণবীর ও বাণী কাপুরের ঠোঁটঠাসা চুম্বন ৷

    খবর অনুযায়ী, বেফিকরি ছবিতে রণবীর আর বাণী নাকি প্রায় ৩২ বার চুম্বন খেয়েছেন ৷ আর এই ছবির ইউএসপিই নাকি চুম্বন ! আর সেই চুম্বনকেই সঙ্গী করে সম্প্রতি প্রকাশ্যে এল এই ছবির গান ‘লবো কা কারোবার’ ৷ গোটা গানটিতে রয়েছে শুধু চুম্বন আর চুম্বন ৷ জাতি ভেদে, বর্ণ ভেদে, সমকামী, উভয়কামী সব ধরণের চুমুই দেখা গিয়েছে এই একটা গানে ৷ গান ও এই ছবির নতুন পোস্টার ট্যুইটারে আপলোড করেছেন রণবীর সিং নিজেই ৷

    শ্যুটিং শেষ ‘বেফিকরে’ ছবির ৷ শ্যুটিং শেষে প্যারিস থেকে মুম্বইতে ফিরেও গিয়েছেন রণবীর সিং ৷ আর শ্যুটিং নিয়ে তিনি জাহিরও করেছেন উচ্ছ্বাস !

    আদিত্য চোপড়া পরিচালিত ‘বেফিকরে’ ছবি শ্যুটিং শুরু থেকেই চর্চায় ৷ আর এই চর্চার মূলে রয়েছে রণবীর-বাণী কাপুরের একের পর এক চুম্বন ৷ এখনও অবধি ‘বেফিকরে’-এর যে কটা পোস্টার প্রকাশ্যে এসেছে সেই সব ছবিতেই রণবীর চুমু খাচ্ছেন বাণী কাপুরকে ৷ তাই স্বভাবতই, সেই চুম্বন নিয়েই রণবীরের সামনে নানা প্রশ্ন!

    তবে বিন্দাস রণবীর কিন্তু স্পষ্ট উত্তর দিয়েছেন চুমু নিয়ে ৷ রণবীর জানিয়েছেন, ‘দারুণ এনজয় করেছি বেফিকরে’র শ্যুটিং ৷ খুব ভালো অভিজ্ঞতা ৷ আর চুমুর ব্যাপার নিয়ে বলতে পারি ৷ আমাকে বহুবার চুমু খেতে বলা হয়েছিল ৷ পরিচালকের কথা তো আর অমান্য করা যায় না ! তাই যতবার বলেছে, ততবার চুমু খেয়েছি !’

    First published:

    Tags: Bangla Khobor, Befikre, Bengali News, Bollywood, Kiss, Ranveer Singh